বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে বিতর্কিত হলেও বিশ্বকাপে নিজের দায়িত্ব নিয়ে অনেক সতর্ক সাব্বির। সম্প্রতি আইসিসিকে দেয়া সাক্ষাৎকারে নিজের সেই দায়িত্বের কথা জানিয়েছেন।
সাব্বির বলেন, ‘দলে আমার ভূমিকা ছয়, সাত অথবা আট নম্বরে। আমি দ্রুত রান তুলতে পছন্দ করি। শেষের ওভারগুলোতে দলের হয়ে স্কোর বোর্ডে বেশ কিছু রান যুক্ত করার চেষ্টা করবো।’
‘ভালো খেলা হলে তামিম ৪০ ওভার পর্যন্ত খেলবে বলে আমরা আশা করি, তাহলে এটাকে আমি বড় স্কোর করতে পারবো। আমাদের লক্ষ্য বিশ্বকাপ জয়। ভালো ক্রিকেট খেলতে পারলে, এটা আমাদের জন্য একটা সফল টুর্নামেন্ট হতে যাচ্ছে’, যোগ করেন তিনি।
২০১৪ সালে অডিআই অভিষেক হওয়া সাব্বির রহমান ইতিমধ্যে ৬১টি ওয়ান্ডে ম্যাচ খেলে এক হাজার ২২৯ রান সংগ্রহ করেছেন, যার মধ্যে পাঁচটি অর্ধশত রানের ইনিংসও রয়েছে। যদিও নিজের যোগ্যতার খুব একটা সুবিচার করতে পারেননি তিনি।
তারপরও ২৭ বছর বয়সী এ ক্রিকেটারের ওপর আস্থা রাখতে চান বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তূজা। কারণ সাব্বিরের ভালো শট খেলার সামর্থ্য আছে।
বিশ্বকাপ স্কোয়াডে থাকা সাব্বিরের ২০১৫ সালের বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা থাকলেও একাদশে জায়গা নিশ্চিতে ভালো পারফরমেন্স করেই থাকতে হবে। নতুবা স্কোয়াডে থাকা মোসাদ্দেক হোসেন তার বিকল্প হতে পারেন। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে জয়ের অন্যতম নায়ক ছিলেন মোসাদ্দেক, অপরদিকে ওই ম্যাচে শূন্য রানে আউট হয়ে ফেরেন সাব্বির।