শনিবারের শেষ বিকালে ২১৯ রানে এগিয়ে থেকে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করেছে বিরাট কোহলিরা। ৯ উইকেট হারিয়ে ৩৪৭ রান করেছে ভারত। যার মধ্যে অধিনায়ক বিরটা একাই করেছেন ১৩৬ রান।
এবাদত হোসেনের বল ভারত অধিনায়ক উড়িয়ে মারতে গেলে সীমানার কাছ থেকে দুর্দান্তভাবে বলটি তালুবন্দী করে হাজার হাজার মুখরিত দর্শকে নীরব বানিয়ে দেন তাইজুল ইসলাম।
বিরাটের আউটের পর ভারতের হয়ে তেমন কেউ জ্বলে উঠতে পারেননি। আসা যাওয়ার ওপর ছিলেন রবীন্দ্র জাদেজা, ঋদ্ধিমান সাহা, মোহাম্মাদ শামী, উমেশ যাদব ও ইশান্ত শর্ম। শেষের দিকে হয়তো অলআউটের লজ্জা থেকে বাঁচতেই দ্রুত ইনিংস ঘোষণা দেন কোহলি!
এর আগে, শনিবার দিনের শুরুতে আজিঙ্কা রাহানেকে ব্যক্তিগত ৫১ রানে ফেরান তাইজুল। অন্যদিকে বিরাট অধিনায়ক হিসেবে দ্রুততম ৫ হাজার রানের রেকর্ড গড়েন। দেখেশুনে খেলে ক্যারিয়ারের ২৭তম শতক পূরণ করেন তিনি।
শুক্রবার প্রথম দিনে ৩ উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করে বাংলাদেশের চেয়ে ৬৮ রানে এগিয়ে থেকে দিনের খেলা শেষ করে স্বাগতিকরা।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় পেসারদের দাপটে মাত্র ১০৬ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। টাইগাররা মাত্র ৩০.৩ ওভার খেলতে পারেন। সাদমান ইসলাম (২৯), লিটন দাস (২৪) এবং নাইম হাসান (১৯) ছাড়া আর কোনো ব্যাটসম্যান দুই অংকের ঘর স্পর্শ করতে পারেননি।
ভারতের পক্ষে ইশান্ত শর্মা ২২ রান দিয়ে ৫টি, উমেশ যাদব ২৯ রান খরচায় ৩টি এবং মোহাম্মদ শামি ৩৬ রানের বিনিময়ে ২টি উইকেট শিকার করেন।