ওয়ানডে সিরিজ হোয়াইটওয়াশ হওয়ার পর টেস্ট সিরিজেও হোয়াইটওয়াশ হওয়ার শংকায় রয়েছে সফরকারী বাংলাদেশ। তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম দুটি জিতে ইতিমধ্যেই সিরিজ নিশ্চিত করেছ স্বাগতিকরা।
আগামী ২০ মার্চ ক্রাইস্টচার্চে তৃতীয় ও শেষ টেস্ট শুরু হবে।
বুধবার সাংবাদিকদের সাথে আলাপকালে মিথুন বলেন, ‘এ ধরনের উইকেট বাংলাদেশে তৈরি করা কঠিন। একই সাথে অভিজ্ঞ ও বাউন্স দিতে সক্ষম এমন বোলার আমাদের প্রয়োজন। আমাদের তুলনায় নিউজিল্যান্ডের বোলিং আক্রমণ অনেক বেশি অভিজ্ঞ।’
হ্যামিল্টনে বাংলাদেশ ইনিংস ও ৫২ রানের ব্যবধানে হারে। ওয়েলিংটনে হারে ইনিংস ও ১২ রানের ব্যবধানে। দুই টেস্টে বাংলাদেশ ৪০ উইকেট হারিয়েছে। অন্যদিকে টাইগার বোলাররা কিউইদের মাত্র ১২টি উইকেট শিকার করতে সক্ষম হন।
প্রথম ম্যাচে কেন উইলিয়ামসন এবং দ্বিতীয় টেস্টে রস টেলর ডাবল সেঞ্চুরি করেন। তাদের সামনে টাইগার বোলারদের অসহায় মনে হয়েছে।
মিথুন বলেন, ‘ওয়ানডে সিরিজের পর টেস্ট ম্যাচের জন্য আমরা নিজেদের তৈরি করতে যথেষ্ট সময় পাইনি।’
ডানহাতি ব্যাটসম্যান বলেন, ‘টেস্ট ক্রিকেটের সাথে ওয়ানডে ক্রিকেটের কোনো মিল নেই। একটি আরেকটি থেকে আলাদা। এমন অবস্থায় আমরা টেস্টের জন্য নিজেদের প্রস্তুত করতে যথেষ্ট সময় পাইনি। টেস্ট ক্রিকেটের পরিকল্পনায় অনেক ভিন্নতা থাকে। টেস্ট ক্রিকেটে অনেক মনোযোগের প্রয়োজন হয়।’