বার্নসলিকে ৭-০ গোলে বিধ্বস্ত করার পর জিততে যেন ভুলেই গিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তবে এক মাসের বেশি সময় ধরে খুঁজতে থাকার পর কাঙ্ক্ষিত জয়ের দেখা পেয়েছে এরিক টেন হাগের দল।
ওল্ড ট্র্যাফোর্ডে শনিবার প্রিমিয়ার লিগের অষ্টম রাউন্ডের ম্যাচে ব্রেন্টফোর্ডকে ২-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।
এর ফলে সব মিলিয়ে পাঁচ ম্যাচ জয়বঞ্চিত থাকার পর হাসল ইউনাইটেড সমর্থকরা। এই পাঁচ ম্যাচের চারটিতেই ড্র করে দলটি; আর হারে একটিতে।
প্রিমিয়ার লিগে গত ১৪ সেপ্টেম্বর সাউথহ্যাম্পটনের বিপক্ষে জয়ের স্বাদ পেয়েছিল দলটি। এরপর ক্যারাবাও কাপের ম্যাচে ১৮ সেপ্টেম্বর বার্নসলির বিপক্ষে সবশেষ জিতেছিল রেড ডেভিলরা।
তার তিন দিন পর লিগে ক্রিস্টাল প্যালেসের মাঠে গিয়ে গোলশূন্য ড্র করে টেন হাগের দল। পরে ২৬ সেপ্টেম্বর ইউরোপা লিগের ম্যাচে ঘরের মাঠে এসে ১-১ গোলে ড্র করে ইউনাইটেডের কাছ থেকে পয়েন্ট ছিনেয়ে নিয়ে যায় পুচকে এফসি তোয়েন্তে। তার পরের সপ্তাহে প্রিমিয়ার লিগে আরও দুর্ভোগ পোহাতে হয় টেন হাগের দলকে। ওল্ড ট্র্যাফোর্ডে এসে ইউনাইটেডকে ৩-০ গোলে বিধ্বস্ত করে যায় টটেনহ্যাম।
আরও পড়ুন: প্যালেসের মাঠে ধরাশায়ী ইউনাইটেড
তারপর ইউরোপা লিগে ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েও পোর্তোর বিপেক্ষ কোনোরকমে হার এড়ায় ইউনাইটেড। শুরুতে দুই গোলে এগিয়ে গিয়েও ৩-২ গোলে হারার আশঙ্কা জাগে ইউনাইটেড শিবিরে। তবে অতিরিক্ত যোগ করা সময়ে গোল করে দলকে সে যাত্রায় বাঁচান হ্যারি ম্যাগুয়ার।
এরপর প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার বিপক্ষে লড়াই করেও জয়ের দেখা না মিললে গোলশূন্য ড্র করে আন্তর্জাতিক বিরতিতে যায় টেন হাগের শিষ্যরা।
দলের এমন পারফরম্যার্সে ইউনাইটেডের দায়িত্ব থেকে টেন হাগকে সরিয়ে দিতেও জোর সমালোচনা ওঠে। তবে বিরতি থেকে ফিরেই ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিল দলটি।