বল দখলে লড়াইয়ে পরিষ্কার দাপট দেখাল ব্রাইটন, কিন্তু কোল পালমারের প্রতিভার কাছে শেষ পর্যন্ত হার মানতে হলো ফাবিয়ান হুরসেলারের শিষ্যদের। ফলে জয় নিয়েই মাঠ ছেড়েছে চেলসি।
প্রিমিয়ার লিগে শনিবার স্ট্যামফোর্ড ব্রিজে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নকে ৪-২ গোলের ব্যবধানে হারিয়েছে চেলসি।
ব্লুসদের চারটি গোলই করেছেন ২২ বছর বয়সী ইংলিশ প্রতিভা কোল পালমার। অন্যদিকে ব্রাইটনের গোলদুটি করেছেন জর্জিনিয়ো রুটার ও কার্লস বালেবা। এদিন ৬টি গোলোরর সবগুলো হয়েছে ম্যাচের প্রথমার্ধে।
আরও পড়ুন: লেস্টারের রোমাঞ্চকর লড়াইয়ের পর শেষ সময়ের গোলে জিতল আর্সেনাল
ম্যাচের সপ্তম মিনিটে গোল করে ব্রাইটনকে এগিয়ে নেন রুটার। কিন্তু সেই ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। ২১তম মিনিটেই নিকোলাস জ্যাকসনের অ্যাসিস্ট থেকে প্রথম গোলটি করে দলকে সমতায় ফেরান পালমার।
৭ মিনিট পর পেনাল্টি থেকে পালমারের দ্বিতীয় গোলে ম্যাচে প্রথমবার এগিয়ে যায় চেলসি। তার তিন মিনিট পর পেশাদার হ্যাটট্রিক পূরণ করেন এই প্রতিভাবান অ্যাটাকিং মিডফিল্ডার।
এরপর ৩৪তম মিনিটে বালেবার গোলে ঘুরে দাাঁড়ানোর ইঙ্গিত দেয় ব্রাইটন। তবে ৪১তম মিনিটে চতুর্থ গোলটি করে ফের ব্যবধান বাড়িয়ে নেন পালমার।
দ্বিতীয়ার্ধেও বলের ওপর নিয়ন্ত্রণ রেখে সুযোগ খুঁজেছিল ব্রাইটন, কিন্তু বল পেলেই ক্ষুরধার আক্রমণে উঠে উল্টো তাদের রক্ষণেই ভীতি ছড়িয়েছে স্যানচো-জ্যাকসন-এনকুঙ্কুরা। তবে পরে আর কোনোপাশেই গোল হয়নি। ফলে প্রথমার্ধের স্কোরলাইন অপরিবর্তিত রেখেই শেষ হয় ম্যাচ।
আরও পড়ুন: এবার নিউক্যাসলের বিপক্ষেও সিটির হোঁচট
এই জয়ে ৬ ম্যাচে চারটি জয় ও একটি ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে এনসো মারেসকার শিষ্যরা।
৬ ম্যাচে ৪ জয় ও দুটি ড্রয়ে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে ম্যানচেস্টার সিটি। সমান সংখ্যক ম্যাচে সমান জয় ও ড্রয়ে সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দুইয়ে আর্সেনাল।
দিনের অপর ম্যাচে নিউক্যাসলের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে পেপ গার্দিওলার শিষ্যরা। আর ৪-২ গোলের জয় পেয়েছে মিকেল আর্তেতার দল।