তামিম ইকবাল
শেষের নাটকীয়তায় পরও রেকর্ড গড়ে ফের বিপিএল চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথম শিরোপা জয়ের স্বপ্ন দেখেছিল চিটাগাং কিংস। তবে তামিম ইকবাল ও কাইল মেয়ার্সের ঝড়ো ব্যাটিংয়ে তাদের সে স্বপ্ন গ্লানিতে রূপান্তরিত হয়েছে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) টস হেরে শুরুতে ব্যাটিং করে ১৯৫ রানের লক্ষ্য দেয় কিংস। এটি ছিল বিপিএলের ফাইনালে প্রথম ইনিংসে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রহ। ফলে শিরোপা ধরে রাখতে রেকর্ড করতে হতো বরিশালকে।
আর লক্ষ্য তাড়ায় নেমে দুই ব্যাটারের ব্যাটিং ঝড় এবং শেষের নাটকীয়তার পর তিন বল বাকি থাকতেই শিরোপা জয়ের উল্লাসে মাতে তামিম ইকবালের দল।
লক্ষ্য তাড়ায় নেমে সর্বোচ্চ ২৯ বলে ৫৪ রানের ইনিংস খেলে দলের জয়ের ভীত গড়ে দেন অধিনায়ক তামিম। এরপর কাইল মেয়ার্সের ২৮ বলে ৪৬ রানের ঝড়ো ইনিংসটি সে কাজ আরও সহজ করে দেয়। যদিও শেষদিকে মেয়ার্স ও মাহমুদুল্লাহকে ফিরিয়ে দিয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল চিটাগাং, তবে রিশাদ হোসেনের ৬ বলে ১৮ রানের ক্যামিও ইনিংসে সেই আশার গুড়েও বালি পড়ে।
চিটাগাংয়ের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন শরিফুল ইসলাম। চার ওভারে ৩৪ রানে ৪ উইকেট নিয়েছেন তিনি। এছাড়া নাঈম ইসলাম দুটি ও বিনুরা ফের্নান্দো নিয়েছেন একটি উইকেট।
লক্ষ্য তাড়ায় নেমে প্রথম ওভার থেকেই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন তামিম, আর তাকে যোগ্য সঙ্গ দিয়ে চলেন তৌহিদ হৃদয়। প্রথম ওভারে বিনুরাকে তামিম তিনটি চার মারলে ওই ওভারে ১৪ রান সংগ্রহ করে বরিশাল। এরপর আরাফাত সানিকে দেখেশুনে খেলে তৃতীয় ওভারে ফের বিনুরার বলে তিনটি চার মেরে ১২ রান সংগ্রহ করেন তামিম।
চতুর্থ ওভারে খালেদ আহমেদ দেন ১১ রান। পরের দুই ওভারে উইকেট ধরে রাখায় মনোযোগী হলে রানের চাকা কিছুটা গতি হারায়। ফলে পাওয়ার প্লেতে চিটাগাংয়ের মতোই বিনা উইকেটে ৫৭ রান সংগ্রহ করে বরিশাল।
সপ্তম ওভারে একটি করে ডবল, চার ও ছক্কায় ১৩ রান সংগ্রহ করে বরিশাল, সেই সঙ্গে ২৪ বলে একটি ছক্কা ও ৯টি চারের হাফ সেঞ্চুরি তুলে নেন তামিম।
অষ্টম ওভারটি দেখেশুনে খেলার পর নবম ওভারে বরিশাল শিবিরে জোড়া আঘাত হানে চিটাগাং। শরিফুল ইসলামের দ্বিতীয় ওভারের প্রথম বলেই ছক্কা মারতে গিয়ে ক্যাচ হয়ে ফিরতে হয় তামিমকে, আর চতুর্থ বলে শরিফুলের লেগ বিফোরের ফাঁদে পড়েন নতুন ব্যাটার ডাওইড মালান। শুরুতে আম্পায়ার আউট না দিলেও শরিফুল রিভিউ নিলে সিদ্ধান্ত পাল্টান তিনি। ফলে দলীয় ৭৬ ও ৭৮ রানে প্রথম ও দ্বিতীয় উইকেট হারায় বরিশাল।
তামিম ফিরে গেলে খোলস ছেড়ে বের হওয়ার চেষ্টা করেন তৌহিদ, তাতে কিছুটা সফলও হন তিনি; দশম ওভারে তৌহিদের দুটি চারসহ ১৫ রান তোলে বরিশাল। তবে পরের ওভারের দ্বিতীয় বলেই ক্যাচ দিয়ে সাজঘরের পথ ধরেন এই ওপেনার। প্যাভিলিয়নে ফেরার আগে ২৮ বলে তিনটি চারে ইনিংসের তৃতীয় সর্বোচ্চ ৩২ রান করে যান তিনি। এতে দলীয় সংগ্রহ একশ পূর্ণ করার আগেই বরিশালের তিন ব্যাটার বিদায় নেন।
চতুর্থ উইকেটে কাইল মেয়ার্স ও মুশফিকুর রহিমের ব্যাটে বড় জুটি গড়ার আভাস মেলে। তবে বেশিক্ষণ টিকতে পারেননি মুশফিক। দ্বাদশ ওভারে মেয়ার্স দুটি ছক্কা হাঁকালে পরের ওভারের প্রথম তিন বলে তিনটি চার আসে, এর দুটি মুশফিকের ব্যাট থেকে ও পরেরটি অতিরিক্ত হিসেবে। চতুর্থ বলে ফের উড়িয়ে ব্যাট চালিয়ে ডিপ লেগে নাফের হাতে ধরা পড়েন তিনি। ৯ বলে তিনটি চারে ১৬ রান করে অভিজ্ঞ এই ব্যাটার ফিরে গেলে ভাঙ্গে ১৪ বলে ৩৪ রানের জুটি। পরে মাহমুদউল্লাহর সঙ্গে জয়ের দিকে অগ্রসর হতে থাকেন মেয়ার্স। এরই ধারাবাহিকতায় ১৫তম ওভারে দুটি ছক্কা ও একটি চার মেরে শেষ ৫ ওভারে জয়ের লক্ষ্য ৪৪ রানে নামিয়ে আনেন এই ক্যারিবীয়।
শেষের দিকে খালেদের বলে ক্যাচ দিয়েছিলেন মেয়ার্স, তবে তা লুফে নিতে পারেননি শরিফুল। এরপর শেষ তিন ওভারে ২৫ রান নিতে হতো বরিশালকে। তবে অষ্টাদশ ওভারে আবারও দুই উইকেট নিয়ে ম্যাচ জমিয়ে দেন শরিফুল।
ওভারের তৃতীয় বলে শরিফুলের বলে ফের ক্যাচ দিলে মেয়ার্সের সেই ক্যাচ ধরতে ভুল হয়নি বদলি ফিল্ডার মার্শাল আইয়ুবের। তিনটি করে চার ও ছক্কায় ২৮ বলে ৪৬ রান করে ফেরেন মেয়ার্স। এরপর পঞ্চম বলে মাহমুদুল্লাহকে উইকেটের পেছনে ক্যাচ নিয়ে ফেরান মুশফিক। ফলে ৬ উইকেট হারানো বরিশাল শেষ দুই ওভারে পায় ২০ রানের লক্ষ্য।
১৯তম ওভারের প্রথম পাঁচ বলে রিশাদের একটি ছক্কাসহ মোট ১২ রান নিলে ম্যাচের পাল্লা বরিশালের দিকে ভারী হয়ে ওঠে। তবে পরের বলেই ফের নাটক। বিনুরার ওভারের শেষ বলে জোরে ব্যাট চালিয়ে শর্ট মিড-অনে ধরা পড়েন মোহাম্মদ নবি। ফলে শেষ ওভারে ৮ রান করতে হতো বরিশালকে।
এরপর শেষ ওভারের প্রথম বলেই লং অনে বিশাল ছক্কা হাঁকান রিশাদ। পরে দুই ব্যাটার একবার জায়গা পরিবর্তনের পর তৃতীয় বলে রান আউট হয়ে যান রিশাদ, কিন্তু আম্পায়ার দুহাত প্রসারিত করে ওয়াইড দিলে জয়োল্লাসে মেতে ওঠে বরিশালের সমর্থকরা।
আরও পড়ুন: ইমন, খাওয়াজার ব্যাটে ফাইনালে পাহাড়সম লক্ষ্য পেল বরিশাল
সংক্ষিপ্ত স্কোর
চিটাগাং কিংস: ১৯৪/৩ (ইমন ৭৮*, নাফে ৬৬, ক্লার্ক ৪৪; মোহাম্মদ আলি ১/২১, ইবাদত ১/৩৫)।
ফরচুন বরিশাল: ১৯৫/৭ (তামিম ৫৪, মেয়ার্স ৪৬, তৌহিদ ৩২; শরিফুল ৪/৩৪, নাঈম ২/১৮)।
ফলাফল: ফরচুন বরিশাল তিন উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: তামিম ইকবাল।ম্যান অব দ্য টুর্নামেন্ট: মেহেদী হাসান মিরাজ।
৩৮ দিন আগে
বিসিবির অস্পষ্ট অবস্থানেই তামিমের আন্তর্জাতিক ক্যারিয়ার অনিশ্চিত
আসন্ন জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশ দল প্রস্তুতি শুরু করলেও অভিজ্ঞ ওপেনার তামিম ইকবালের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভাবনা এখনো অনিশ্চিত হয়ে আছে।
এ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকেও কোনো পরিষ্কার ধারণা দেওয়া হয়নি।
সবশেষ গত বছরের সেপ্টেম্বরে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তামিম। এরপর থেকে ইনজুরি ও জাতীয় দলে তার অনুপস্থিতি তাকে দলের বাইরে রেখেছে। এরই মধ্যে গত বছরের শেষ দিকে নতুন বছরের জাতীয় চুক্তি থেকে বাদ দেওয়ার জন্য অনুরোধ করেন তামিম, যা তার আন্তর্জাতিক ক্যারিয়ারের সম্ভাব্য সমাপ্তির ইঙ্গিত দেয়।
আরও পড়ুন: বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে মাহমুদউল্লাহ, বাদ পড়লেন তামিম
তবে তামিম বা বিসিবি কারও কাছ থেকেই এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি।
তামিমের সম্ভাব্য ফেরার বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস পাল্টা প্রশ্ন করে বলেন ‘তামিম কি বলেছে যে সে ফিরে আসবে?’ তামিমের সঙ্গে এ ধরনের কোনো আলোচনা হয়নি বলে জানান তিনি।
তামিমের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনার দায়িত্ব পেয়েছিলেন বলে জানালেও আলোচনার ফলাফল প্রকাশ করতে অস্বীকৃতি জানান জালাল।
তিনি বলেন, নিজের সিদ্ধান্ত ব্যাখ্যা করতে তামিম বোর্ড সভাপতির সঙ্গে দেখা করবেন। তবে এ বৈঠক কবে হবে তা জানাননি জালাল ইউনুস।
আরও পড়ুন: সরে দাঁড়ানোর কারণ জানালেন তামিম
সম্প্রতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফরচুন বরিশালকে প্রথম শিরোপা এনে দেওয়া এবং মৌসুমের সর্বোচ্চ রান সংগ্রহকারী হিসেবে তামিমের দুর্দান্ত পারফরম্যান্স টি-টোয়েন্টি ফরম্যাটে ফিরে আসার বিষয়ে জল্পনা-কল্পনা বাড়িয়ে তুলেছিল। তবে টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও আর কোনো ঘোষণা দেননি তামিম।
এদিকে তামিমকে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরানোর ইচ্ছা প্রকাশ করেছেন জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে তামিম ফিরবেন কি না এ নিয়ে সব আলোচনাই এখনো অনিশ্চয়তার মধ্যে রয়ে গেছে।
আরও পড়ুন: ‘আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি আমার ক্যারিয়ারের শেষ ম্যাচ’: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অশ্রুসিক্ত অবসরের ঘোষণা তামিম ইকবালের
৩৩৪ দিন আগে
‘আমি অবশ্যই বিসিবি থেকে পদত্যাগ করিনি এবং আমার কাজের সঙ্গে ছোটভাই তামিমের চলমান পরিস্থিতির কোনো সম্পর্ক নেই’
বাংলাদেশ দলের সাবেক ওপেনার ও বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের বর্তমান সদস্য নাফিস ইকবাল একটি আন্তর্জাতিক ম্যাচ চলাকালে চলে যাওয়ার ব্যাখ্যা দিয়েছেন।
নিউ জিল্যান্ডের বিপক্ষে সাম্প্রতিক হোম সিরিজে নাফিস জাতীয় দলের অপারেশনাল ম্যানেজারের দায়িত্ব পালন করেন। গত ২৬ সেপ্টেম্বর তৃতীয় ওয়ানডেতে একই ভূমিকা পালন করতে স্টেডিয়ামে আসেন তিনি। তবে ম্যাচ শুরুর এক পর্যায়ে তিনি স্টেডিয়াম ছেড়ে চলে যাওয়ায় জাতীয় দল থেকে তার পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়ে।
বাংলাদেশের হয়ে ১১ টেস্ট ও ১৬ ওয়ানডে খেলা নাফিস বুধবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে পরিস্থিতি তুলে ধরেন।
আগের দিন সকালে বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশ না হওয়ার বিষয় জেনে মানসিক প্রভাবের কারণে দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন উল্লেখ করে তিনি বলেন, ‘আমিও মানুষ। বাকি সবার মতো আমারও আবেগ আছে।’
আরও পড়ুন: বিশ্বকাপ ২০২৩: ভারতের উদ্দেশে রওনা দিল বাংলাদেশ দল
তিনি আরও বলেন, ‘আমি অবশ্যই বিসিবি থেকে পদত্যাগ করিনি এবং ছোট ভাই তামিম ইকবালের সঙ্গে যা ঘটছে, তার সঙ্গে আমার এই কাজের কোনো সম্পর্ক নেই। মাঠ থেকে আমার চলে যাওয়ার ৬ থেকে ৭ ঘণ্টা পর বিশ্বকাপের দল ঘোষণা করা হয়।’
নাফিস জোর দিয়ে বলেন, তিনি মাঠ ছাড়ার সময় প্রয়োজনীয় সমস্ত প্রোটোকল অনুসরণ করেছিলেন। তিনি বলেন, তিনি প্রথমে প্রধান কোচকে অবহিত করেছিলেন এবং তারপরে স্টেডিয়াম ছাড়ার জন্য প্রয়োজনীয় প্রোটোকল অনুসরণ করেছিলেন।
বাংলাদেশ দল বর্তমানে ভারতের গুয়াহাটিতে অবস্থান করছে, যেখানে তারা ৫ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের মূল ইভেন্টের আগে দু’টি আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলবে। ৭ অক্টোবর ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ।
আরও পড়ুন: সরে দাঁড়ানোর কারণ জানালেন তামিম
বিশ্বকাপ স্কোয়াডের বাইরে থাকার সিদ্ধান্ত তামিম নিজেই নিয়েছেন: মাশরাফি
৫৩৬ দিন আগে
সরে দাঁড়ানোর কারণ জানালেন তামিম
ক্রিকেট বিশ্বকাপ ২০২৩’র জন্য বাংলাদেশের স্কোয়াড নির্বাচনের পর থেকেই আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। বাংলাদেশ দলের ওপেনার তামিম ইকবালকে দল থেকে বাদ দেওয়ার পরই মূলত এ নিয়ে আলোচনা শুরু হয়।
অবশেষে মুখ খুললেন তামিম ইকবাল। বুধবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের পোস্ট করা একটি ভিডিওতে তামিম তার বিশ্বকাপে অংশগ্রহণ না করা এবং তার ফিটনেস সম্পর্কিত সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে কথা বলেছেন।
তার ভক্ত ও জনসাধারণের সত্য জানার প্রয়োজন আছে বলেও মনে করেন তিনি।
তামিম জানান, আফগানিস্তানের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে টপ অর্ডারে নিজের পদ ছেড়ে দেওয়ার পরামর্শ দেওয়ার পর তাকে বাদ দিতে বলা হয়েছিল।
তবে কে তাকে লোয়ার অর্ডারে ব্যাট করার জন্য অনুরোধ করেছিলেন তা প্রকাশ করেননি তিনি।
এর আগে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা দাবি করেছিলেন, তামিমকে বাদ দেওয়া হয়েছে এটা বলা ঠিক হবে না; বরং তিনি নিজেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।
বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার পর বাংলাদেশের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন জানান, ফিটনেস নিয়ে শঙ্কার কারণে তামিমকে বাদ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: বিশ্বকাপ ২০২৩: ভারতের উদ্দেশে রওনা দিল বাংলাদেশ দল
বিষয়টি কিছুটা অস্বস্তির কথা উল্লেখ করে তামিম বলেন, 'আমি এখনো ইনজুরিতে পড়িনি। যেহেতু চার থেকে পাঁচ মাস পর ক্রিকেটে ফিরেছি, তাই কিছুটা ব্যথা হওয়াটাই স্বাভাবিক।
তিনি বলেন, নিউ জিল্যান্ড সিরিজের শেষ ম্যাচের আগে ফিজিও তার ফিটনেস মূল্যায়ন করেছিলেন এবং নিশ্চিত করেছিলেন যে তিনি ব্যথা অনুভব করলেও তিনি নির্বাচনের জন্য উপযুক্ত। তবে বিশ্রাম নিলে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচের আগে আরও ভালোভাবে ফিরে আসতে পারবে। ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনাল ম্যাচ না খেলার সিদ্ধান্ত নেন তামিম।
জনসমক্ষে ফিজিওর রিপোর্ট নিয়ে বিতর্ক করার চ্যালেঞ্জ জানিয়ে তামিম বলেন, 'ফিজিও রিপোর্টে বলা হয়নি যে আমি খেলতে পারব না।’
তামিম বলেন, বিসিবির একজন 'প্রভাবশালী ব্যক্তি' তাকে ফোন করে বিশ্বকাপের প্রথম ম্যাচে না খেলার পরামর্শ দিয়েছিলেন।
তামিম বলেন, 'আমি তাকে বলেছিলাম, প্রথম ম্যাচ থেকে আমরা এখনও ১২-১৩ দিন দূরে রয়েছি এবং ততক্ষণে আমি আরও ভালো হয়ে যাব। এরপর তিনি আমাকে প্রথম ম্যাচে খেলতে চাইলে লোয়ার অর্ডারে ব্যাট করতে বলেন। আমি এটা ভালোভাবে মেনে নিতে পারিনি। আমি রেগে গিয়েছিলাম এবং সেই অনুযায়ী প্রতিক্রিয়া জানিয়েছিলাম।
টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর যৌক্তিকতা তুলে ধরে তামিম বলেন, 'আমি তাকে বলেছি, ওপেনার হিসেবে আমার ১৭ বছরের ইতিহাস থাকা সত্ত্বেও যদি তারা আমাকে নিচে ব্যাট করাতে চায়, তাহলে তাদের উচিত আমাকে বিশ্বকাপ দল থেকে বাদ দেওয়া।’
আরও পড়ুন: বিশ্বকাপ স্কোয়াডের বাইরে থাকার সিদ্ধান্ত তামিম নিজেই নিয়েছেন: মাশরাফি
‘সরি, একজন খেলোয়ার তামিম ইকবাল’
৫৩৭ দিন আগে
‘সরি, একজন খেলোয়ার তামিম ইকবাল’
আসন্ন ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ দলে নেওয়া হয়নি তামিম ইকবালকে। এ নিয়ে নানান প্রশ্ন উঠেছে সাধারণ মানুষদের মাঝে। শুধু তাই নয়, চলচ্চিত্র তারকা ওমর সানি তার ফেসবুক প্রোফাইলে প্রতিবাদ জানিয়েছেন।
ওমর সানি লিখেছেন, 'আপনারা যারা নির্বাচক, আপনাদের খেলা আমি দেখেছি। স্টেডিয়ামে বসে বলুন আর টিভির পর্দায় বলুন। ভীষণ পুরুষত্ব ফুটে উঠতো। আজকে এমন কি হলো, কাপুরুষের মতো ঘোষণা করতে হবে তামিম ইকবাল বাংলাদেশ দলেই নেই!'
আরও পড়ুন: ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে বাদ পড়েছেন তামিম: প্রধান নির্বাচক
এই অভিনেতা আরও লেখেন, 'মানলাম একজন সুপারস্টারের কথায় এই সিদ্ধান্ত নিয়েছেন, আপনাদের জায়গায় যদি আমার মতো রাষ্ট্রের প্রজা থাকতো তাহলে বলতাম- আমি পদত্যাগ করলাম। সরি, একজন খেলোয়ার তামিম ইকবাল।'
উল্লেখ্য, তামিম ইকবালকে বাদ দেওয়ার কারণ হিসেবে দাবি করা হচ্ছে- ফিটনেস ইস্যুর কারণেই তামিমকে স্কোয়াডে নেওয়া হয়নি।
আরও পড়ুন: টাইগারদের বিশ্বকাপ দলে নেই তামিম, ফিরল রিয়াদ
বাংলাদেশ বনাম নিউ জিল্যান্ড ওয়ানডে সিরিজ: ফাইনাল ম্যাচে তামিম ও লিটন বিশ্রামে থাকতে পারেন
৫৩৮ দিন আগে
ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে বাদ পড়েছেন তামিম: প্রধান নির্বাচক
আসন্ন ২০২৩ বিশ্বকাপের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষিত স্কোয়াডে অনুপস্থিত দেড় দশক ধরে বাংলাদেশের টপ অর্ডারের তামিম ইকবাল।
বিসিবি’র প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বলেন, তামিমের বাদ পড়ার মূলে রয়েছে ইনজুরি।
অধিনায়ক সাকিব আল হাসান ও প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের 'হাফ ফিট' খেলোয়াড়কে মাঠে নামানোর বিষয়ে আপত্তির কারণে মঙ্গলবার দল ঘোষণার আগে বাংলাদেশের ক্রিকেট মহলে একটি প্রচলিত ধারণা ছিল, তামিমকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হতে পারে।
এই ধারণা অবশ্য মিনহাজুল খণ্ডন করেছেন।
আরও পড়ুন: টাইগারদের বিশ্বকাপ দলে নেই তামিম, ফিরল রিয়াদ
মিনহাজুল বলেন, ‘নিউ জিল্যান্ড সিরিজের দ্বিতীয় ম্যাচের পরে তামিমের ইনজুরি পুনরায় দেখা দেয়, যার ফলে তিনি তৃতীয় ম্যাচে অংশ নেননি। বিশেষ করে বিশ্বকাপের মতো বড় ইভেন্টের প্রেক্ষাপটে আমরা যথেষ্ট ঝুঁকি নিতে অনিচ্ছুক।’
চলতি বছরের শুরুর দিকে আফগানিস্তানের বিপক্ষে হোম সিরিজ চলাকালে হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম। সিরিজের মধ্যে একটি ম্যাচ চলাকালীন তিনি তার ফিটনেস যাচাই করার ইচ্ছা প্রকাশ করেছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার প্রত্যাবর্তনের সুবিধার্থে হস্তক্ষেপ করেন।
তামিম বলেন, ‘আমি যে কাউকে না বলতে পারি, কিন্তু দেশের নেতাকে নয়।’ একই সঙ্গে দেড় মাসের জন্য ক্রিকেট থেকে বিরতি নেন তিনি।
আরও পড়ুন: হঠাৎ দলের দায়িত্ব থেকে নাফিস ইকবালকে অব্যাহতি
নিউ জিল্যান্ডের কাছে ওয়ানডে সিরিজে হারল বাংলাদেশ
৫৩৮ দিন আগে
হঠাৎ দলের দায়িত্ব থেকে নাফিস ইকবালকে অব্যাহতি
জাতীয় দলের অপারেশন ম্যানেজার হিসেবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বাংলাদেশের সাবেক ক্রিকেটার নাফিস ইকবালকে।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ও নিউ জিল্যান্ডের মধ্যকার তৃতীয় ওয়ানডেতে নাফিস টিম শিটে সই করেন। পরে ম্যাচ চলাকালীন তাকে সরিয়ে দেওয়া হয়।
নাফিসের ঘনিষ্ঠ একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে নাফিসের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এই পরিবর্তনের ফলে তার ছোট ভাই তামিম ইকবালের আসন্ন ক্রিকেট স্কোয়াডে থাকা না থাকা নিয়ে গুঞ্জন উঠেছে।
শোনা যাচ্ছে তামিমকে বিশ্বকাপের দল থেকে বাদ দেওয়া হতে পারে।
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর নাফিসকে জাতীয় দলে কর্মী হিসেবে নিয়োগ দেওয়া হয়।
তারপর থেকে, তারপর থেকে কয়েকবার তাকে অপসারণের কথা শোনা গেলেও, এখন পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি।
আরও পড়ুন: নিউ জিল্যান্ডের কাছে ওয়ানডে সিরিজে হারল বাংলাদেশ
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, মঙ্গলবার মিরপুরে বাংলাদেশ ও নিউ জিল্যান্ডের মধ্যকার তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচের পর বিশ্বকাপের দল ঘোষণা করা হবে।
এখন পর্যন্ত, তামিম বিশ্বকাপ দলে জায়গা পাবে কিনা তা অনিশ্চিত।
অসমর্থিত সূত্রে জানা গেছে, ফিটনেস নিয়ে অনিশ্চয়তার কারণে বাংলাদেশ বিশ্বকাপ দলে তামিমের অন্তর্ভুক্তি সন্দেহের মুখে পড়তে পারে।
নাফিসকে অপসারণের কারণ নিশ্চিত করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবির মন্তব্য পাওয়ার জন্য ইউএনবি বেশ কয়েকবার চেষ্টা করলেও কোনও কর্মকর্তার মন্তব্য পাওয়া যায়নি।
আরও পড়ুন: চতুর্থ বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ৫ হাজার রানের মাইলফলকে মাহমুদউল্লাহ
তৃতীয় ওয়ানডেতে ব্যাটিংয়ে বাংলাদেশ, অভিষেক জাকিরের
৫৩৮ দিন আগে
বিপিএল প্লেয়ার্স ড্রাফট ২০২৪: তামিম-মাহমুদউল্লাহর সঙ্গে মুশফিকও যোগ দিলেন ফরচুন বরিশালে
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরে তামিম ইকবাল ও মাহমুদুল্লাহ রিয়াদের পাশাপাশি ফরচুন বরিশালে মুশফিকুর রহিমও যোগ দিবেন বলে আশা করা হচ্ছে।
রবিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত এই বছরের প্লেয়ার্স ড্রাফটে বরিশাল সফলভাবে মুশফিকের পারিশ্রমিক নির্ধারণ করেছে।
এই তিন জাতীয় তারকা ছাড়াও; মেহেদি হাসান মিরাজ, খালেদ আহমেদ ও সৌম্য সরকারও ২০২৪ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া বিপিএলে বরিশাল লাইনআপের অংশ হবেন।
তাদের সঙ্গে বরিশালের পক্ষে যোগ দিচ্ছেন কিছু বিশিষ্ট আন্তর্জাতিক খেলোয়াড়ও। যার মধ্যে রয়েছে-পাকিস্তানের শোয়েব মালিক, ফখর জামান ও মোহাম্মদ আমির এবং শ্রীলঙ্কার দিনেশ চান্দিমালের নাম।
এবারের বিপিএলে অংশগ্রহণকারী অন্য দলগুলোর মধ্যে রয়েছে- চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, দুরন্ত ঢাকা, খুলনা টাইগার্স ও সিলেট স্ট্রাইকার্স।
সব দলই খসড়ার মাধ্যমে তাদের স্কোয়াড চূড়ান্ত করবে।
আরও পড়ুন: বিপিএল প্লেয়ার্স ড্রাফট ২০২৪: উপেক্ষিত আশরাফুল ও সাব্বির
বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ: ফাইনাল ম্যাচে তামিম ও লিটন বিশ্রামে থাকতে পারেন
৫৪০ দিন আগে
লিটনকে ছাড়াই এশিয়া কাপে যোগ দিতে রওনা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল
বাংলাদেশ ক্রিকেট দল এই বছরের এশিয়া কাপে অংশ নিতে রবিবার (২৭ আগস্ট) দুপুরে শ্রীলঙ্কার উদ্দেশে যাত্রা করেছে।
তবে, ডানহাতি টপ অর্ডার ব্যাটার লিটন দাসের গত দুই দিন ধরে জ্বর থাকায় দলের অন্য সদস্যদের সঙ্গে তিনি যেতে পারেননি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল উইং নিশ্চিত করেছে, লিটন সুস্থ হয়ে দলের সঙ্গে যোগ দেবেন।
তারা আরও আশ্বস্ত করেছেন, লিটনের পরীক্ষা করা হয়েছে। তার রিপোর্টে ডেঙ্গু বা অন্য কোনো গুরুতর অসুস্থতার কথা জানা যায়নি।
এ ছাড়া, আরেক ক্রিকেটার তানজিম হাসান সাকিবও একাই শ্রীলঙ্কা গেছেন।
তাকে পরে টিম লাইনআপে অন্তর্ভুক্ত করায় তার জন্য আলাদা ফ্লাইট নির্ধারণ করা হয়েছিল। পায়ের চোটের কারণে এবাদত হোসেন বাদ পড়ার পর তাকে অন্তর্ভুক্ত করা হয়।
শ্রীলঙ্কার উদ্দেশে রওনা হওয়ার আগে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ডানহাতি পেসার তাসকিন আহমেদ এই বছরের এশিয়া কাপে বাংলাদেশের জয়ের বিষয়ে তার বিশ্বাসের কথা জানিয়েছেন।
আরও পড়ুন: এশিয়া কাপে সুপার ফোরে খেলার লক্ষ্য বাংলাদেশের
তাসকিন বলেন, ‘আমাদের প্রাথমিক লক্ষ্য এই বছরের এশিয়া কাপের ফাইনালে জায়গা নিশ্চিত করা।’
তিনি আরও বলেন, ‘ফাইনালে পৌঁছানোটা একটা গুরুত্বপূর্ণ অর্জন হবে।’
তাসকিন বলেছেন, ‘ভালো ক্রিকেট খেলে আমরা চ্যাম্পিয়নশিপের জন্য লড়াই করতে পারি। মাঠে আমাদের সেরা পারফর্ম করাই সাফল্যের চাবিকাঠি।’
৩১ আগস্ট এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের উদ্বোধনী ম্যাচ। এরপর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ খেলতে টাইগাররা পাকিস্তানে যাবে। সেখানে তারা ৫০ ওভারের দুটি ম্যাচ খেলবে।
বাংলাদেশের হেডকোচ এই ভ্রমণের সময়সূচি নিয়ে কিছুটা উদ্বেগ প্রকাশ করেছেন।
তামিম ইকবাল সম্প্রতি ফিটনেস অনিশ্চয়তার কারণে পদত্যাগ করার পর অধিনায়ক নির্ধারণ হওয়ায় এশিয়া কাপের এই সংস্করণে দলকে নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান।
সাকিব ও প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে উভয়েই এশিয়া কাপে ইতিবাচক ফলাফল অর্জনের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন।
এশিয়া কাপের জন্য বাংলাদেশের স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শাকিব আহমেদ, মাহেদী হাসান, নাইম শেখ, শামীম হোসেন, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব।
আরও পড়ুন: এশিয়া কাপ-২০২৩: এবাদতের বদলি খেলবেন তানজিম সাকিব
ব্যাটিং অনুশীলন শুরু করেছেন তামিম ইকবাল
৫৬৮ দিন আগে
ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক সাকিব
নাটকীয় ও বিশৃঙ্খল অবস্থার পর ইনজুরিতে থাকা তামিম ইকবালের জায়গায় আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক করা হয়েছে অলরাউন্ডার সাকিব আল হাসানকে।
ফলে এখন থেকে আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাটে বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্ব পালন করবেন সাকিব। কারণ, ইতোমধ্যেই তিনি টেস্ট ও টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দিচ্ছেন।
তবে সব ফরম্যাটে তিনি অধিনায়ক থাকবেন কি না- তা বোর্ড ও সাকিবের মধ্যে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে। শিগগিরই এশিয়া কাপের জন্য বাংলাদেশ ওয়ানডে দল ঘোষণা করবে বোর্ড। এশিয়া কাপের দল ঘোষণার শেষ তারিখ ১২ আগস্ট।
শুক্রবার (১১ আগস্ট) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন গুলশানে নিজ বাসভবনে এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: বাংলাদেশ ওয়ানডে অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ালেন তামিম
নাজমুল হাসান পাপন গণমাধ্যমকে বলেন, ‘সাকিবকে ওয়ানডে দলের অধিনায়ক করা হয়েছে। সে এশিয়া কাপ ও বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবে।’
তিনি বলেন, সাকিব যদি সব ফরম্যাটে বাংলাদেশকে নেতৃত্ব দিতে চান, তাহলে বোর্ড আনন্দের সঙ্গে তা গ্রহণ করবে।গত সপ্তাহে বোর্ডের অধিনায়ক নির্বাচনের কথা থাকলেও সাকিবের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনার প্রয়োজন থাকায় তারা তা করতে পারেননি।
সাকিবের পাশাপাশি টপ অর্ডার ব্যাটসম্যান লিটন দাস ও মেহেদী হাসান মিরাজকেও পরবর্তী ওয়ানডে অধিনায়কের জন্য আলোচনায় রাখা হয়েছিল।
উল্লেখ্য, ইনজুরির কারণে সম্প্রতি বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান তামিম ইকবাল।
আরও পড়ুন: বিশ্বকাপকে সামনে রেখে পুনর্বাসন শুরু তামিম ইকবালের
আইসিসি বিশ্বকাপ ট্রফি উন্মোচন,বাংলাদেশি ক্রিকেটারদের উচ্ছাস
৫৮৪ দিন আগে