টেস্ট
দ. আফ্রিকা টেস্টে সাকিবের পরিবর্তে খেলবেন হাসান মুরাদ
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য হাসান মুরাদকে টেস্ট দলে যুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজটি শুরু হবে ২১ অক্টোবর থেকে।
বাঁহাতি স্পিনার হাসান মুরাদ সাকিব আল হাসানের স্থলাভিষিক্ত হয়েছেন। সাকিব জনরোষের কারণে তার নিরাপত্তা উদ্বেগের কারণে ঢাকায় ম্যাচ খেলতে দেশে ফিরছেন না।
আগস্টে শিক্ষার্থীদের আন্দোলনে পতন হওয়া বিগত আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য ছিলেন সাকিব।
২০২১ সালে অভিষেকের পর প্রথম শ্রেণির ৩০ ম্যাচে ১৩৬ উইকেট নিয়েছেন ২৩ বছর বয়সী মুরাদ।
আরও পড়ুন: দেশে ফিরছেন না সাকিব
বিসিবি চেয়ারম্যান ও বিসিবির নির্বাচক কমিটির চেয়ারম্যান গাজী আশরাফ হোসেন বলেন, 'আমাদের জানানো হয়েছে প্রথম টেস্টে সাকিব থাকছেন না।’
তিনি বলেন, ‘সে (সাকিব) তার টেস্ট ক্যারিয়ারের শেষ পর্যায়ে, কিন্তু তার অভিজ্ঞতার পাশাপাশি ব্যাট ও বল উভয় ক্ষেত্রেই তার বিকল্প হিসেবে আমাদের এখনও সেই মানের কেউ নেই।’
তিনি আরও বলেন, হাসান মুরাদের প্রথম শ্রেণির ম্যাচ খেলার ইতিহাস ইঙ্গিত দেয় যে, তিনি স্পিনার হিসাবে ঘরের মাঠে ভাল করতে পারেন।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঢাকা টেস্টের বাংলাদেশ স্কোয়াড:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেট রক্ষক), জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা ও হাসান মুরাদ।
আরও পড়ুন: আনুষ্ঠানিকভাবে বরখাস্ত হাথুরুসিংহে, সিমন্সকে নিয়োগ বিসিবির
২ মাস আগে
টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের
রাজনৈতিক ক্যারিয়ার ও মাঠের অফ-ফর্ম নিয়ে সমালোচনার মধ্যেই টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও অলরাউন্ডার সাকিব আল হাসান।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) কানপুরে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে এক সংবাদ সম্মেলনে অবসরের ঘোষণা দেন সাকিব।
তবে ঘরের মাঠে ২১ অক্টোবর শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলার কথা রয়েছে তার।
আরও পড়ুন: ক্রিকেট ইতিহাসের সফলতম বাঁহাতি স্পিনার এখন সাকিব
সাকিব বলেন, 'আমার মনে হয় টি-টোয়েন্টিতে আমি শেষ ম্যাচ খেলে ফেলেছি, মিরপুর টেস্টে (দক্ষিণ আফ্রিকার বিপক্ষে) খেলতে পারলে সেটি হবে আমার শেষ টেস্ট। মিরপুর থেকে টেস্টে বিদায় নেব।'
আর গত টি-টোয়েন্টি বিশ্বকাপেই ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টি খেলেন সাকিব।
ওয়ানডে ক্রিকেট নিয়ে পরিকল্পনা জানতে চাইলে তিনি বলেন, আগামী বছর পাকিস্তানে হতে যাওয়া চ্যাম্পিয়ন ট্রফি পর্যন্ত খেলার ইচ্ছা রয়েছে।
আরও পড়ুন: শেয়ারের দর কারসাজির দায়ে ক্রিকেটার সাকিবকে ৫০ লাখ টাকা জরিমানা
২ মাস আগে
রাওয়ালপিন্ডি টেস্টে ইতিহাস গড়লেন বাংলাদেশের পেসাররা
দেশের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো টেস্ট ম্যাচের এক ইনিংসে ১০ উইকেট নিয়ে ইতিহাস গড়েছেন বাংলাদেশের পেসাররা।
চলমান রাওয়ালপিন্ডি টেস্টে ১৮৫ রানের লক্ষ্য তাড়া করে ব্যাট করছে বাংলাদেশ। এই ইনিংস জয় পেলে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় নিশ্চিত করতে পারবে টাইগাররা। চতুর্থ দিন বিকালে বাজে আলোয় খেলা বন্ধ হওয়ার আগে বিনা উইকেটে ৪২ রান করেছে বাংলাদেশ।
আরও পড়ুন: জোড়া সেঞ্চুরিতে কুককে ছাড়িয়ে একাধিক রেকর্ডে রুট
এর আগে স্বাগতিকরা ১৭২ রানে অলআউট হয়ে যায়। আর বাংলাদেশের পেসার হাসান মাহমুদ খেলেন তার ক্যারিয়ার সেরা পারফরম্যান্স। গড়েন ডাবল রেকর্ড- নিজের প্রথম পাঁচ উইকেট এবং পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশি কোনো পেসারের প্রথম পাঁচ উইকেট।
অন্যদিকে তরুণ পেসার নাহিদ রানাও খেললেন তার ক্যারিয়ার সেরা পারফরম্যান্স। চার উইকেট নিয়েছেন তিনি।
এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের অফস্পিনার মেহেদী হাসান মিরাজ পাঁচ উইকেট নিয়েছিলেন। তাতে মনে হচ্ছিল এবারের ইনিংসেও স্পিনারদের দাপট দেখা যাবে কিন্তু দ্বিতীয় ইনিংসে এসে স্পিনারদের হারিয়ে দিলেন পেসাররা। পাকিস্তানকে অলআউট করলেন পেসাররাই।
এখন পর্যন্ত, বাংলাদেশের পেসারদের সবচেয়ে বড় সাফল্য ছিল টেস্ট ইনিংসে নয় উইকেট নেওয়া। চারবার এই সাফল্য পেয়েছিলেন তারা- নিউজিল্যান্ডের বিপক্ষে তিনবার এবং শ্রীলঙ্কার বিপক্ষে একবার।
এবার সেসব রেকর্ড ভেঙে রাওয়ালপিন্ডি টেস্টে পেসাররা নিয়ে নিলেন ১০ উইকেট। যা বাংলাদেশকে টেস্ট সিরিজ জয়ের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে। দেখা যাক সিরিজের প্রথম টেস্টের মতো এবারও ১০ উইকেটের বড় ব্যবধানে জয় পায় কি না টাইগাররা। সেটি হয়ে গেলে বাংলাদেশ ক্রিকেট দলের নামের পাশে যুক্ত হতে পারে আরও কয়েকটি রেকর্ড।
আরও পড়ুন: হাসানের জোড়া শিকারে দিনের শেষটাও রাঙাল বাংলাদেশ
অবশেষে ভাঙল লিটনের প্রতিরোধ, ২৬২ রানে থামল বাংলাদেশ
৩ মাস আগে
সিলেটে বাংলাদেশ বনাম নিউ জিল্যান্ড টেস্টের টিকিটের মূল্য প্রকাশ
সিলেটে আগামী ২৮ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ- নিউ জিল্যান্ড দুই ম্যাচের টেস্ট সিরিজের টিকিটের দাম প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে (এসআইসিএস) প্রথম টেস্ট ম্যাচের টিকিটের দাম- গ্র্যান্ড স্ট্যান্ড ১ হাজার টাকা, ক্লাব হাউস ৩০০ টাকা, ইস্টার্ন গ্যালারি ২০০ টাকা, ওয়েস্টার্ন গ্যালারি ১০০ টাকা ও গ্রিন হিল এরিয়া ১০০।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের (এসআইসিএস) মেইন গেট লাক্কাতুরা এবং সিলেট জেলা স্টেডিয়াম (মেইন গেট) রিকাবীবাজারের টিকিট কাউন্টারগুলোতে ম্যাচের আগের দিন বিকাল সাড়ে ৫টা থেকে ম্যাচের দিন সকাল ৯টা পর্যন্ত টিকিট বিক্রি হবে।
এই সিরিজের মাধ্যমে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হবে। এটি হবে টাইগারদের প্রথম হোম সিরিজ।
এই সিরিজের জন্য বিসিবি আনুষ্ঠানিকভাবে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে, দলের নেতৃত্ব দিবেন নাজমুল হোসেন শান্ত।
আরও পড়ুন: ঘরের মাঠে নিউ জিল্যান্ড টেস্ট সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের বদলে প্রথমবারের মতো টেস্ট অধিনায়কত্ব করবেন বাঁ-হাতি টপ-অর্ডার ব্যাটার শান্ত।
উল্লেখ্য, এই সিরিজে বাংলাদেশের হয়ে টেস্ট অভিষেক হতে চলেছে তিন খেলোয়াড়- হাসান মাহমুদ, শাহাদাত হোসেন দিপু ও হাসান মুরাদের।
যদিও মাহমুদের ওয়ানডে ও টি-টোয়েন্টিতে খেলার অভিজ্ঞতা রয়েছে, এটি হবে তার টেস্ট অভিষেক। অন্যদিকে, শাহাদাত ও মুরাদের এখনও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি।
দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট সিলেটে এবং দ্বিতীয় ও শেষ ম্যাচটি ঢাকায় ৬ ডিসেম্বর।
নিউ জিল্যান্ড টেস্ট সিরিজের জন্য বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, শাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, শাহাদাত হোসেন দিপু ও হাসান মুরাদ।
আরও পড়ুন: বাংলাদেশের হোম সিরিজের পাশাপাশি টি-স্পোর্টসে দেখা যাবে বিপিএল
বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন সাকিব
১ বছর আগে
আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট দল ঘোষণা বিসিবির
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচের জন্য শনিবার ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। বাংলাদেশ-আয়ারল্যান্ডের মধ্যকার এ টেস্ট ম্যাচটি আগামী ৪ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত হবে।
এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে যাওয়া সাকিব আল হাসান ও লিটন দাসকে দলে রাখা হয়েছে। জাতীয় দলের প্রতি দায়বদ্ধতার কারণে আইপিএলে তাদের অংশগ্রহণ বিলম্বিত হবে।
জাকির হাসানের ইনজুরির পর টেস্ট দলে জায়গা পেয়েছেন শাদমান ইসলাম।
টেস্ট ম্যাচের আগে বাংলাদেশ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলে। দুই ফর্মেই বাংলাদেশ জিতেছে। সিরিজে আয়ারল্যান্ডের একমাত্র জয় পেয়েছে চট্টগ্রামে অনুষ্ঠিত শেষ টি-টোয়েন্টিতে।
বাংলাদেশ টেস্ট স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, শাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ, এবাদত হোসেন, মো. শরিফুল ইসলাম ও মাহমুদুল হাসান জয়।
১ বছর আগে
টেস্টে ক্যারিবীয়দের কাছে ১০ উইকেটে হার বাংলাদেশের
সেন্ট লুসিয়ায় বাংলাদেশকে ১০ উইকেটে হারিয়ে দুই টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে জিতে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
ম্যাচের পর বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান বলেন, ‘আমরা জানতাম এটা একটা কঠিন সিরিজ হতে চলেছে। এই সিরিজ থেকে অনেক ইতিবাচক কিছু নেয়ার আছে। আমাদের এখন চিন্তা করার এবং টেস্টে ভালো করার চেষ্টা করার সময় আছে। টেস্টে সফরকারীরা খুব কমই ভালো করতে পারে। আমাদের মানসিকভাবে শক্ত হতে হবে।’
সাকিব আরও বলেন, টেস্টে ভালো পারফরম্যান্স করতে দলের আরও সময় দরকার।
বাংলাদেশের হয়ে খালেদ আহমেদ প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন যেটা কিনা এই সিরিজে বাংলাদেশ দলের অন্যতম প্রাপ্তি বলা চলে।
আরও পড়ুন: টেস্ট ম্যাচ কি এই যুগের বাতিল খাম?
ফিফা নারী ফুটবল: মালয়েশিয়াকে ৬-০ গোলে বিধ্বস্ত করল বাংলাদেশ
২ বছর আগে
টেস্ট ম্যাচ কি এই যুগের বাতিল খাম?
টেস্ট ম্যাচ খেলা যখন শুরু হয় তখন সেটা ফয়সালা হওয়া পর্যন্ত চলতো। এক সপ্তাহ, ১০ দিন কোনো বিষয় ছিল না। কিন্তু এটা এক সময় এতো অবাস্তব পরিস্থিতি তৈরি করে যে আজকের দিনের এই পাঁচ দিনে টেস্টে এসে সীমাবদ্ধ হয়।
আগের এই ধারা কে বলা হতো ‘সময়হীন’, টেস্ট মানে এক দল জেতা পর্যন্ত চলতো। ১৮৭৭ থেকে ১৯৩৯ সাল পর্যন্ত এই ধারায় অনেক টেস্ট খেলা হয়। এই ধারায় শেষ টেস্ট খেলা হয় ১৯৩৯ সালে ইংল্যান্ড ও সাউথ আফ্রিকার মধ্যে। নয় দিন খেলার পর কোনো ফলাফল না হওয়ার পর খেলা শেষ করা হয়, কারণ ইংল্যান্ডের দেশে ফেরার জাহাজ ছেড়ে যাচ্ছিল তাদের ফেলে রেখে।
তবে আইসিসি একবার টেস্ট ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নশিপের ক্ষেত্রে এটা চালু করার কথা ভেবেছিল। বোঝা যায় কত প্রাচীনপন্থী এই সংগঠন। আজকের দুনিয়ায় কি টেস্ট চলতে পারে এই ধারায় ?
আগে কি ছিল?
আগে ছিল টেস্ট ম্যাচ আর তিন দিনের ইংলিশ কাউন্টি ম্যাচ। সেদিন আর নেই। যখন ওডিআই চালু হয় অস্ট্রেলিয়াতে -প্যাকার টিভি-রক্ষণশীলরা অনেক চেষ্টা করেছিল এক দিনের ম্যাচ বন্ধ করতেই। যারা এতে খেলেছিল তাদের আইসিসি নিষিদ্ধ পর্যন্ত করেছিল কিন্তু শেষ পর্যন্ত টেকেনি এই সব জারিজুরি। আজ ওডিআই প্রতিষ্ঠিত কিন্তু তাকেও ছাড়িয়ে গেছে টি-টোয়েন্টি। এখন কেউ কি ভাববে টি-টোয়েন্টি নিষিদ্ধ করার কথা? অর্থাৎ সময় পাল্টেছে।
এখন কি হওয়া উচিত?
টেস্ট ম্যাচ কেউ দেখে না, বুড়া আর শিশু ছাড়া কারণ কারো হাতে এতো ফালতু সময় নেই। তাছাড়া সব খেলাই বাণিজ্য ভিত্তিক। তার নিরিখে টেস্ট ম্যাচে এর পিছনে পাঁচ দিন পয়সা নষ্ট না করে ৩ দিনে নামানো হোক। ২ দিন হলে আরো ভালো, যারা ব্রাহ্মণবাদ মানে তারা দেখুক। সে দুনিয়া নেই তাই সে অচল এই দুইনিয়ার সাথে এই অচল পাঁচ দিনের ডাইনোসরের সমাপ্তি হলে ক্রিকেটের জন্য উত্তম। কিছু নাক উঁচু এলিট টেস্ট দেখে কিন্তু পাবলিক চায় টি-টোয়েন্টি অথবা বড় জোর ওডিআই-ই পাবলিকের জয় হোক।
আরও পড়ুন: ভারতে এতো ঝামেলা হচ্ছে কেন?
বাংলাদেশে বিরোধী দলের বন্ধ্যাত্ব
আন্দ্রে রাসেল একাই খেলা দেখাল কিন্তু পারল না কলকাতা
২ বছর আগে
টেস্টে আবারও ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেন্ট লুসিয়া টেস্টের প্রথম ইনিংসে শুক্রবার আবারও ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ।
টসে জিতে স্বাগতিকরা প্রথমে বোলিং করে ২৩৪ রানে টাইগারদের গুটিয়ে দেয়। জবাবে দুই টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের প্রথম দিন শেষে বিনা উইকেটে ৬৭ রান করেছে ক্যারিবীয়রা।
প্রথম উইকেট জচুটিতে তামিম ইকবাল ও মাহমুদুল হাসান জয় ৪১ রান করেন।তবে ৩১ বলে ১০ রান করে সাজঘরে ফেরেন জয়।অন্যদিকে ভালো সূচনা সত্ত্বেও ৬৭ বলে ৪৬ রান করে আউট হন তামিম ইকবাল।
আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ছিটকে গেলেন সাইফুদ্দিন
দলের পক্ষে নাজমুল হোসেন শান্ত যোগ করেন মাত্র ২৬ রান। এদিকে দীর্ঘ ৮ বছর পর টেস্টে ফিরে মাত্র ২৩ রানে আউট হন এনামুল হক বিজয়।
দলের হয়ে সর্বোচ্চ রান ৫৩ করেছেন লিটন দাস। কিন্তু সাকিব আল হাসান, নুরুল হাসান এবং মেহেদি হাসান মিরাজ ব্যাট হাতে ভালো করতে ব্যর্থ হয়েছেন।
শেষদিকে এবাদত হোসেন ও শরিফুল ইসলামের যথাক্রমে ২১ ও ২৬ রান, দলীয় স্কোর ২০০ পেরোতে বেশ অবদান রেখেছে।
আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজ সফরে ভালো করতে আগ্রহী তাসকিন
২ বছর আগে
টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন ইয়াসির
অ্যান্টিগায় ১৬ জুন থেকে শুরু হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন বাংলাদেশের ডানহাতি ব্যাটার ইয়াসির আলী রাব্বি।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে তিনদিনের প্রস্তুতি ম্যাচে ইয়াসির আলী পিঠে আঘাত পেয়েছেন বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ দলের ফিজিও।
বাংলাদেশ দলের ফিজিও বায়েজেদুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, ‘এই ধরনের ইনজুরি থেকে সেরে উঠতে প্রায় দুই থেকে তিন সপ্তাহ সময় লাগে। ফলে তাকে টেস্ট সিরিজে পাওয়া যাবে না।’
মুশফিকুর রহিমের অনুপস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজ সফরে ইয়াসির বাড়তি দায়িত্ব নেবেন বলে মনে করা হয়েছিল। ব্যক্তিগত কারণে এই সফরের বাইরে আছেন মুশফিক।
বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত পাঁচটি টেস্ট, ছয়টি ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি খেলেছেন ইয়াসির আলী ।
দুই ম্যাচের টেস্ট সিরিজ ছাড়াও এই সফরে বাংলাদেশ তিন ম্যাচের ওয়ানডে এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে।
সিরিজের প্রথম টেস্ট ১৬ জুন অ্যান্টিগায় শুরু হবে এবং দ্বিতীয় টেস্টটি ২৪ জুন থেকে সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়ার কথা রয়েছে।
পড়ুন: বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রস্তুতি ম্যাচ ড্র
ফের বাংলাদেশের টেস্ট অধিনায়ক সাকিব
২ বছর আগে
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রস্তুতি ম্যাচ ড্র
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের আগে বাংলাদেশের একমাত্র প্রস্তুতি ম্যাচটি ড্র হয়েছে। এই ম্যাচে তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, এবাদত হোসেন ও মোস্তাফিজুর রহমান ভালো পারফর্মেন্স দেখিয়েছেন।
অ্যান্টিগায় প্রস্তুতি ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৭ উইকেটে ৩১০ রানে প্রথম ইনিংস ঘোষণা করে। তামিম ১৬২ রান ও নাজমুল অর্ধশত করেন।
জবাবে ওয়েস্ট ইন্ডিজ আট উইকেটে ৩৫৯ রান করে তাদের প্রথম ইনিংসে ঘোষণা করে। বাংলাদেশের পক্ষে ডানহাতি পেসার এবাদত ও বাঁহাতি পেসার মোস্তাফিজ তিনটি করে উইকেট নেন।
ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ স্বাগতিকদের বিপক্ষে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি খেলবে।
সিরিজের প্রথম টেস্ট ১৬ জুন অ্যান্টিগায় শুরু হবে এবং দ্বিতীয় টেস্টটি ২৪ জুন থেকে সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন: বিশ্বকাপ ফুটবল উন্মাদনায় রাজধানীতে ‘গলি গ্রাফিতি’
ফের বাংলাদেশের টেস্ট অধিনায়ক সাকিব
২ বছর আগে