মাত্র তিন সপ্তাহ পরই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। ২০২৩-২৪ মৌসুমের এ ফাইনালে টুর্নামেন্টের সফলতম দল রিয়াল মাদ্রিদের মোকাবিলা করবে ১৯৯৭ সালের চ্যাম্পিয়ন বরুশিয়া ডর্টমুন্ড।
শনিবার গ্রানাদাকে তাদের মাঠেই ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে কার্যত রিয়াল মাদ্রিদের বিকল্প দল।
এদিন বায়ার্নের বিপক্ষে খেলানো একাদশের ১০ খেলোয়াড়কে বিশ্রাম দিয়ে দল সাজান কার্লো আনচেলত্তি। শুরুর দিকে কিছুটা ভুগলেও থিবো কোর্তোয়ার দক্ষতায় দুবার বেঁচে যায় রিয়াল। তবে প্রথমার্ধ শেষ হওয়ার আগে আগে দুই গোল পেয়ে যান ফ্রান গার্সিয়া ও আর্দা গুলের।
আরও পড়ুন: ‘ইয়েলো ওয়াল’ ভাঙতে ব্যর্থ হয়ে পিএসজির বিদায়
রিয়াল সিনিয়র জার্সিতে প্রথম গোলটি করে দলকে গোলের খাতা খোলার সুযোগ করে দেন গার্সিয়া। এরপর বিরতির আগমুহূর্তে দ্বিতীয় গোলটি করেন গুলের। রিয়ালের জার্সিতে তিনবার ম্যাচ শুরু করে তিনবারই জালের দেখা পেল তুরস্কের এই বিস্ময়বালক।
দ্বিতীয়ার্ধে খেলতে নেমে ব্রাহিম দিয়াসের দুই গোলে ৪-০ গোলের জয় নিশ্চিত করে রিয়াল। এ জয়ের ফলে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আগে দলের বেঞ্চ পরীক্ষা করে সফল হয়েছেন আনচেলত্তি। বড় জয়ে স্কোয়াডের বাকি সদস্যদেরও আত্মবিশ্বাস খানিকটা বেড়ে গেল।
আরও পড়ুন: চিরায়ত শেষের মিরাকলে ফাইনালে রিয়াল
তবে উল্টোটা ঘটেছে ডর্টমুন্ডের সঙ্গে। চোটজর্জর দল নিয়ে চলতি মৌসুমে এমনিতেই টালমাটাল অবস্থা এদিন তেরজিকের দলটির। লিগে তাদের অবস্থান পঞ্চম। ফরম্যাট পরিবর্তন না হলে আগামী মৌসুমে ইউরোপা লিগে ঠাঁই হতো তাদের।
বুন্দেসলিগায় সবশেষ ৫ ম্যাচের মাত্র দুটিতে জয় পেয়েছে ডর্টমুন্ড। হেরেছে দুটিতে। এর মধ্যে টেবিলের চতুর্থ অবস্থানে থাকা লাইপসিগের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয় তারা। পরের ম্যাচে আউগসবুর্গকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পার্ক দে প্রান্স থেকে স্মরণীয় জয় তুলে টুর্নামেন্টের ফাইনালে উঠেছে তারা। ফলে ভাঙাচোরা দল নিয়েও তাই বেশ খানিকটা আত্মবিশ্বাস পান মার্কো রয়েসরা। তবে অবনমনের শঙ্কায় থাকা মাইন্সের বিপক্ষে ৩-০ গোলে হেরে ডর্টমুন্ডের আত্মবিশ্বাসের বেলুন ফের চুপসে যাওয়ার কথা।
আরও পড়ুন: অফসাইডের সিদ্ধান্ত টুখেলের কাছে ‘চরম বিপর্যয়কর’
নিজেদের তৃতীয় চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ঘরে তোলার লক্ষ্যে আগামী ১ জুন ‘ইউরোপের রাজা’দের বিপক্ষে মাঠে নামবে হুমেলস স্যানচোরা। তার আগে ডার্মস্টাটের বিপক্ষে লিগের শেষ ম্যাচ খেলবেন তারা।
ইতোমধ্যে দ্বিতীয় লিগে অবনমন হওয়া ডার্মস্টাটের বিপক্ষে নিজেদের আত্মবিশ্বাস কতটুকু ফেরাতে পারবে, তার ওপর অনেকটাই নির্ভর করছে ইউরোপ সেরার লড়াইয়ে ১৪ বারের চ্যাম্পিয়ন রিয়ালের বিপক্ষে তাদের পারফরম্যান্স।
আরও পড়ুন: ‘মাদ্রিদে এটা প্রায়ই হয়’- গোল বাতিল প্রসঙ্গে মুলার