ফেডারেশন কাপ ফুটবল ২০২২-২৩ এর ৪র্থ ও শেষ কোয়ার্টার ফাইনালে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে শেখ রাসেল ক্রীড়া চক্র।
মঙ্গলবার মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ লেফটেন্যান্ট মতিউর স্টেডিয়ামে রহমতগঞ্জ এমএফএসকে পরাজিত করে এই যাত্রা নিশ্চিত করে শেখ রাসেল ক্রীড়া চক্র।
ম্যাচের ১৩তম মিনিটে শেখ রাসেল কেসির হয়ে ম্যাচ জয়সূচক গোলটি করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড কেনেথ ইকেচুকউ(১-০)।
৫৮ মিনিটে শেখ রাসেল কেসি ১০ জনের মধ্যে সীমাবদ্ধ ছিলেন কারণ তাদের ডিফেন্ডার আবিদ আহমেদ ম্যাচে লাল কার্ড পেয়ে মার্চিং অর্ডার পেয়েছিলেন।
আরও পড়ুন: বিপিএল ফুটবল: ৪-১ গোলে ফোর্টিসকে হারিয়ে জয়ের পথে ফিরল বসুন্ধরা কিংস
১৬ মে বিকাল সোয়া ৩টায় কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে শেখ রাসেল কেসি সাবেক চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লিমিটেডের মুখোমুখি হবে। আর ৯ মে বিকাল সোয়া ৩টায় গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে ঐতিহ্যবাহী কালো ও সাদা মোহামেডান এসসি লিমিটেড।
আগামী ৩০ মে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বিকাল সোয়া ৩টায় দুই বিজয়ী সেমিফাইনালিস্টের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
২৩ মে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে দুই পরাজিত সেমিফাইনালিস্টের মধ্যে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে।
এর আগে কোয়ার্টার ফাইনালে, বসুন্ধরা কিংস মুক্তিযোদ্ধা এসকেসিকে ৩-১ গোলে, ঢাকা আবাহনী ১-০ গোলে শেখ জামাল ডিসিকে এবং ঢাকা মোহামেডান এসসি ৪-১ গোলে চট্টগ্রাম আবাহনী লিমিটেডকে পরাজিত করে।
আরও পড়ুন: এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপ: স্বাগতিক সিঙ্গাপুরকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ