বিরাট কোহলিদের শক্তিশালী ব্যাটিং লাইনআপ জেনেও সরফরাজ আহমেদ প্রতিবেশীর প্রতি উদারতা দেখালেন নাকি শুরুতেই বোলিংয়ে প্রতিদ্বন্দীদের ঘায়েল করতে চান তা খেলা শেষেই নিশ্চিত হওয়া যাবে।
ম্যানচেষ্টারের ওল্ড ট্রাফোর্ডে রবিবার বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় মুখোমুখি হয়েছে এশিয়ার দুই ক্রিকেট পরাশক্তি।
ভারত-পাকিস্তান ম্যাচ মানেই যেন টান টান উত্তেজনা। দুদলের কেউ ভালো ফর্মে থাকুক বা না থাকুক, তাদের মধ্যকার ম্যাচের আগেই অনলাইন আর অফলাইনে ছড়িয়ে যায় উত্তেজনা।
আজকের ম্যাচটির আগে তিন ম্যাচ খেলা ভারত দুটিতে জয় পেয়েছে এবং অপর ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। তাই বলতে গেলে অপরাজিত থেকেই পাকিস্তানের মুখোমুখি হয়েছে তারা।
অপরদিকে, চার ম্যাচের মাত্র একটিতে জয় নিয়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে দাঁড়িয়েছে পাকিস্তান। তাদের দুই হারের পাশাপাশি একটি ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে।
অতিতের ফল বিশ্লেষণে দেখা যায়, বিশ্বকাপে ভারতকে কখনো হারাতে পারেনি পাকিস্তান। ক্রিকেটের সবচেয়ে বড় এ আসরে ছয়বারের মুখোমুখিতে প্রতিবার জয় পেয়েছে ভারত। তাই এবার জয় পেতে মরিয়া থাকবে সরফরাজ আহমেদের দল।
ওল্ড ট্রাফোর্ডের যে ভেন্যুতে ভারত-পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে ১৯৯৯ সালের ইংল্যান্ড বিশ্বকাপে এ ভেন্যুতেই পাকিস্তানের বিপক্ষে ৪৭ রানের জয় পেয়েছিল ভারত। তবে অতীত ফলাফল বা পরিসংখ্যান যাই থাকুক না কেন পাকিস্তান আত্মবিশ্বাস পেতে পারে সর্বশেষ অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিন্স ট্রফির ফাইনাল থেকে। কারণ সে ফাইনালেই ফখর জামানের দুর্দান্ত ব্যাটিংয়ে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান।
প্রসঙ্গত, এক দিনের আন্তর্জাতিক ম্যাচে এ পর্যন্ত ১৩১ বার দুদল মুখোমুখি হয়েছে। এতে পাকিস্তান ৭৩টি এবং ভারত ৫৪টি জয় পায়। বাকি চার ম্যাচ পরিত্যক্ত হয়।