বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, আসন্ন এশিয়া কাপে শ্রীধরন শ্রীরাম বাংলাদেশ দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন।
শ্রীরামকে সম্প্রতি দলের টেকনিকাল পরামর্শক হিসেবে নিযুক্ত করা হয়েছে।
এছাড়া এশিয়া কাপে দলের প্রধান কোচ হিসেবে থাকবেন রাসেল ডোমিঙ্গো।
গত সপ্তাহে বিসিবি শ্রীধরনের নিয়োগের বিষয়টি নিশ্চিত করে।
শ্রীধরন ভারতীয় ক্রিকেট দলের সাবেক একজন খেলোয়াড় এবং আইপিএলে তিনি বেশ কয়েকটি দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন।
আরও পড়ুন: জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়ে সিরিজ জয় ভারতের
সোমবার নাজমুল হাসান গণমাধ্যমকে বলেন, ‘এখন পর্যন্ত এশিয়া কাপের জন্য আমাদের কোনো প্রধান কোচ ছিল না। ডোমিঙ্গো টেস্ট ও ওডিআই দলের প্রধান কোচ হিসেবে থাকবেন। আমাদের একজন ফিল্ডিং ও ব্যাটিং কোচসহ আরও জনবল রয়েছে। টি২০-তে ভালো করার জন্য শ্রীধরন আমাদের পরামর্শ দেবেন।’
নাজমুল আরও বলেন, ‘ভিন্ন ফরম্যাটের খেলার জন্য যেমন ভিন্ন দলের প্রয়োজন হয়, একইভাবে প্রয়োজন হয় ভিন্ন কোচিং প্যানেলেরও। যদিও আমাদের সব আছে, কিন্তু আমরা এখনও পুরোপুরি প্রস্তুত নই।’
আগামী ২৩ আগস্ট এশিয়া কাপে অংশ নেয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট দল আরব আমিরাতের উদ্দেশে রওনা দিবে।
এ আসরে মোট ছয়টি দল অংশগ্রহণ করবে। ২৯ আগস্ট ও ১ সেপ্টেম্বর গ্রুপ পর্বে বাংলাদেশ আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে।
আরও পড়ুন: সাবেক ভারতীয় ক্রিকেটার শ্রীরামকে টি-টোয়েন্টি দলের পরামর্শক নিয়োগ