দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার অ্যালান ডোনাল্ডকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন বোলিং কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস এ তথ্য নিশ্চিত করেছেন।
ওয়েস্ট ইন্ডিয়ান ওটিস গিবসন চলে যাওয়ার পর তার জায়গায় ডোনাল্ডকে নিয়োগ দেয়া হলো।
জালাল গণমাধ্যমকে বলেন, ‘ডোনাল্ডকে আমাদের নতুন বোলিং কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। আপাতত, তিনি এই বছরের শেষের দিকে অস্ট্রেলিয়ায় আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত আমাদের সাথে কাজ করবেন। এর পরে আমরা চুক্তি নবায়ন করতে পারি।’
আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন ডোনাল্ড। তবে সিরিজের শুরু থেকেই ডোনাল্ড দলে যোগ দেবেন কিনা তা স্পষ্ট নয়।
৯০ এর দশকে ডোনাল দক্ষিণ আফ্রিকা দলের অন্যতম সদস্য ছিলেন। তিনি ৭২টি টেস্ট এবং ১৬৪টি একদিনের ম্যাচ খেলে যথাক্রমে ৩৩০ এবং ২৭২টি উইকেট লাভ করেন।
সম্প্রতি বাংলাদেশ দলের ব্যাটিং কোচ হিসেবে যোগ দিয়েছেন জেমি সিডন্স। ২০০৭ বিশ্বকাপের পর তিনি বাংলাদেশের প্রধান কোচ ছিলেন। ঘরের মাঠে ২০১১ বিশ্বকাপের পর তার সঙ্গে চুক্তি নবায়ন করেনি বিসিবি।
বর্তমানে আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ দল। ১১ মার্চ দলটি দক্ষিণ আফ্রিকা যাবে। সিরিজের প্রথম ওয়ানডে হবে ১৮ মার্চ।
আরও পড়ুন: কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন আর নেই