বাংলাদেশ-শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্টে টাইগারদের রথের গতি প্রায় শিথিল করে দিয়েছে সদ্য অভিষিক্ত বাহাতি স্পিনার প্রাভিন জয়াবিক্রম।
শনিবার টেস্টের তৃতীয় দিনে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের ভরসা তামিম, সাইফ এবং মুশফিককে চা বিরতির আগেই ড্রেসিং রুমে ফেরত পাঠান এই স্পিনার।
চা বিরতির সময় ফলোঅন এড়াতে বাংলাদেশের দরকার ছিল ৭৯ রান। আর অপারাজিত ৪৭ রানে দলের জন্য লড়ছিলেন অধিনায়ক মুমিনুল হক।
কিন্তু শেষ রক্ষাটা আর হলো না টাইগারদের। জয়াবিক্রমের দুর্দান্ত স্পিন ঘূর্ণিতে ছয় টাইগার উইকেটে টিকে থাকতে ব্যর্থ হন। পঞ্চম শ্রীলঙ্কান হিসেবে অভিষেকেই পাঁচ উইকেট শিকারের রেকর্ড গড়লেন জয়াবিক্রম। সেই সাথে স্পিনার রমেশ মেন্ডিস এবং পেসার সুরঙ্গ লাকমাল অপর চার টাইগারের উইকেট তুলে নেন।
ম্যাচের তৃতীয় দিনে শ্রীলঙ্কা ৭ উইকেটে ৪৯৩ রানে ইনিংস ঘোষণা করার পর মাত্র ২৫১ রান গড়েই ১০ উইকেট দিয়ে দেয় টাইগাররা। ফলোঅনে থাকা বাংলাদেশের থেকে ২৪১ রানে এগিয়ে লঙ্কানরা দ্বিতীয় ইনিংসে ব্যাট করে। তবে শেষ বিকালে ১৭ রানেই দুই উইকেট খুঁইয়ে ফেলে স্বাগতিকরা। বাংলাদেশের পক্ষে তাইজুল ও মেহেদী একটি করে উইকেট নেন।