বাংলাদেশ টি২০ ক্রিকেট দল টসে জিতে আফগানিস্তানের বিপক্ষে ব্যাট করছে। মঙ্গলবার দুবাইয়ের শারজায় শুরু হওয়া ম্যাচটিতে টাইগার বাহিনী প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগার দল ১২ ওভারে ৫ উইকেট হারিয়ে ৬৬ রান সংগ্রহ করতে সক্ষম হয়।
খেলার শুরুতে বাংলাদেশ একাদশের ওপেনিং -এ ব্যাট হাতে নামে মোহাম্মদ নাইম ও এনামুল হক বিজয়। বাংলাদেশ দলের উইকেট কিপার নুরুল হাসান শাওন ইনজুরিতে থাকায় তার স্থলে মুশিফিকুর রহিম খেলবেন। এছাড়া ইনজুরির কারণে দীর্ঘদিন বিরতির পর মাঠে ফিরেছেন মোহাম্মদ সাইফুদ্দিন।
আফগানিস্তান শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে আজ বাংলাদেশের বিপক্ষে খেলছে।
বাংলাদেশ টি২০ ফরম্যাটে ভালো প্রস্তুতি ছাড়াই খেলছে। তারা কেবল ওমান ও সংযুক্ত আরব আমিরাতের বিশ্বকাপে দুটি ম্যাচে জিতেছিল।
টাইগার দল সম্প্রতি তাদের দলে কিছু পরিবর্তন নিয়ে এসেছে। প্রধান কোচ রাসেল ডমিঙ্গোকে টি২০ দলের দায়িত্ব থেকে সরিয়ে ফেলা হয়েছে। তার স্থলে ভারতীয় ক্রিকেটার শ্রীধরন শ্রীরামকে টেকনিক্যাল কনসালটেন্ট নিযুক্ত করেছেন যিনি দুবাইতে টি২০-এশিয়া কাপে বাংলাদেশ দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন।
সাকিব আল হাসানকে টি২০ এশিয়া কাপের অধিনায়ক নিযুক্ত করা হয়েছে। এর আগে তিনি টি২০ খেলায় অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন।
আফগানিস্তানের বিপক্ষে এই ম্যাচের মধ্যদিয়ে সাকিব একমাত্র তৃতীয় বাংলাদেশি যিনি শততম টি২০ ম্যাচ খেলার রেকর্ড স্পর্শ করবেন। এর আগে মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম এই অর্জন করেছিলেন।
বাংলাদেশ একাদশ
মোহাম্মদ নাইম, এনামুল হক, সাকিব আল হাসান(অধিনায়ক), আফিফ হোসাইন, মুশফিকুর রহিম(উইকেট কিপার) মোসাদ্দেক হোসেন, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ
হজরতউল্লাহ জাজাই, রাহমানুল্লাহ গুরবাজ(উইকেট কিপার), ইব্রাহিম জাদরান, নাজিবুল্লাহ জাদরান, করিম জানাত, মোহাম্মদ নবি(অধিনায়ক), রশিদ খান, আজমাতুল্লাহ উমারজাই, নাভিন উল হক, মুজিব-উর রহমান, ফজলহক ও ফারুকী।