হান্সি ফ্লিকের ছোঁয়ায় যেন একেবারেই বদলে গেছে বার্সেলোনা। সেভিয়া, বায়ার্ন মিউনিখের পর রিয়াল মাদ্রিদ, প্রতিপক্ষ যত শক্তিশালীই হোক না কেন একের পর এক গোলে তাদের পরাস্ত করে চলেছে দলটি। তারই ধারাবাহিকতায় এবার ধরাশায়ী হলো নগর প্রতিদ্বন্দ্বী এস্পানিওল।
লা লিগায় রবিবার কাতালুনিয়া ডার্বিতে এস্পানিওলকে ৩-১ গোলে হারিয়েছে হান্সি ফ্লিকের বার্সেলোনা।
এর ফলে লিগে ১২ ম্যাচ খেলে প্রতিপক্ষের জালে মোট ৪০ বার বল পাঠাল কাতালান জায়ান্টরা। এই সময়ে তারা গোল হজম করেছে মাত্র ১১টি। লিগের প্রথম ১২ ম্যাচে গোলসংখ্যায় এটি ক্লাবটির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। ১৯৫০-৫১ মৌসুমের প্রথম ১২ ম্যাচে রেকর্ড ৪২ গোল করেছিল বার্সেলোনা, যা আজও অতিক্রম করতে পারেনি ক্লাবটি।
এদিন দানি অলমোর জোড়া গোলের পাশাপাশি বার্সেলোনার অপর গোলটি করেন রাফিনিয়া। আর অফসাইডের কারণে বারবার হতাশ হওয়া এস্পানিওলের একমাত্র গোলটি আসে হাভি পুয়াদোর পা থেকে।
আরও পড়ুন: রাফিনিয়ার হ্যাটট্রিকে ৯ বছর পর বায়ার্নকে হারাল বার্সেলোনা
ম্যাচের দ্বাদশ মিনিটেই দানি অলমোর গোলে আজ এগিয়ে যায় বার্সেলোনা। তার আগে দুবার চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর তৃতীয়বারের প্রচেষ্টায় ঠিকানা খুঁজে নেন ফলস নাইনে খেলা এই অ্যাটাকিং মিডফিল্ডার।
ডান পাশে প্রতিপক্ষের ডি-বক্সের কিছুটা বাইরে থেকে সতীর্থের লং পাস ধরে বাঁ পায়ের পাতা দিয়ে বক্সের মধ্যে মধ্যে দর্শনীয় এক ক্রস দেন লামিন ইয়ামাল, আর তা প্রথম ছোঁয়াতেই লক্ষ্যে পাঠিয়ে দেন অলমো।
২৪তম মিনিটে কাসাদো-রাফিনিয়া যুগলবন্দীতে ব্যবধান বাড়ায় স্বাগতিকরা। মাঝমাঠ থেকে অসাধারণ এক লং পাসে এস্পানিওলের বক্সের মধ্যে বল পাঠিয়ে দেন কাসাদো, ছুটে গিয়ে পায়ের ছোঁয়ায় গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে জড়িয়ে দেন রাফিনিয়া।
এই গোলে লা লিগা ১২ ম্যাচে ৭ গোল করলেন ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড, চলতি মৌসুমে লিগে যা এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ গোলের রেকর্ড। পাশাপাশি ৬টি অ্যাসিস্টও রয়েছে তার নামের পাশে, অ্যাসিস্টের তালিকায় এটি দ্বিতীয় সর্বোচ্চ। আর সব প্রতিযোগিতা মিলিয়ে ১৫ ম্যাচে ২০ গোলে অবদান রাখলেন এই ব্রাজিলীয় (১১ গোল ও ৯ অ্যাসিস্ট)।
আরও পড়ুন: সেভিয়াকে বিধ্বস্ত করে এল ক্লাসিকোর প্রস্তুতি সারল বার্সেলোনা
এর তিন মিনিট পরই অবশ্য একটি গোল পরিশোধ করে এস্পানিওল, তবে অফসাইডে গোলটি কাটা পড়লে হতাশ হয় তারা।
এরপর ৩১তম মিনিটে তাদের হতাশা আরও বাড়িয়ে তৃতীয় গোলটি পেয়ে যায় বার্সেলোনা। আলেহান্দ্রো বালদের কাছ থেকে পাস পেয়ে ডি-বক্সের বাইরে থেকে বুলেট শটে এস্পানিওল গোলরক্ষক হুয়ান গার্সিয়াকে পরাস্ত করেন অলমো।
এই গোলে বার্সেলোনার জার্সিতে লিগে পাঁচ ম্যাচ খেলে পাঁচটি গোল করলেন ২৬ বছর বয়সী এই স্প্যানিশ মিডফিল্ডার।
ছয় মিনিট পর লেভানডোভস্কির একটি জোরালো শট লাফিয়ে উঠে কোনোমতে প্রতিহত করেন হুয়ান গার্সিয়া। ৪২তম মিনিটে গোলমুখ থেকে বলে পা ছোঁয়াতে ব্যর্থ হয়ে আরও একটি গোলের সুযোগ নষ্ট করেন পেদ্রি।