তবে সেখানকার (পাকিস্তানের) নিরাপত্তা পরিস্থিতি ভালো হলে এবং ধারাবাহিকভাবে স্থিতিশীলতা বজায় থাকলে ভবিষ্যতে পাকিস্তান সফর করবেন বলেও উল্লেখ করেন ৩২ বছর বয়সী উইকেট-রক্ষক ব্যাটসম্যান।
মুশফিকুর বলেন, আমি ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছি, আসন্ন পাকিস্তান সফরে আমি থাকছি না এবং বিসিবি তাতে সম্মতি দিয়েছেন।
শুক্রবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের ফাইনাল ম্যাচ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, শুধু টি-২০ সিরিজ নয় অডিআই-টেস্টসহ পুরো সিরিজেই তিনি তাকছেন না।
মুশফিকুর বলেন, ‘পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আমার পরিবার আতঙ্কে রয়েছেন। এমন পরিস্থিতিতে ক্রিকেট খেলার জন্য পাকিস্তান যেতে পারি না। তবে বাংলাদেশ জাতীয় দলে না খেলতে পারাটা আমার জন্য খুবই কষ্টের একটি ব্যাপার।’
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলার জন্য প্রস্তাব পেয়েছেন জানিয়ে বাংলাদেশ দলের ব্যাটিং ভরসা মুশফিক বলেন, পিএসএল এবার পাকিস্তানে হওয়ায় সেখানেও খেলবেন না তিনি।