ডর্টমুন্ডকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তুলেও দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন কোচ এদিন তেজরিচ। ক্লাবের সঙ্গে আলোচনা করে উভয় পক্ষের সম্মতিতেই তিনি দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার তিনি নিজেই দায়িত্ব থেকে সরে যেতে ক্লাবকে অনুরোধ করেছেন বলে জানান। ডর্টমুন্ডে নতুন যুগের শুরু চান আজীবন হলুদ জার্সির ভক্ত এই কোচ।
গত মৌসুমজুড়ে দলের বাজে পারফর্ম্যান্স সত্ত্বেও ডর্টমুন্ডকে ফাইনালে তোলেন তেজরিচ। তার আগে সেমিফাইনালে শক্তিশালী পিএসজিতে হারায় তার দল। তবে রিয়াল মাদ্রিদের বিপক্ষে গত ১ জুন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ২-০ ব্যবধানে হেরে যায় ডর্টমুন্ড।
আরও পড়ুন: ডর্টমুন্ডের হারের ৫ কারণ
ওই ম্যাচের পরই তিনি ক্লাবটির দায়িত্ব থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন বলে জানিয়েছেন।
‘ওয়েম্বলি ম্যাচের পরই আমি ক্লাব ম্যানেজমেন্টকে তাদের সঙ্গে বসার সিদ্ধান্ত জানিয়ে দেই। কারণ ৯ বছর ধরে দলের কোচিংয়ের সঙ্গে যুক্ত থাকার পর আমার মনে হয়েছে, নতুন একজন কোচের সঙ্গে (ক্লাবের) নতুন যুগ শুরু করার সময় হয়েছে।’
তবে প্রাণের ক্লাবকে ‘না’ করে দেওয়ার সিদ্ধান্তটি মোটেও সহজ ছিল না ৪১ বছর বয়সী এই কোচের জন্য। বলেন, ‘আমার কাছের মানুষদের সবাই জানে যে এটি (আমার জন্য) কতটা কঠিন সিদ্ধান্ত ছিল। তবে গভীরভাবে বিবেচনার পরও আমার অনুভূতির মৌলিক জায়গাতে পরিবর্তন আসেনি।’
‘বরুশিয়া ডর্টমুন্ডকে শুভকামনা জানাই। ধন্যবাদ! শীঘ্রই দেখা হবে।’
তুরস্কের ক্লাব বেশিকতাসে স্লাভেন বিলিচের সহকারী কোচ হওয়ার আগে ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত ডর্টমুন্ডের অ্যাকাডেমিতে কোচিং ক্যারিয়ার শুরু করেন তেজরিচ। তুরস্ক থেকে ২০১৫ সালে বিলিচের সঙ্গে প্রিমিয়ার লিগে যান তিনি। তবে ২০১৭ সালে ওয়েস্ট হ্যাম বিলিচকে বরখাস্ত করলে তিনি ফের ডর্টমুন্ডে ফেরেন। পরের বছর সেখানে লুসিয়েন ফাভরের সহকারী হিসেবে কাজ শুরু করেন।
এরপর ২০২০ সালের ডিসেম্বরে ফাভরেকে বরখাস্ত করলে ডর্টমুন্ডের অন্তর্বর্তীকালীন কোচ হন তেজরিচ। মৌসুমের বাকি সময়ে তিনি দলকে জার্মান কাপ জেতান। এরপর কিছুদিন ক্লাবের টেকনিকাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করে ২০২২ সালে ডর্টমুন্ডের প্রধান কোচ হন তেজরিচ।
তার তত্ত্বাবধায়নে ২০২২-২৩ মৌসুমে দ্বিতীয় অবস্থানে থেকে লিগ শেষ করে ডর্টমুন্ড। শেষ ম্যাচে মাইন্সকে হারাতে ব্যর্থ হয়ে মূলত লিগ শিরোপা জিততে ব্যর্থ হয় দলটি। আর গত মৌসুমে ঘরোয়া টুর্নামেন্টগুলোতে হতাশা জাগানিয়া পারফরম্যান্স থাকলেও চ্যাম্পিয়ন্স লিগে দারুণ পারফর্ম করে তার দল। শেষমেষ ফাইনালে হেরে হতাশা নিয়ে বিদায় নিচ্ছেন তিনি।
তবে বিদায়বেলায় তাকে প্রশংসায় ভাসিয়েছেন ডর্টমুন্ডের প্রধান কর্মকর্তা হান্স-ইওয়াখিম ভাটসকে। তিনি বলেছেন, ‘ডর্টমুন্ডের দায়িত্ব পালনকালে তেজরিচের পারফর্ম্যান্স ছিল অসাধারণ। আমরা সবাই তার কাছে কৃতজ্ঞ ও ঋণী।’
তেজরিচের বিদায়ে বিপাকে পড়তে চলেছে ডর্টমুন্ড। পরবর্তী কোচ কে হবেন- তা এখনও ঠিক করেনি দলটি। আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগেও লড়বে তারা। এমতাবস্থায় ভালো কোচের সংকটে পড়তে পারে ক্লাবটি।
তবে জার্মান সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, তেজরিচের সহকারী নুরি সাহিনকে দেওয়া হতে পারে ক্লাবের দায়িত্ব।