ওল্ড ট্রাফোর্ডের সোনালী দিন ফেরাতে এরিক টেন হাগকে দায়িত্ব দিয়েছিল ক্লাবটির মালিকপক্ষ। শুরুতে কিছুদিন নতুন দিনের স্বপ্ন দেখালেও দ্বিতীয় মৌসুমে এসেও উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে না দলটির। বরং দিন দিন খেই হারিয়ে ফেলছেন টেন হাগ।
সোমবার রাতে লিগ টেবিলের ১৪তম অবস্থানে থাকা ক্রিস্টাল প্যালেসের কাছে ৪-০ গোলের ব্যবধানে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এ নিয়ে চলতি মৌসুমে প্যালেসের বিপক্ষে দুই লেগেই হারল তারা।
আরও পড়ুন: শেষ লগ্নেও মায়া ছড়িয়ে চলেছেন মেসি রোনালদো
২৫ হাজার দর্শকের সামনে ঘরের মাঠে যে উজ্জীবিত ফুটবল খেলেছে প্যালেস, তার সামনে কোনো প্রতিরোধই গড়তে পারেননি টেন হাগের শিষ্যরা। প্রথমার্ধে ২ গোল করে প্যালেস, দ্বিতীয়ার্ধেও একই ঘটনার পুনরাবৃত্তি করে তারা।
ম্যাচের ১২তম মিনিটে বক্সের মধ্যে ঢুকে বাঁ পায়ের কোনাকুনি শটে দলকে এগিয়ে নেন প্যালেসের ফরাসি মিডফিল্ডার মিকেল ওলিস। এরপর ৪০তম মিনিটে আরেক ফরাসি জ্যঁ-ফিলিপ মাতেতার গোলে ২-০তে এগিয়ে থেকে বিরতিতে যায় প্যালেস।
দ্বিতীয়ার্ধেও একই চিত্র। ম্যাচ পুনরায় শুরু হওয়ার ১৩তম মিনিটে ডিফেন্ডার টাইরিক মিচেল ফের ব্যবধান বাড়ান। এর ৮ মিনিট পর অসাধারণ দক্ষতায় ইউনেইটেডের জয়ের সম্ভাবনার কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন ওলিস।
আরও পড়ুন: এবার লোপেতেগির দিকে নজর বায়ার্নের
এ নিয়ে সবশেষ ১০ ম্যাচের ৪টিতেই হারল ইউনাইটেড। এছাড়া চার ম্যাচে করেছে ড্র, জিতেছে মাত্র দুটিতে।
গতরাতের হারে আগামী মৌসুমে উয়েফা কনফারেন্স লিগে খেলার সম্ভাবনাও ফিকে হয়ে গেছে টেন হাগের দলের। ৩৫ ম্যাচে ১৬ জয় ও ৬ ড্রয়ে ৫৪ পয়েন্ট নিয়ে টেবিলের ৮ নম্বরে আছে ইউনাইটেড। তাদের সমান পয়েন্ট নিয়ে ১৪ গোলের ব্যবধানে এগিয়ে থেকে সপ্তম অবস্থানে চেলসি।
ইউনাইটেডের এমন বিব্রতকর হারের রাতে দারুণ এক কীর্তি গড়েছে প্যালেস। প্রিমিয়ার লিগে এবারই প্রথম তারা ইউনাইটেডকে দুই লেগেই হারাল।