মঙ্গলবার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা জানান বাফুফে সভাপতি কাজী মোহাম্মদ সালাহউদ্দিন।
বাফুফে প্রধান সালাহউদ্দিন ও ঢাকা ব্যাংকের চেয়ারম্যান রেশাদুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তির আওতায়, বাফুফে বিভিন্ন বিভাগে ৪৫ জন ফুটবলারকে কয়েকটি ক্যাটাগরিতে বেতন দেবে। সেইসঙ্গে দেশের বর্তমান জাতীয় নারী ফুটবল দলকে শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী হিসেবে গড়ে তুলতে ইতিবাচক পদক্ষেপ নেবে ফেডারেশন।
সালাহউদ্দিন বলেন, ‘সাম্প্রতিক সময়ে আমাদের বিভিন্ন বয়সী নারী দলগুলো ভালো করছে। শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী জাতীয় দল গড়তে আরও ৩-৪ বছর সময় লাগতে পারে। লক্ষ্য অর্জনে পাশে দাঁড়ানোর জন্য আমি ঢাকা ব্যাংককে স্বাগত জানাই।’
মাসিক বেতন ছাড়াও নারী ফুটবলারদের উপযুক্ত শিক্ষা, খাদ্য, বস্ত্র এবং অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম দেয়া হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয় নারী ফুটবল দলের সহ-অধিনায়ক মিশরাত জাহান মৌসুমী, ঢাকা ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান রেশাদুর রহমান, বাফুফে নারী উইংয়ের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ ও বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংকের সাবেক চেয়ারম্যান এটিএম হায়াতুজ্জামান খান, ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান।