মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন তার স্ত্রী উম্মে আহমেদ শিশির।
সম্প্রতি একমাত্র মেয়ে আলাইনার অসুস্থতাজনিত কারণে সাকিব ঢাকায় ফিরছেন বলে কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এমন খবরে চটেছেন শিশির।
ভুল সংবাদের প্রতিবাদ জানিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সাকিবপত্নী জানান, ‘দেশের কিছু লিডিং নিউজ পোর্টালে সাকিব দেশে ফিরছেন বলে ভুল সংবাদ এসেছে যা খুবই দুঃখজনক। ম্যাচের আগে এরকম নেতিবাচক সংবাদ খেলোয়াড়দের মনোযোগ নষ্ট করে। এরকম হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’
শিশির জানান, ‘এশিয়া কাপ শুরুর আগে আমার মেয়ে অসুস্থ ছিল। সাকিব ঢাকায় ফিরে যাচ্ছে না। অনেক পরিস্থিতিতেই সাকিবের তার পরিবারের সাথে থাকা প্রয়োজন ছিল, কিন্তু সে দেশের জন্য সেটি উৎসর্গ করেছে। এমনকি তার প্রথম সন্তানের জন্মের সময়ও সে থাকতে পারেনি।’
‘ভবিষ্যতে ক্ষতির কারণ হতে পারে জেনেও দেশের জন্য সাকিব ইনজুরি নিয়ে খেলছে,’ জানান শিশির।
উল্লেখ্য, এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কা বাদ পড়ায় ইতিমধ্যে সুপার ফোর নিশ্চিত হয়েছে বাংলাদেশের। ২০ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে খেলবে টাইগাররা।