পাকিস্তান ও জিম্বাবুয়ের মধ্যকার ওয়ানডে সিরিজের পর করা আইসিসির করা নতুন র্যাঙ্কিংয়ে এ অবস্থানে উঠে আসেন তিনি।
গত ২৯ অক্টোবর নিষেধাজ্ঞা মেয়াদ শেষ হওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসার জন্য প্রস্তুত বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব। তার বিরুদ্ধে আইসিসির আনা অভিযোগের প্রমাণ পাওয়ায় তাকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছিল ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি।
অলরাউন্ডার সাকিব বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তবে, নভেম্বরের শেষের দিকে দেশে অনুষ্ঠিত হতে যাওয়া পাঁচ দলের টি-টোয়েন্টি লিগের আগেই ঢাকায় ফিরেবেন বলে আশা করা যাচ্ছে।
দেশের অন্যান্য ১৯ ক্রিকেটারের সাথে ৯ নভেম্বর সাকিবের ফিটনেস পরীক্ষা হবে। ফিটনেস পরীক্ষার জন্য মোট ১১৩ জন ক্রিকেটারকে তালিকাভুক্ত করা হয়েছে। এ পরীক্ষায় উত্তীর্ণরা আসন্ন টি-টোয়েন্টি লিগে অংশ নেয়ার সুযোগ পাবেন।
সাকিব ৩৭৩ রেটিং পয়েন্ট নিয়ে বিশ্বের সেরা ওয়ানডে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে রয়েছেন। তারপরেই ৩০১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী।
শীর্ষ ১০ থাকা অন্য ক্রিকেটাররা হলেন ক্রিস ওকস (২৮১), বেন স্টোকস (২৭৬), ইমাদ ওয়াসিম (২৭১), কলিন ডি গ্র্যান্ডহাম (২৬৫), রশিদ খান (২৫৩), মিচেল সান্টনার (২৫১), রবীন্দ্র জাদেজা (২66) এবং শন উইলিয়ামস (২৩৮)।