শেখ রাসেল কেসি
বিপিএল ফুটবল: মোহামেডান এসসিকে ২-১ গোলে হারিয়ে তৃতীয় স্থানে শেখ রাসেল কেসি
একাদশ দলের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবল ২০২২-২৩-এ ঢাকা মোহামেডান এসসিকে ২-১ গোলে হারিয়ে তৃতীয় স্থানে উঠেছে সাবেক চ্যাম্পিয়ন শেখ রাসেল কেসি।
শনিবার কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে এই জয় পায় শেখ রাসেল কেসি।
প্রথমার্ধের খারাপ পারফরম্যান্সের পর নাইজেরিয়ান ফরোয়ার্ড কেনেথ ইকেচুকউ শেখ রাসেল কেসিকে ৫১তম মিনিটে (১-০) এগিয়ে দেন। এবং আরেক নাইজেরিয়ান স্ট্রাইকার সানডে এমানুয়েল ৬৭তম মিনিটে মোহামেডান এসসিকের হয়ে গোল করে (১-১) সমতা ফিরিয়ে আনেন।
অবশেষে, নাইজেরিয়ান বুটার এমফোন উদোহ ৭৮তম মিনিটে শেখ রাসেল কেসির হয়ে ম্যাচ জয়ী গোলটি করেন(২-১) সাদা-কালো মোহামেডানকে হতবাক করে।
দিনের সফলতায় শেখ কেসি লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে শেখ জামাল ডিসি (২০ পয়েন্ট) এবং ঢাকা মোহামেডান এসসি ১৩ ম্যাচে ২১ পয়েন্ট অর্জন করে এবং মোহামেডান এসসি তাদের আগের ১৯ কৃতিত্বের থেকে নেমে ১৪ পয়েন্ট এসে পঞ্চম স্লটে নেমেছে।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং বর্তমান লিগ লিডার বসুন্ধরা কিংস এখন লিগ মুকুট থেকে বিঘত দূরত্বে ১৪ ম্যাচে ৪০ পয়েন্ট অর্জন করেছে। কারণ, তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনী লিমিটেড ১৪টি ম্যাচ থেকে ৩০ পয়েন্ট নিয়ে প্রতিযোগিতা থেকে প্রায় বাইরে রয়েছে।
আরও পড়ুন: ফেডারেশন কাপ ফুটবল: রহমতগঞ্জ এমএফএসকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে শেখ রাসেল কেসি
শুক্রবারের আগের ম্যাচগুলোতে বসুন্ধরা কিংস মুক্তিযোদ্ধা সংসদ কেসিকে ৪-০ গোলে হারিয়েছে। ঢাকা আবাহনী ৪-১ গোলে বাংলাদেশ পুলিশ এফসিকে পরাজিত করেছে। এবং শেখ জামাল ডিসি চট্টগ্রাম আবাহনী লিমিটেডের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে।
শনিবার বিকালে ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে দিনের অন্য ম্যাচে, রহমতগঞ্জ এমএফএস রেলিগেশন-বাউন্ড এবং তলানিতে থাকা আজমপুর এফসি, উত্তরাকে ৩-২ গোলে পরাজিত করে।
মালি স্ট্রাইকার ইউ ডায়ালো দুইবার (৩২তম এবং ৫৫তম মিনিট) গোল করেন এবং স্থানীয় সামিন (৭৩তম) পুরান ঢাকার দল রহমতগঞ্জ এমএফএসের হয়ে অন্য গোল করেন এবং আজমপুর এফসির হয়ে কলম্বিয়ান বুটার মাতুরানা হুরতাদো (২৪তম) এবং সাকিব বেপারী (৫৪তম) গোল করেন।
উত্তরার নবাগত আজমপুর ফুটবল ক্লাব ১৩টি ম্যাচ থেকে তিন পয়েন্ট নিয়ে একাদশে (১১তম স্লটে) রয়েছে এবং চট্টগ্রাম আবাহনীও (দশম স্লট) ১৩টি ম্যাচে দশ পয়েন্ট নিয়ে ছিটকে পড়ার শঙ্কায় রয়েছে।
আরও পড়ুন: বিএসপিএ'র কাজী সালাহউদ্দিনের সাম্মানসূচক সদস্যপদ স্থগিত
১ বছর আগে
ফেডারেশন কাপ ফুটবল: রহমতগঞ্জ এমএফএসকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে শেখ রাসেল কেসি
ফেডারেশন কাপ ফুটবল ২০২২-২৩ এর ৪র্থ ও শেষ কোয়ার্টার ফাইনালে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে শেখ রাসেল ক্রীড়া চক্র।
মঙ্গলবার মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ লেফটেন্যান্ট মতিউর স্টেডিয়ামে রহমতগঞ্জ এমএফএসকে পরাজিত করে এই যাত্রা নিশ্চিত করে শেখ রাসেল ক্রীড়া চক্র।
ম্যাচের ১৩তম মিনিটে শেখ রাসেল কেসির হয়ে ম্যাচ জয়সূচক গোলটি করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড কেনেথ ইকেচুকউ(১-০)।
৫৮ মিনিটে শেখ রাসেল কেসি ১০ জনের মধ্যে সীমাবদ্ধ ছিলেন কারণ তাদের ডিফেন্ডার আবিদ আহমেদ ম্যাচে লাল কার্ড পেয়ে মার্চিং অর্ডার পেয়েছিলেন।
আরও পড়ুন: বিপিএল ফুটবল: ৪-১ গোলে ফোর্টিসকে হারিয়ে জয়ের পথে ফিরল বসুন্ধরা কিংস
১৬ মে বিকাল সোয়া ৩টায় কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে শেখ রাসেল কেসি সাবেক চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লিমিটেডের মুখোমুখি হবে। আর ৯ মে বিকাল সোয়া ৩টায় গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে ঐতিহ্যবাহী কালো ও সাদা মোহামেডান এসসি লিমিটেড।
আগামী ৩০ মে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বিকাল সোয়া ৩টায় দুই বিজয়ী সেমিফাইনালিস্টের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
২৩ মে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে দুই পরাজিত সেমিফাইনালিস্টের মধ্যে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে।
এর আগে কোয়ার্টার ফাইনালে, বসুন্ধরা কিংস মুক্তিযোদ্ধা এসকেসিকে ৩-১ গোলে, ঢাকা আবাহনী ১-০ গোলে শেখ জামাল ডিসিকে এবং ঢাকা মোহামেডান এসসি ৪-১ গোলে চট্টগ্রাম আবাহনী লিমিটেডকে পরাজিত করে।
আরও পড়ুন: এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপ: স্বাগতিক সিঙ্গাপুরকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ
১ বছর আগে