চট্টগ্রামের মুস্তাফিজুর রহমান ৩.৫ ওভারে মাত্র পাঁচ রানেই শিকার করেন চার উইকেট। এছাড়া, নাহিদুল ইসলাম ১৫ রানে এবং তাইজুল ইসলাম ৩০ রানে নেন দুটি করে উইকেট।
খুলনার দুর্দশার শুরু হয় প্রথম ওভার থেকেই। রান নেয়ার চেষ্টায় এনামুল হক ও সাকিব চলে যান এক প্রান্তে। এ সময় মোহাম্মদ মিঠুনের সরাসরি থ্রোতে রান আউট হয়ে ফেরেন এনামুল। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে খুলনা।
গাজী গ্রুপ চট্টগ্রাম একাদশ
মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, শরীফুল ইসলাম, তাইজুল ইসলাম, জিয়াউর রহমান, শামসুর রহমান শুভ, নাহিদুল ইসলাম ও মুমিনুল হক।
জেমকন খুলনা একাদশ
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, ইমরুল কায়েস, রিশাদ হোসেন, আলআমিন হোসেন, জহুরুল হক অমি, এনামুল হক বিজয়, (উইকেটরক্ষক) শামীম পাটোয়ারি, আরিফুল হক, শফিউল ইসলাম ও শহীদুল ইসলাম।