২০২৪ সালের কোপা আমেরিকার পর্দা উঠতে বাকি আর এক মাস। ঠিক এ সময় এসে প্রাথমিক দল ঘোষণা করল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
ব্রাজিল, চিলি ও মেক্সিকোর মতো দলগুলোর কোপার স্কোয়াড ইতোমধ্যে ঘোষণা হয়ে গেলেও নিজেদের দল ঘোষণায় বিলম্ব করছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। অবশেষে সোমবার (২০ মে) ভক্তদের সেই অপেক্ষার অবসান ঘটালো তারা।
২৯ সদস্যের প্রাথমিক এ দলে জায়গা পেয়েছে চারটি নতুন মুখ। তবে প্রাথমিকভাবে ঘোষিত এই স্কোয়াড থেকে ৩ খেলোয়াড়কে বাদ দিয়ে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হবে বলে জানিয়েছে আর্জেন্টিনার ফুটবল কর্তৃপক্ষ।
আরও পড়ুন: কোপা আমেরিকায় ব্রাজিলের স্কোয়াড ঘোষণা
ঘোষিত এই স্কোয়াডে নীল-সাদা জার্সিতে ফিরেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের তরুণ উইঙ্গার আলেহান্দ্রো গারনাচো। ক্রিশ্চিয়ানো রোনালদোকে আদর্শ মানায় আর্জেন্টিনা দলে একপ্রকার অবহেলিতই ছিলেন এই তরুণ প্রতিভা। তবে আসন্ন কোপা আমেরিকার দল ঘোষণায় তাকে দলে রেখেছেন কোচ লিওনেল স্কালোনি।
লিওনেল মেসিকে অধিনায়ক করে ঘোষিত এ স্কোয়াডে রয়েছে ফ্রেঞ্চ ক্লাব অলিম্পিক মার্শেইয়ের সেন্ট্রাল ডিফেন্ডার লিওনার্দো বালেরদি, ইতালির ক্লাব ফিওরেন্তিনার ২৮ বছর বয়সী লুকাস মার্তিনেস কুয়ার্তা, ইংলিশ ক্লাব ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের ১৯ বছর বয়সী তরুণ লেফট ব্যাক ভালেন্তিন বার্কো এবং ইতালির আরেক ক্লাব মন্সার তরুণ অ্যাটাকিং মিডফিল্ডার ভালেন্তিন কারবোনি কোপা আমেরিকার মতো বড় আসরে আর্জেন্টিনার জার্সি পরার সুযোগ পাচ্ছেন।
আরও পড়ুন: বুন্দেসলিগায় অজেয় থাকার অনন্য কীর্তি গড়ল লেভারকুজেন
আগামী ১০ ও ১৫ জুন ইকুয়েডর ও গুয়াতেমালার বিপক্ষে এই স্কোয়াড নিয়েই খেলবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। এরপর চূড়ান্ত দল ঘোষণা করা হবে বলে জানা গেছে।
আগামী ২১ জুন কনকাকাফ প্লে-অফ থেকে উঠে আসা কানাডার বিপক্ষে কোপার শিরোপা ধরে রাখার অভিযানে নামবেন লিওনেল মেসি-দে পলরা। এরপর ২৫ ও ২৯ জুন চিলি ও পেরুর বিপক্ষে তাদের গ্রুপপর্বের খেলাগুলো অনুষ্ঠিত হবে।
আর্জেন্টিনা স্কোয়াড
গোলরক্ষক: ফ্রাঙ্কো আরমানি, জেরোনিমো রুলি, এমিলিয়ানো মার্তিনেস।
ডিফেন্ডার: গন্সালো মনতিয়েল, নাহুয়েল মলিনা, লিওনার্দো বালের্দি, ক্রিশ্চিয়ান রোমেরো, জার্মান পেস্সেলা, লুকাস মার্তিনেস কুয়ার্তা, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেস, মার্কোস আকুনিয়া, নিকোলাস তাগলিয়াফিকো, ভালেন্তিন বার্কো।
মিডফিল্ডার: গিদো রদ্রিগেজ, লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস মাক-আলেস্তার, রদ্রিগো দে পল, এজেকিয়েল পালাসিওস, এনসো ফেরনান্দেস, জিওভানি লো সেলসো, আনহেল দি মারিয়া, ভালেন্তিন কারবোনি।
ফরওয়ার্ড: লিওনেল মেসি, আনহেল কোরেয়া, আলেহান্দ্রো গারনাচো, নিকোলাস গঞ্জালেস, লাউতারো মার্তিনেস, হুলিয়ান আলভারেস।