ঢাকায় বাংলাদেশের বিপক্ষে তাদের প্রথম টেস্ট ইনিংসে মঙ্গলবার টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড।
বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম আয়ারল্যাণ্ডের বিপক্ষের ম্যাচে ১১তম বার পাঁচ উইকেট শিকার করেছেন। তাইজুল তাণ্ডবে ২১৪ রানে থামতে হয়েছে আইরিশদের।
প্রথম সেশনে আয়ারল্যান্ড তিন উইকেট হারায়, তবে এসময় তারা বাংলাদেশের বোলিং আক্রমণকে ভালোভাবে সামলায়। কিন্তু পরের দুই সেশনে বাংলাদেশি স্পিনারদের বিপক্ষে তারা দাড়াতেই পারেনি।
ব্যক্তিগত ৫ রানে মারে কমিন্সকে আউট করে বাংলাদেশের হয়ে প্রথম উইকেটটি নেন শরিফুল ইসলাম। দ্বিতীয় শিকার জেমস ম্যাককলামকে আউট করেন এবাদত হোসেন।
আরও পড়ুন: আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট দল ঘোষণা বিসিবির
দিনের মাত্র ১০ ওভার বাকি থাকতে আয়ারল্যান্ড ৭৭ ওভার দুই বলে গুটিয়ে যায়।
সফরকারীদের পক্ষে হ্যারি টেক্টর একটি হাফ সেঞ্চুরিসহ সর্বোচ্চ রান করেন।
তবে লোরকান টাকার (৩৭), কার্টিস ক্যাম্পার (৩৪) ও মার্ক অ্যাডেয়ার (৩২) বাংলাদেশের আক্রমণের বিরুদ্ধে দুর্দান্ত ব্যাটিং করেছেন।
বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান ৬৬তম ওভার পর্যন্ত বল করেননি এবং কেন তিনি এতক্ষণ বল করেননি তা স্পষ্ট নয়। তিনি মাত্র তিন ওভার বল করেছেন।
তাইজুল ২৮ ওভারে ৫৮ রানে ৫ উইকেট পেয়েছেন এবং এবাদত ও মেহেদি হাসান মিরাজ দু’টি করে উইকেট নেন।
আরও পড়ুন: ঢাকা টেস্ট: টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত আয়ারল্যান্ডের