সাকিব
দ. আফ্রিকা টেস্টে সাকিবের পরিবর্তে খেলবেন হাসান মুরাদ
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য হাসান মুরাদকে টেস্ট দলে যুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজটি শুরু হবে ২১ অক্টোবর থেকে।
বাঁহাতি স্পিনার হাসান মুরাদ সাকিব আল হাসানের স্থলাভিষিক্ত হয়েছেন। সাকিব জনরোষের কারণে তার নিরাপত্তা উদ্বেগের কারণে ঢাকায় ম্যাচ খেলতে দেশে ফিরছেন না।
আগস্টে শিক্ষার্থীদের আন্দোলনে পতন হওয়া বিগত আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য ছিলেন সাকিব।
২০২১ সালে অভিষেকের পর প্রথম শ্রেণির ৩০ ম্যাচে ১৩৬ উইকেট নিয়েছেন ২৩ বছর বয়সী মুরাদ।
আরও পড়ুন: দেশে ফিরছেন না সাকিব
বিসিবি চেয়ারম্যান ও বিসিবির নির্বাচক কমিটির চেয়ারম্যান গাজী আশরাফ হোসেন বলেন, 'আমাদের জানানো হয়েছে প্রথম টেস্টে সাকিব থাকছেন না।’
তিনি বলেন, ‘সে (সাকিব) তার টেস্ট ক্যারিয়ারের শেষ পর্যায়ে, কিন্তু তার অভিজ্ঞতার পাশাপাশি ব্যাট ও বল উভয় ক্ষেত্রেই তার বিকল্প হিসেবে আমাদের এখনও সেই মানের কেউ নেই।’
তিনি আরও বলেন, হাসান মুরাদের প্রথম শ্রেণির ম্যাচ খেলার ইতিহাস ইঙ্গিত দেয় যে, তিনি স্পিনার হিসাবে ঘরের মাঠে ভাল করতে পারেন।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঢাকা টেস্টের বাংলাদেশ স্কোয়াড:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেট রক্ষক), জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা ও হাসান মুরাদ।
আরও পড়ুন: আনুষ্ঠানিকভাবে বরখাস্ত হাথুরুসিংহে, সিমন্সকে নিয়োগ বিসিবির
১ মাস আগে
দেশে ফিরছেন না সাকিব
টেস্ট ম্যাচ খেলতে ঢাকায় ফিরছেন না বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের অলরাউন্ডার সাকিব আল হাসান।
এর আগে তার শেষ টেস্ট ম্যাচ খেলতে ঢাকায় আসবেন বলে জানালেও ছাত্র আন্দোলনে তার ভূমিকার জন্য জনরোষের আশঙ্কায় তিনি আসছেন না বলে জানান।
এর ফলে কানপুরে অনুষ্ঠিত ভারত ও বাংলাদেশের মধ্যকার সিরিজের টেস্টটিই ছিল সাকিবের ক্যারিয়ারের শেষ টেস্ট।
কানপুরে সেই ম্যাচের আগে সাকিব আন্তর্জাতিক ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দেন। ঢাকায় দেশের দর্শকদের সামনে তার শেষ টেস্ট খেলার ইচ্ছা প্রকাশ করেন। কিন্তু সেই ইচ্ছে অপূর্ণ থেকে যাচ্ছে।
দুবাই থেকে বিডিনিউজ টোয়েন্টিফোরকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রানজিট স্টপেজে থাকা সাকিব নিজের পরিকল্পনা পরিবর্তনের কথা জানান।
আরও পড়ুন: সাকিবকে নিয়েই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট দল ঘোষণা
তিনি বলেন, 'আমার দেশে ফেরার কথা ছিল, কিন্তু এখন নিরাপত্তাজনিত কারণে, নিজের নিরাপত্তার কারণে আমি হয়তো তা করতে পারব না।
এটা স্পষ্ট যে, সাকিবের দেশে ফেরা নিয়ে চলমান বিক্ষোভের কারণে তার পরিকল্পনা বাতিল করতে বাধ্য হয়েছেন। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার কুশপুত্তলিকা দাহ করেন একদল শিক্ষার্থী। আরেক দল সাকিবকে স্টেডিয়ামে ঢুকতে না দেওয়ার অনুরোধ জানিয়ে বিসিবিকে চিঠি দেওয়ার পরিকল্পনা করেছিল।
শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলনে সাকিবের নীরবতার কারণেই শিক্ষার্থীদের এই প্রতিরোধ। শেখ হাসিনার নেতৃত্বাধীন প্রশাসন পতনের আগে মারণাস্ত্র ব্যবহার করে বিক্ষোভ দমনের চেষ্টা করেছিল এবং শেষ পর্যন্ত কমপক্ষে ১০০০ জনকে হত্যা করেছিল।
বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেলিব্রেটি ক্রিকেটার হওয়া সত্ত্বেও সাকিব আন্দোলনের সময় নীরব ছিলেন। এর কারণে আন্দোলনকারীদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দেয়। তারা আশা করেছিলেন, সাকিব তাদের পাশে দাঁড়াবেন। কিন্তু আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য সাকিব আন্দোলন চলাকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের হাসিখুশি ছবি পোস্ট করেন, যা তার বিরুদ্ধে ক্ষোভ উসকে দেয়।
কানপুরে অবসরের ঘোষণা দেওয়ার সময় সাকিব দেশে ফেরার পর নিজের নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছিলেন। ঢাকায় অবস্থানকালে তার নিরাপত্তা নিশ্চিত করতে বোর্ডের প্রতি আহ্বান জানান তিনি। কিন্তু বোর্ড ও ক্রীড়ামন্ত্রণালয় কড়া ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছে। ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন আন্দোলনের অন্যতম শীর্ষ সংগঠক আসিফ মাহমুদ।
পরে ক্রীড়া উপদেষ্টা জানান, সাকিব দেশে ফিরলে তার নিরাপত্তা নিশ্চিত করবেন তারা। তবে সাকিবের বিরুদ্ধে চলমান আন্দোলনের প্রতিক্রিয়ায় সরকার তাদের অবস্থান পরিবর্তন করেছে।
সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা বুধবার রাতে নিশ্চিত করেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে সাকিবকে তার দেশে ফেরার পরিকল্পনা বাদ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। এ অবস্থা থেকে বোঝা যায়, সাকিবের টেস্ট ক্যারিয়ার এখন হয়তো অনানুষ্ঠানিকভাবে শেষ হয়ে গেছে।
আরও পড়ুন: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন কোচ ফিল সিমন্স ঢাকায়
১ মাস আগে
মিরপুরেই শেষ টেস্ট খেলবেন সাকিব, ইঙ্গিত বিসিবি প্রধানের
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে শেষ টেস্ট ম্যাচে খেলতে পারেন সাকিব আল হাসান- এমন ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ।
কানপুরে ভারতের বিপক্ষে শেষ টেস্টের আগে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন সাকিব। একইসঙ্গে ঢাকায় নিজের শেষ ম্যাচ খেলার ইচ্ছা প্রকাশ করেন তিনি। তবে সাকিবের রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে তার নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দেয়, যার ফলে তার প্রত্যাবর্তন অনিশ্চিত হয়ে পড়ে।
সেসময় বিসিবি সভাপতি জানিয়েছিলেন, বোর্ড সাকিবের ব্যক্তিগত নিরাপত্তা দিতে পারবে না। এ ধরনের যেকোনো ব্যবস্থা সরকারকেই নিতে হবে।
আরও পড়ুন: রেকর্ড গড়ে বাংলাদেশকে হারাল ভারত
সাকিবের প্রত্যাবর্তন নিয়ে সন্দেহ আরও ঘনীভূত হয় যখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেন, অন্য খেলোয়াড়দের মতো সাকিবও একই ধরনের নিরাপত্তা পাবেন।
তিনি আরও উল্লেখ করেন, জনগণের মধ্যে ক্ষোভ থাকলে, জোরদার নিরাপত্তা দেওয়া কঠিন হয়ে পড়ে। এর উদাহরণ হিসেবে তিনি গণঅভ্যুত্থানের মুখে দেশত্যাগ করতে বাধ্য হওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা উল্লেখ করেন।
তবে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে আরব আমিরাত সফরকালে ক্রীড়া উপদেষ্টা বাংলাদেশ ক্রিকেটে সাকিবের অবদানের স্বীকৃতি দিয়ে তার দেশের মাটিতে অবসর নেওয়ার ইচ্ছার প্রতি সমর্থন জানালে সাকিবের প্রত্যাবর্তনের আশা জোরালো হয়।
সোমবার ফারুক আহমেদ জানান, তিনি সাকিবের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং সাকিবের শেষ টেস্টে দেশের দর্শকদের সামনে খেলার ব্যাপারে আশাবাদী তিনি।
বিসিবি সহকর্মীদের সঙ্গে এক বৈঠকের পর ফারুক সাংবাদিকদের বলেন, ‘শেষ টেস্ট খেলতে সাকিবের দেশে ফেরার সম্ভাবনা প্রবল। বোর্ড সভাপতি হিসেবে আমার ক্ষমতা এখানে সীমিত। সাকিবের বিষয়টি চূড়ান্তভাবে সরকারের ওপর নির্ভর করে, যার মধ্যে উপদেষ্টারা আছেন এবং প্রধান উপদেষ্টা আছেন, তারা সিদ্ধান্ত নেবেন।’
বিসিবি সভাপতি আশ্বস্ত করেন যে বোর্ড স্টেডিয়াম এলাকার মধ্যে সাকিবের নিরাপত্তার ব্যবস্থা করবে, তবে স্টেডিয়ামের বাইরে এই নিরাপত্তা দেওয়া সম্ভব নয় বলে স্পষ্ট করে দেন।
অবসর ঘোষণার সময় সাকিব বাংলাদেশে থাকাকালীন এবং দেশত্যাগের সময় নিরাপত্তার আশ্বাস চেয়েছিলেন। দেশ ছাড়ার সময় তিনি বাধার সম্মুখীন হতে পারেন বলে তার আশঙ্কা প্রকাশ পেয়েছিল।
জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে দায়ের করা একটি হত্যা মামলায় তার নাম জড়িত থাকার কারণেই এই আশঙ্কা। ২০২৪ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাকিব। তৎকালীন সরকারের অধীনে প্রতিযোগিতামূলক নির্বাচনের ক্ষেত্র না থাকার অভিযোগ তুলে বিরোধী দলগুলো এই নির্বাচন বর্জন করেছিল।
আরও পড়ুন: ব্যাটিং ব্যর্থতায় ১২৭ রানে গুটিয়ে গেল টাইগাররা
১ মাস আগে
টি-টোয়েন্টিতে সাকিবের বিকল্প কে?
দীর্ঘদিনের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ছাড়াই আগামী ৬ অক্টোবর থেকে টি-টোয়েন্টির লড়াই শুরু করবে বাংলাদেশ দল। সম্প্রতি টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ দলের এই সাবেক অধিনায়ক। তার এই ঘোষণা দলের ওপর ফেলেছে বাড়তি চাপ, রেখে গেছে কঠিন এক প্রশ্ন- টি-টোয়েন্টি ফরম্যাটে কে হবেন সাকিবের বিকল্প?
ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলার কথা ছিল সাকিবের। তবে কানপুরে দ্বিতীয় টেস্টের আগে সবাইকে চমকে দিয়ে টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দেন সাকিব।
পরে তার জায়গায় মেহেদী হাসান মিরাজকে দলে নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে প্রশ্ন থেকে যায়, এই ফরম্যাটে সাকিবের অভাব পূরণ করতে পারেন মিরাজ? সত্যিই কি সাকিবের বিকল্প হতে পারবেন তিনি?
সাকিব ১২৯টি টি-টোয়েন্টি খেলে আড়াই হাজারের বেশি রান করেছেন এবং উইকেট নিয়েছেন ১৪৯টি। অন্যদিকে মেহেদি মাত্র ২৫টি টি-টোয়েন্টি খেলে ২৪৮ রান এবং উইকেট নিয়েছেন ১৪টি।
এই পরিসংখ্যানই প্রমাণ করে বাংলাদেশের টি-টোয়েন্টি দলে সাকিবের তুলনা কেবল সাকিবই। মিরাজ সাকিবের মতো স্পিনিং অলরাউন্ডার হলেও সাকিবের জায়গায় পৌঁছানো মিরাজের পক্ষে সহজ হবে না।
সাকিব চলে যাওয়ায় যে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে তা মিরাজ মোকাবিলা করতে পারবেন বলে আশা করছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে তিনি মিরাজকে সাকিবের বিকল্প মানতে নারাজ।
শান্ত বলেন, ‘এখন মানিয়ে নেওয়া একটু কঠিন হবে। প্লেয়িং ইলেভেন সাজাতে কিছুটা চ্যালেঞ্জে পড়তে হবে। সাকিব ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ব্যালেন্স করতে পারত। আমরা মিরাজকে দলে এনেছি, আশা করছি সে দ্রুত এই ভূমিকায় মানিয়ে নেবে।
প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও একই মনোভাব প্রকাশ করলেন। সাকিবের বিকল্প খুঁজে পাওয়া কঠিন হবে বলে জানান তিনি।
বিস্ময়করভাবে দুই দিন খেলে হেরে যাওয়া কানপুর টেস্টের পর সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে সাকিবের হঠাৎ অবসরের ঘোষণায় বিস্ময় প্রকাশ করেন।
টি-টোয়েন্টিতে ধারাবাহিকভাবে পারফর্ম করতে হিমশিম খাচ্ছে বাংলাদেশ। তবে সাকিব আছেন ফর্মে, যে কারণে বিদেশে বিভিন্ন লিগগুলোতে খেলা সুযোগ মিলছে তার। বাংলাদেশ এই ফরম্যাটে ভালো পারফর্ম করার মতো কাউকে খুঁজে পেলেও সাকিবের অনুপস্থিতি নিঃসন্দেহে বেশ খানিকটা সময়ের জন্য দলকে অস্বস্তিতে ভোগাবে।
১ মাস আগে
শেয়ারের দর কারসাজির দায়ে ক্রিকেটার সাকিবকে ৫০ লাখ টাকা জরিমানা
শেয়ারের দাম নিয়ে কারসাজির দায়ে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ৫০ লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সভাপতি খোন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে এক বৈঠকে বর্তমানে ভারতে বাংলাদেশ দলের হয়ে খেলতে যাওয়া সাকিবকে দোষী সাব্যস্ত করা হয়।
আরও পড়ুন: রাতে দেশে ফিরছে টাইগাররা, যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সাকিব
বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারের দরে কারসাজি করে সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে এ জরিমানা করা হয়। এ ঘটনায় আরও কয়েকজনকে জরিমানা করা হয়েছে।
চলতি বছরের জুলাই-আগস্টে ছাত্র-নেতৃত্বাধীন অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের অধীনে সংসদে দায়িত্ব পালন করা সাকিবের জন্য এই ঘটনাটি আরেকটি ধাক্কা।
এ ছাড়া সম্প্রতি একটি হত্যা মামলায় জড়ানো হয়েছে শাকিকে। মামলার নথিতে অভিযোগ করা হয়, শিক্ষার্থীদের নেতৃত্বাধীন আন্দোলনের সময় বিক্ষোভকারীদের হত্যার নির্দেশ দেওয়ার সঙ্গে তিনি জড়িত ছিলেন। তবে আদালতে তাকে দোষী সাব্যস্ত করা হয়নি, তার বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়নি।
আরও পড়ুন: আশা করি সাকিবকে গ্রেপ্তার করা হবে না: আসিফ নজরুল
ক্রিকেট ইতিহাসের সফলতম বাঁহাতি স্পিনার এখন সাকিব
১ মাস আগে
আশা করি সাকিবকে গ্রেপ্তার করা হবে না: আসিফ নজরুল
জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসানকে গ্রেপ্তার করা হবে না বলে আশা প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।
তিনি বলেন, ‘আমি আশা করি সাকিব গ্রেপ্তার হবে না। আমি যতদূর জানি আমাদের পুলিশ বাহিনীকে একটা নির্দেশনা দেওয়া আছে।’
আরও পড়ুন: প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে সরাসরি সহায়তা দেওয়ার সুযোগ
বুধবার (২৮ আগস্ট) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, ‘আমরা যতটুকু বলার, সেটা চেষ্টা করেছি। মামলা হওয়া মানে গ্রেপ্তার নয়। আমার বিশ্বাস আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হবে, কেউ যেন অতি উৎসাহী হয়ে গ্রেপ্তার করতে না যায়।’
সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এটাও তো আওয়ামী লীগই শুরু করেছিল। সাকিব তো বাংলাদেশ রাষ্ট্রের জন্য কিছু বয়ে আনেনি, সে নিজে অনেক কিছু অর্জন করেছে। এছাড়া ফুটবলার আমিনুল দেশের জন্য পুরস্কার এনেছিল, জাতীয় দলের ক্যাপ্টেন ছিল। আমিনুলকে যেভাবে অত্যাচার করা হয়েছিল, আপনারা কি সেটা নিয়ে প্রশ্ন তুলেছিলেন? তাকে জেলে ভরা হয়েছিল। সাকিবের বিরুদ্ধে তো শুধু মামলা হয়েছে।
আরও পড়ুন: জামায়াতকে নিষিদ্ধ করা আওয়ামী লীগের রাজনৈতিক কৌশল: আইন উপদেষ্টা
স্বর্ণযুগ ফিরিয়ে আনতে পাটের তৈরি সোনালি ব্যাগ অবদান রাখবে: বস্ত্র ও পাট উপদেষ্টা
২ মাস আগে
পালাবদলের ম্যাচটি জিতে এগিয়ে গেল বাংলাদেশ
টি-টোয়েন্টিতে ১৬০ রানের লক্ষ্য খুব বেশি বড় না হলেও নিয়ন্ত্রিত বোলিংয়ে ২৫ রানের জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এর ফলে শেষ আটে ওঠার দৌড়ে ডাচদের পেছনে ফেলে এক ধাপ এগিয়ে গেল টাইগাররা।
বৃহস্পতিবার কিংসটাউনের আরনোস ভেল ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে শুরুতে ব্যাট করে পাঁচ উইকেটে ১৫৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে আট উইকেট হারিয়ে ১৩৪ রানে থামে নেদারল্যান্ডসের ইনিংস।
বাংলাদেশের হয়ে রিশাদ হোসেন সর্বোচ্চ তিনটি উইকেট নেন। এর মধ্যে পঞ্চদশ ওভারে তার জোড়া উইকেটই ম্যাচের মোড় বাংলাদেশের দিকে ঘুরিয়ে দেয়। এছাড়া তাসকিন দুটি এবং মুস্তাফিজ, তানজিম সাকিব ও মাহমুদউল্লাহ পেয়েছেন একটি করে উইকেট।
ডাচদের হয়ে সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট ৩৩, বিক্রমজিত সিং ২৬ ও স্কট এডওয়ার্ডস ২৫ রান করেন।
অপরাজিত ৬৪ রানের ইনিংসটির জন্য ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন সাকিব আল হাসান।
আরও পড়ুন: পাকিস্তানকে টিকিয়ে রেখে সুপার এইটে ভারত
এদিন দ্বিতীয় ইনিংসে বেশ কয়েকবার ম্যাচের মোড় ঘুরে যেতে দেখা যায়। শুরুতে ডাচদের পক্ষে তো কয়েক ওভার পর টাইগারদের দিকে। আবার মাঝে ডাচরা ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছেন তো স্লগ ওভারে বাংলাদেশি বোলাররা ঝলক দেখিয়েছেন।
১৬০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সাবধানী শুরু করে নেদারল্যান্ডস। তবে পঞ্চম ওভারে দলকে ব্রেকথ্রু এনে দেন তাসকিন। ওভারের দ্বিতীয় বলটি বাউন্সার দেন তিনি। মাইকেল লেভিট বলটি সুইপ করতে গেলে উপরে উঠে যায়, আর পয়েন্ট অঞ্চল থেকে তা তালুবন্দি করেন তৌহিদ। এক ছক্কা ও দুটি চারে ১৬ বলে ১৮ রান করা লেভিট ফিরলে দলীয় ২২ রানে প্রথম উইকেট হারায় ডাচরা।
পরের ওভারের দ্বিতীয় বলে অপর ওপেনার ম্যাক্স ওডাউডকে কট অ্যান্ড বোল্ড করে দেন তানজিম সাকিব। এরপর ডাচদের রানের পালে হাওয়া দেন বিক্রমজিত সিং ও এঙ্গেলব্রেখট। কিন্তু দশম ওভারে বিক্রমজিত আউট হয়ে যান। ৩ ছক্কার সাহায্যে ১৬ বলে ২৬ করে তিনি যখন বিদায় নিচ্ছেন, তখন স্কোর ৯.৩ ওভারে ৬৯/৩।
এরপর অধিনায়ক এডওয়ার্ডস এসেও রানের চাকা সচল রাখেন।
বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচ এবং বিশ্বকাপের প্রথম দুই ম্যাচ নিউ ইয়র্কের স্লো উইকেটে খেলা বাংলাদেশি বোলারদের পরিবর্তিত পরিস্থিতিতে মানিয়ে নিতে বেশ কষ্ট হচ্ছিল; মাঠের খেলা থেকেই তা স্পষ্ট হয়ে ওঠে।
অন্যদিকে, সিঙ্গেলস, ডাবলস, বাউন্ডারি ও ওভার বাউন্ডারিতে রানরেট বাড়িয়েই চলেছিলেন এঙ্গেলব্রেখট ও এডওয়ার্ডস। কয়েক ওভারের মধ্যেই ম্যাচটি একপেশে করে ফেলার ইঙ্গিত দেন এই দুই ব্যাটার।
আরও পড়ুন: বাংলাদেশের হারে ‘আইসিসির আইনকে’ কাঠগড়ায় তুললেন বিশ্লেষকরা
তবে পঞ্চদশ ওভারে জোড়া উইকেট নিয়ে দলকে পথ দেখান রিশাদ। ওই ওভারের চতুর্থ বলে এঙ্গেলব্রেখটকে ক্যাচ নেন তানজিম সাকিব এবং শেষ বলে নতুন ব্যাটার বাস ডি লিডকে স্ট্যাম্পিং করে দেন লিটন দাস। লিটনের স্ট্যাম্পিংটি ছিল দর্শনীয়।
এর ফলে ১১১ রানে চতুর্থ ও পঞ্চম উইকেট হারিয়ে বেকায়দায় পড়ে যায় নেদারল্যান্ডস। কারণ পাঁচজন বোলার নিয়ে মাঠে নেমেছিলেন স্কট এডওয়ার্ডস। অলরাউন্ডার না থাকায় বাংলাদেশি বোলারদের সামনে আর দাঁড়াতেই পারেননি পরবর্তী ব্যাটাররা।
ছয় রানের ব্যবধানে ১৭তম ওভারের প্রথম বলে স্কট এডওয়ার্ডসের উইকেটটিও তুলে নেন মুস্তাফিজুর। মূলত চাপে পড়েই মেরে খেলতে গিয়ে ক্যাচ হয়ে যান নেদারল্যান্ডসের অধিনায়ক। পরের ওভারের প্রথম বলে ভ্যান বিককে কট অ্যান্ড বোল্ড করেন রিশাদ। ফলে ১১৭ রানে ষষ্ঠ ও সপ্তম উইকেট হারায় নেদারল্যান্ডস।
এরপর আরিয়ান দত্ত উইকেটে এসে কিছুটা চেষ্টা করেছিলেন, কিন্তু শেষরক্ষা আর হয়নি। শেষ ওভারে নেদারল্যান্ডসের দরকার ছিল ৩৩ রান। আরিয়ানের এক চারে ওই ওভারে ৭ রান সংগ্রহ করে ডাচরা। শেষ বলে টিম প্রিঙ্গলকে বোল্ড করে আত্মবিশ্বাসের সঙ্গে মাঠ ছাড়েন তাসকিন-শান্তরা।
এ জয়ের ফলে তিন ম্যাচের দুটি জিতে চার পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় অবস্থান পোক্ত করল বাংলাদেশ। তিনটি করে ম্যাচ খেলে নেদারল্যান্ডসের পয়েন্ট ২ এবং শ্রীলঙ্কার ১। অন্যদিকে, দুই ম্যাচ হেরে নেপাল এখনও কোনো পয়েন্ট অর্জন করতে পারেনি।
বাংলাদেশের জয়ে ‘ডি’ গ্রুপের প্রথম দল হিসেবে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে শ্রীলঙ্কা।
আগামী সোমবার বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায় নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তার এক ঘণ্টা পর শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নামবে নেদারল্যান্ডস। সোমবারের ম্যাচে জয় পেলেই টাইগারদের সুপার এইটে খেলা নিশ্চিত হয়ে যাবে।
৫ মাস আগে
ডাচদের চ্যালেঞ্জিং লক্ষ্য দিল টাইগাররা
শেষ আটের দৌড়ে এগিয়ে যেতে নেদারল্যান্ডসকে ১৬০ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।
বৃহস্পতিবার কিংসটাউনের আরনোস ভেল ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিং করার আমন্ত্রণ জানান ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস। শুরুতে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভার শেষে পাঁচ উইকেট হারিয়ে ১৫৯ রান তুলেছে বাংলাদেশ।
যুক্তরাষ্ট্র পর্বে প্রথম দুই ম্যাচে নিষ্প্রভ থাকলেও ওয়েস্ট ইন্ডিজে গিয়ে জ্বলে উঠেছে সাকিবের ব্যাট। তার অপরাজিত ৬৪ রানের ইনিংসটি টাইগারদের সর্বোচ্চ। ৯টি চারের সাহায্যে ৪৬ বলে এই রান করেন তিনি।
এছাড়া ওপেনার তানজিদ তামিম ৩৫ ও মাহমুদউল্লাহ ২৫ রান করেছেন।
ডাচদের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন আরিয়ান দত্ত ও ভ্যান মিকারেন।
আরও পড়ুন: বাংলাদেশের হারে ‘আইসিসির আইনকে’ কাঠগড়ায় তুললেন বিশ্লেষকরা
এদিন ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দ্বিতীয় ওভারেই আরিয়ান দত্তের বলে ১ রান করে আউট হন অধিনায়ক শান্ত। আরিয়ানের দ্বিতীয় ডেলিভারিতে রিভার্স সুইপ করতে গিয়ে স্লিপে ধরা পড়েন বাংলাদেশ অধিনায়ক।
এরপর ভিভিয়ান কিংমাকে পিটিয়ে তৃতীয় ওভারে ১৮ রান তোলেন তানজিদ। কিন্তু পরের ওভারে আরিয়ানের প্রথম বলেই দারুণ এক ক্যাচে লিটন দাসকে সাজঘরে ফেরান এঙ্গেলব্রেখট। লিটনও ১ রান করে ফিরে গেলে ব্যাটিংয়ে আসেন সাকিব। তানজিদকে নিয়ে তিনি সাবলীল খেলতে থাকেন। তবে ৮.৩ ওভারে তানজিদ ২৬ বলে ৩৫ রান করে আউট হয়ে গেলে ভাঙে ৪৮ রানের জুটি।
এরপর তৌহিদ হৃদয় এসেও বেশিক্ষণ টিকতে পারেননি। পরে মাহমুদউল্লাহ ক্রিজে এসে সমানে ব্যাট চালাতে থাকেন। কিন্তু ২১ বলে ২৬ রান করে আজও সীমান্তে ধরা পড়েন তিনি। শেষের দিকে জাকের আলী আর সাকিব মিলে সংগ্রহ বাড়িয়ে নেন।
আরও পড়ুন: উত্তেজনার পারদ চড়িয়ে হেরে গেল বাংলাদেশ
৫ মাস আগে
বিশ্বকাপে সাকিব-মাহমুদউল্লাহকে ‘উপহার’ দেওয়ার আশা শান্তর
বিশ্বকাপের জন্য টাইগারদের স্কোয়াডে সবচেয়ে অভিজ্ঞ নাম সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ। শুধু টাইগার শিবিরে কেন, বিশ্বকাপ ক্রিকেটের ক্ষুদ্রতম এ সংস্করণে সবচেয়ে অভিজ্ঞদের তালিকায় রয়েছেন এ দুজন।
এমন দুই অভিজ্ঞ অলরাউন্ডার দলে থাকায় তাই কিছুটা বাড়তি অনুপ্রেরণা পাচ্ছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আবার আসন্ন বিশ্বকাপই এ দুজনের শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না টাইগার অধিনায়ক। তাই বিশ্বকাপে ভালো পারফর্ম করে সাকিব ও মাহমুদউল্লাহর জন্য তা স্মরণীয় করে রাখতে চান শান্ত। এ জন্য দলের তরুণ খেলোয়াড়দের তাগিদ দিয়েছেন তিনি।
আরও পড়ুন: তাসকিনকে সহ-অধিনায়ক করে টাইগারদের বিশ্বকাপ দল ঘোষণা
২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৮টি আসরের সবগুলো খেলেছেন সাকিব। এবার নবম আসর খেলতে দলের সঙ্গে যুক্তরাষ্ট্রের উদ্দেশে উড়াল দিয়েছেন তিনি। সাকিব ছাড়া এখন পর্যন্ত হওয়া সবকটি বিশ্বকাপে অংশগ্রহণ করতে যাওয়া ক্রিকেটার আছেন কেবল রোহিত শর্মা। এদের পাশে আছেন মাহমুদউল্লাহও। ২০২২ বিশ্বকাপ ছাড়া ৭টি আসরেই অংশ নিয়েছেন তিনি।
বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ার আগে বুধবার সংবাদ সম্মেলনে এই দুজনের সম্ভাব্য শেষ বিশ্বকাপের কথা উঠতেই শান্ত বললেন, ‘আমি জানি না এটা তাদের (মাহমুদউল্লাহ ও সাকিব) শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে কি না, এটা কেবলই অনুমান।
‘তারা এত লম্বা সময় ধরে খেলছেন, তরুণ ক্রিকেটার আমরা যারা আছি, তারা অবশ্যই চেষ্টা করব তাদের ভালো স্মৃতি উপহার দিতে। ভালো একটি বিশ্বকাপ শেষ করে আমরা তাদের উপহার দিলাম…. আমাদের (তরুণদের) জন্য এটি অবশ্যই দায়িত্ব।’
আরও পড়ুন: সাইফউদ্দিনের বিশ্বকাপ থেকে বাদ পড়া নিয়ে বিতর্ক
সাকিব-মাহমুদউল্লাহর কাছ থেকে প্রত্যাশা জানতে চাইলে শান্ত বলেন, ‘আমরা সাকিব ভাই ও রিয়াদ ভাইয়ের কাছ থেকে বাড়তি কিছু চাই না। তারা যদি তাদের ভূমিকা অনুযায়ী পারফর্ম করতে পারেন, দল অবশ্যই সুবিধা পাবে। আমরা চাই, তারা তাদের অভিজ্ঞতা অন্য খেলোয়াড়দের মাঝে বিলিয়ে দিক, যেন দলের উন্নতি হয়।’
দলের ভারসাম্য রক্ষায় সাকিব এখনও মহাগুরুত্বপূর্ণ। ব্যাট হাতে সেরা সময় এখন আর না থাকলেও বল হাতে তাকে এখনও বলা যায় দেশের সেরা। মাহমুদউল্লাহও গত কয়েক মাসে নিজের ক্যারিয়ার পুনরুজ্জীবিত করেছেন দারুণভাবে। তাই শান্তর মতো দেশের ক্রিকেটপ্রেমীরাও বিশ্বকাপে তাদের দিকে অনেকটাই চেয়ে থাকবে।
আরও পড়ুন: বিশ্বকাপের আগে টপ অর্ডারের ব্যর্থতা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে: বাংলাদেশ অধিনায়ক
৬ মাস আগে
যুবসমাজকে মাদক থেকে ফেরাতে ক্রীড়ার প্রতি আগ্রহী করুন: মাগুরায় সাকিব
মাগুরা জেলার শ্রীপুরে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে সব্দালপুরকে দুই-এক গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কাদিরপাড়া ইউনিয়ন দল। শুক্রবার (১ মার্চ) বিকালে উপজেলার কাদিরপাড়া ইউনিয়ন পরিষদ মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।
নিজ সংসদীয় এলাকার টুর্নামেন্টটির ফাইনাল ম্যাচ উপভোগ করলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য (এমপি) সাকিব আল হাসান।
আরও পড়ুন: সৌদিতে আপত্তিকর আচরণের অভিযোগে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো
শুক্রবার বিকাল ৩টায় উপজেলার কাদিরপাড়া ইউনিয়ন পরিষদ মাঠে ফুটবল খেলায় অংশ নেয় সব্দালপুর ইউপি বনাম কাদিরপাড়া ইউনিয়ন একাদশ।
এ সময় প্রধান অতিথি হয়ে সাকিব আল হাসান মাঠে দর্শকদের সঙ্গে করমর্দন করেন। তার আগমনে মাঠে উপস্থিত ফুটবল প্রেমীরা ‘সাকিব সাকিব’ বলে স্লোগান দিতে থাকে।
শ্রীপুর উপজেলা পর্যায়ের এ ফাইনাল খেলায় কাদিরপাড়া ইউনিয়ন একাদশ ২-১ গোলের ব্যবধানে সব্দালপুর ইউনিয়ন একাদশকে পরাজিত করে।
সাকিব আল হাসান বিজয়ীদের মধ্যে ট্রফি বিতরণ করেন। এ সময় তিনি যুবসমাজকে মাদক থেকে ফেরাতে ক্রীড়ার প্রতি আগ্রহী করতে সকলকে আহ্বান জানান।
আরও পড়ুন: বিপিএল ২০২৪ ফাইনাল: প্রথমবারের মতো কুমিল্লার বিপক্ষে মাঠে বরিশাল
বিপিএল ফাইনালের টিকিট নিয়ে হুড়োহুড়ি
৮ মাস আগে