মঙ্গলবার ইএসপিএনক্রিকইনফোর খবরে বলা হয়েছে, ম্যাচের পর ধাওয়ানের হাতের স্ক্যানিং করানো হলে সেখানে চির ধরা পড়েছে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত জয়ের অন্যতম নায়ক ধাওয়ানের বিপরীতে এখনো কারও নাম ঘোষণা করেনি ভারতের ক্রিকেট বোর্ড।
প্রসঙ্গত, ভারত আগামী ১৩ জুন ট্রেন্টব্রিজে নিউজিল্যান্ড ও ১৭ জুন টন্টনে পাকিস্তানের বিপক্ষে মুখোমুখি হবে।
এর আগে গত ৯ জুন ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১১৭ রানের অসাধারণ ইনিংস খেলার শুরুর দিকে প্যাট কামিন্সের বলে আঘাত পান ধাওয়ান। যদিও ম্যাচ চলাকালে ম্যাজিক স্প্রে নিয়ে এবারের বিশ্বকাপে নিজের প্রথম শতক তুলে নেন তিনি। তবে পরবর্তীতে তাকে ফিল্ডিংয়ের সময় আর মাঠে নামতে দেখা যায়নি।
স্ট্যান্ডবাই হিসেবে ভারতীয় নির্বাচকরা আগে থেকেই আম্বাতি রাইডু, রিশব পন্ত, অক্সর প্যাটেল, ইশান্ত শর্মাদের নাম ঘোষণা করলেও শেখর ধাওয়ানের বিকল্প হিসেবে কাকে নেয়া হবে তা এখনো পরিষ্কার নয়।