বাংলাদেশের বিপক্ষে তাদের প্রথম টেস্ট ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড।
এই ম্যাচের আগে আয়ারল্যান্ড তিনটি টেস্ট খেলেছে, যেগুলোর সবকটিতেই তারা হেরেছে।
এই ম্যাচে ছয় জন টেস্ট অভিষেককারী অংশ নিয়েছেন। তারা হলেন- মারে কমিন্স, হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্ফার, লরকান টাকার, গ্রাহাম হিউম এবং বেন হোয়াইট। এছাড়া জিম্বাবুয়ের হয়ে আট টেস্ট খেলা পিটার মুর আয়ারল্যান্ডের হয়ে প্রথমবারের মতো খেলবেন। এটি হোয়াইটের প্রথমবারের মতো প্রথম-শ্রেণির ম্যাচও হবে।
আয়ারল্যান্ড টেস্টে তুলনামূলকভাবে অনভিজ্ঞ দল হলেও অভিজ্ঞ দল বেছে নিয়েছে বাংলাদেশ। তাসকিন আহমেদের অনুপস্থিতিতে শরীফুল ইসলামকে প্রথম একাদশে অন্তর্ভুক্ত করেছে তারা।
আরও পড়ুন: আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট দল ঘোষণা বিসিবির
গতকাল তামিম ইকবাল খেলবেন কিনা তা স্পষ্ট না হলেও তাকে দলের প্রথম একাদশে রাখা হয়েছে।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, নাজমুল হোসেন, মুমিনুল হক, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, শরীফুল ইসলাম ও খালেদ আহমেদ
আয়ারল্যান্ড একাদশ
মারে কমিন্স, জেমস ম্যাককলাম, অ্যান্ড্রু বলবার্নি, হ্যারি টেক্টর, পিটার মুর, কার্টিস ক্যাম্ফার, লরকান টাকার (উইকেটরক্ষক), মার্ক এডেয়ার, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, গ্রাহাম হিউম ও বেন হোয়াইট