‘ম্যাচের শেষ ১০ মিনিট রিয়াল মাদ্রিদকে সতর্কতার সঙ্গে মোকাবিলা কর’- এটি রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলা যে কোনো দলের জন্য অলিখিত নিয়ম। আর তা একবারের জন্য ভুলে গিয়েই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠা হলো না বায়ার্ন মিউনিখের।
রিয়ালের ১২টি আক্রমণ, তার মাঝে অন্তত ৭টি নিশ্চিত গোল অসাধারণ দক্ষতায় প্রতিহত করেও শেষে এসে গুলিয়ে ফেললেন বায়ার্ন অধিনায়ক মানুয়েল নয়ার। আর ওই একটি সুযোগ কাজে লাগিয়েই ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন হোসেলু। মুহুর্তের মধ্যে আরও একটি গোল করে একাই ধ্বংসস্তুপ থেকে দলকে টেনে তুললেন ফাইনালে।
ম্যাচের সারাংশ অনেকটা এমনই। ৮১তম মিনিটে মাঠে নেমে ৮৮ ও শেষ মিনিটে জোড়া গোল করে দলকে ২-১ ব্যবধানের জয় এনে দিলেন রিয়ালে বছরের পর বছর ধরে ব্রাত্য হোসেলু।
এ জয়ে ১৮ বারের মতো ইউরোপ সেরার মঞ্চে ফাইনালে পা রাখল রিয়াল মাদ্রিদ। আগামী ১ জুন জার্মানির আরেক দল বরুশিয়া ডর্টমুন্ডের মোকাবিলা করবে তারা।