শনিবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।
আয়োজকরা জানান, এবার ১৮ দল নিয়ে প্রতিযোগিতা শুরু হয়েছে। এতে ১০টি পুরুষ ও আটটি নারী দল। প্রত্যেক দলে দুজন করে খেলোয়াড় ও একজন কর্মকর্তা আছেন।
অংশ নেয়া দলগুলো হলো- পুরুষ বিভাগে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ কারাগার, পানি উন্নয়ন বোর্ড, আনসার, কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থা, ওয়ারী ক্লাব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও গোপালগঞ্জ।
অপরদিকে নারী বিভাগে অংশ নিচ্ছে আনসার, পুলিশ, চট্টগ্রাম, গাজীপুর, ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব, নবজাগরণী সংঘ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বেগম আনোয়ারা স্পোর্টিং ক্লাব।
উদ্বোধন পর্বে পর্যটনমন্ত্রী বলেন, সারা বিশ্বের মতো বিচ ভলিবল বাংলাদেশেও জনপ্রিয় হচ্ছে। প্রতিবছর কক্সবাজার সমুদ্র সৈকতে এর আয়োজনের মধ্যদিয়ে এ পর্যটন নগরীর ব্র্যান্ডিং হচ্ছে, যা বাংলাদেশের পর্যটন শিল্পকে এগিয়ে দেবে।
এসময় বাংলাদেশ ভলিবল ফেডারেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।