উইকেট রক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম, অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ, পেসার রুবেল হোসেন, স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, পেসার তাসকিন আহমেদ, পেস অলরাউন্ডার সাইফউদ্দিনের পর চোটের তালিকায় যোগ হলো মুস্তাফিজুর রহমানের নাম।
বাম পায়ের গোড়ালির ইনজুরির কারণে দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে মুস্তাফিজকে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বৃহস্পতিবার সাংবাদিকদের বলেছেন, ‘তার (মুস্তাফিজ) গোড়ালির এক্স-রে করা হয়েছে। রিপোর্ট ভালো। তবে আমরা ধীরে ধীরে যেতে চাই এবং তাকে দুই সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দেয়া হয়েছে।’
বুধবার ঢাকা লিগের দল শাইনপুকুর ক্রিকেট ক্লাবের হয়ে অনুশীলনের সময় ইনজুরিতে পড়েন মুস্তাফিজ।
চার বছর পর সোমবারের ম্যাচের মধ্যদিয়ে চলমান ঢাকা লিগে ফেরেন এ বামহাতি পেসার। ফিরেই ৩ উইকেট শিকার করেন তিনি।
দেবাশীষ আরও বলেন, ‘বিশ্বকাপ বেশি দূরে নেই। মুস্তাফিজের ইনজুরি নিয়ে আমাদের পূর্বসতর্কতামূলক পদক্ষেপ নেয়া প্রয়োজন।’
আইপিএলের গত আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলার সময় সর্বশেষ ইনজুরিতে পড়েন এ টাইগার পেসার। ওই ইনজুরির কারণে মুস্তাফিজ আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি২০ সিরিজ এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে দলের বাইরে ছিলেন।