প্রথমার্ধ প্রবল পরাক্রম প্রদর্শনের মাধ্যমে ২ গোলে এগিয়ে গিয়েও দ্বিতীয়ার্ধে খেই হারিয়ে ফেলল আর্সেনাল। তবে ম্যাচ যখন সমতায় শেষ হওয়ার পথে, ঠিক তখনই আরও দুটি গোল করে দারুণ এক জয় তুলে নিয়েছে মিকেল আর্তেতার শিষ্যরা।
এমিরেটস স্টেডিয়ামে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচে লেস্টার সিটির বিপক্ষে ৪-২ গোলে জিতেছে আর্সেনাল।
দলের হয়ে জোড়া গোল করেন আর্সেনাল মিডফিল্ডার লেয়ান্দ্রো ত্রোসা, আর প্রথমে ও শেষে বাকি গোলদুটি করেন গাব্রিয়েল মার্তিনেল্লি ও কাই হাভার্টস। অন্যদিকে, লেস্টারের দুটি গোলই আসে জেমস জাস্টিনের পা থেকে।
এদিন দুর্দান্ত পারফর্ম করে প্রথমার্ধে ম্যাচের পুরোটা সময় লেস্টারের রক্ষণে ত্রাস ছড়ায় আর্সেনাল। এরই ধারাবাহিকতায় ২০তম মিনিটে দলকে এগিয়ে নেন মার্তিনেল্লি।
এ সময় ডান পাশ দিয়ে আক্রমণে উঠে বক্সের মধ্যে নিচু ক্রস বাড়ান টমাস পার্টি। তা থেকে প্রথম ছোঁয়াতেই ঠিকানা খুঁজে নেন ২৩ বছর বয়সী এই ব্রাজিলীয় উইঙ্গার।
এরপর বিরতির ঠিক আগমুহূর্তে মার্তিনেল্লির গোলমুখে বাড়ানো নিচু ক্রসে প্রথম টোকাতেই ব্যবধান দ্বিগুণ করেন ত্রোসা।
আরও পড়ুন: এবার নিউক্যাসলের বিপক্ষেও সিটির হোঁচট
বিরতির পর মাঠে নেমেই ব্যবধান কমায় লেস্টার। ৪৭তম মিনিটে বাঁ পাশে বক্সের বেশ বাইরে থেকে নেওয়া ফ্রি কিকে গোলমুখের উদ্দেশে শূন্যে বল ভাসিয়ে দেন ফাকুন্দো বুয়োনানোত্তে, সেই ক্রসে জেমস জাস্টিন মাথা ছোঁয়ালে বল কাই হাভার্টসের কাঁধে লেগে দিক পরিবর্তন করে জালে জড়িয়ে যায়। ফলে দ্বিতীয়ার্থেধের শুরুতেই লড়াইয়ের রসদ পেয়ে যায় লেস্টার।
এরপর আর্সেনালের আক্রমণ সামলে ম্যাচের ৬৩তম মিনিটে দ্বিতীয় গোলে সমতায় ফেরে লেস্টার। এবারও নায়ক জাস্টিন।
এবার বাঁ পাশ থেকে উইলফ্রেদ এনদিদি বিপরীত পাশে থাকা জাস্টিনকে উড়ন্ত ক্রস দিলে প্রথম ছোঁয়াতেই দর্শনীয় এক ভলিতে দ্বিতীয়বারের মতো সাফল্য পান এই ফরোয়ার্ড।
তবে ম্যাচটি যখন সমতায় শেষ হওয়ার দিকে একটু একটু করে এগোচ্ছে, ঠিক সেই মুহূর্তে গোল করে জয় ছিনিয়ে নেয় আর্সেনাল। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে কর্নার থেকে উড়ে আসা ক্রস বিপরীত পাশে চলে এলে বক্সের মধ্যে ফাঁকায় পেয়ে যান ত্রোসা। প্রথম ছোঁয়াতেই তিনি গোলে নিচু শট নিলে গোলমুখে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের পায়ে লেগে জালে জড়িয়ে যায় বল, আর উচ্ছ্বাসে মাতে এমিরেটসের গ্যালারিভর্তি দর্শক।
এরপর যোগ করা সময়ের সপ্তম মিনিটে লেস্টারের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন হাভার্টস। তিনি একক নৈপুণ্যে লক্ষ্যভেদ করলে ৪-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল।
আরও পড়ুন: সিটি সমর্থকদের জোড়া দুঃসংবাদ দিলেন গার্দিওলা
এই জয়ে ৬ ম্যাচে ৪ জয় ও দুটি ড্রয়ে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে উঠল আর্সেনাল। অবশ্য সমান সংখ্যক ম্যাচে সমান জয় ও ড্রয়ে সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষ সিটি। দিনের অপর ম্যাচে নিউক্যাসলের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে পেপ গার্দিওলার শিষ্যরা।