অ্যান্টিগায় ১৬ জুন থেকে শুরু হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন বাংলাদেশের ডানহাতি ব্যাটার ইয়াসির আলী রাব্বি।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে তিনদিনের প্রস্তুতি ম্যাচে ইয়াসির আলী পিঠে আঘাত পেয়েছেন বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ দলের ফিজিও।
বাংলাদেশ দলের ফিজিও বায়েজেদুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, ‘এই ধরনের ইনজুরি থেকে সেরে উঠতে প্রায় দুই থেকে তিন সপ্তাহ সময় লাগে। ফলে তাকে টেস্ট সিরিজে পাওয়া যাবে না।’
মুশফিকুর রহিমের অনুপস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজ সফরে ইয়াসির বাড়তি দায়িত্ব নেবেন বলে মনে করা হয়েছিল। ব্যক্তিগত কারণে এই সফরের বাইরে আছেন মুশফিক।
বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত পাঁচটি টেস্ট, ছয়টি ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি খেলেছেন ইয়াসির আলী ।
দুই ম্যাচের টেস্ট সিরিজ ছাড়াও এই সফরে বাংলাদেশ তিন ম্যাচের ওয়ানডে এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে।
সিরিজের প্রথম টেস্ট ১৬ জুন অ্যান্টিগায় শুরু হবে এবং দ্বিতীয় টেস্টটি ২৪ জুন থেকে সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়ার কথা রয়েছে।