ঢাকা, ০৮ জুন (ইউএনবি)- ইংল্যান্ডের বিপক্ষে রবিবারের ম্যাচ দিয়ে বিশ্বকাপে তিনটি ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। আর এ তিন ম্যাচের প্রতিটিতে অর্ধশতক তুলে নিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
কার্ডিফে ইংল্যান্ডের দেয়া পাহাড়সম ৩৮৭ রানের টার্গেট তাড়া করতে নেমে ৩ চার ও ১ ছক্কায় ৫৩ বলে অর্ধশতক স্পর্শ করেন সাকিব। এ নিয়ে ওয়ানডেতে সর্বশেষ ছয় ম্যাচে পঞ্চম অর্ধশক তুলে নিলেন এ বাঁহাতি ব্যাটসম্যান।
বাংলাদেশের ইনিংসের শুরুর দিকে দুই ওপেনার বিদায় নিলেও রানের চাকা সচল রেখে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সাকিব। আর তাতে যোগ্য সঙ্গ দিয়ে যাচ্ছেন মুশফিকুর রহিম।
এ প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ২৭ ওভারে ১৫৩/২। সাকিব ৮২ বলে ৮৬ এবং মুশফিক ৪৩ বলে ৩৬ রান নিয়ে অপরাজিত রয়েছেন।