মোস্তাফিজুর রহমান
চট্টগ্রাম-১৬ আসনে আওয়ামী লীগের মোস্তাফিজুর রহমানের প্রার্থিতা বাতিল
চট্টগ্রাম-১৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী মোস্তাফিজুর রহমানের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বিকাল ৪টায় নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে ইসি সচিব জাহাংগীর আলম বলেন, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের কারণে তার প্রার্থিতা বাতিল করা হয়েছে।
আরও পড়ুন: এবার নতুন ভোটার হয়েছে ১ কোটি ৫৪ লাখ: ইসি
ইসি সচিব বলেন, ‘তিনি নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করেছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হুমকি দিয়েছেন। এর আগেও তিনি কোড লঙ্ঘন করেছেন।’
মুস্তাফিজুর রহমান এই আসনের বর্তমান সংসদ সদস্য।
আরও পড়ুন: নরসিংদী-৪ আসনে ভোট কারচুপির অভিযোগে আ.লীগ প্রার্থীর ছেলেকে গ্রেপ্তারের নির্দেশ ইসির
৪ ঘণ্টায় ১৮.৫ % ভোট পড়েছে: ইসি সচিব
৯ মাস আগে
এমপিদের সম্পদের অস্বাভাবিক বৃদ্ধি তদন্ত করতে হবে: সিপিডির মুস্তাফিজুর রহমান
সংসদ সদস্যদের সম্পদ কীভাবে বহুগুণ বেড়েছে তা সরকার ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্ত করা উচিত বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানিত ফেলো অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত বাংলাদেশের সমসাময়িক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সিপিডির এই ফেলো বলেন, 'দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের হলফনামায় সম্পদ বৃদ্ধির হার দেখে আমি বিস্মিত হয়েছি। যেখানে একটি প্লটের দাম ১ কোটি টাকা; তা মাত্র এক লাখ টাকা দেখানো হয়েছে।’
তারপরও সম্পদ শতগুণ বেড়ে যায়, তাহলে আসল চিত্রটা কী? অধ্যাপক মুস্তাফিজ প্রশ্ন তোলেন, 'এটা দেখে বোঝা যাচ্ছে না আসলে সম্পদ কতটা বেড়েছে।’
তিনি বলেন, প্রার্থীদের হলফনামায় অনেকের সম্পত্তি শতগুণ বৃদ্ধি পেয়েছে। এত অল্প সময়ের মধ্যে কীভাবে এত বিপুল পরিমাণ সম্পদ বৃদ্ধি পেয়েছে তা দেখার বিষয়।
আরও পড়ুন: আরএমজি শিল্পে ন্যূনতম ১৭ হাজার ৫৬৮ টাকা মজুরির সুপারিশ সিপিডির
অধ্যাপক মোস্তাফিজ বলেন, ‘ওই সম্পত্তিগুলো এত বেড়েছে যে সরকার এবং তাদের দলের উচিত এই সম্পত্তিগুলোর উৎস সম্পর্কে জানতে চাওয়া। একই সঙ্গে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে (বিএফআইইউ) তাদের সম্পদের উৎস খুঁজে বের করতে হবে।’
তিনি বলেন, ব্যাংকিং খাতের অব্যবস্থাপনা, দুর্নীতি, মানি লন্ডারিং, সবকিছুই একটি 'অসাধু চক্রের’ তৈরি।
তিনি বলেন, খেলাপি ঋণ বাড়ছে এবং আগ্রাসী ঋণ প্রদানের কারণে কিছু ব্যাংকও বিপর্যয়ের মুখে পড়েছে।
এটি নিয়ন্ত্রণ করা বাংলাদেশ ব্যাংকের প্রধান দায়িত্ব। তাদের স্বাধীনভাবে কাজ করার অনুমতি দেওয়া উচিত, অন্যথায় কেউ এখানে হস্তক্ষেপ করতে পারবে না, এটি রাষ্ট্রকে অবশ্যই নিশ্চিত করতে হবে বলেও জোর দেন সিপিডির এই ফেলো।
তিনি বলেন, 'আর্থিকভাবে দুর্বল ব্যাংকগুলোর একীভূতকরণের বিষয়টি আগেও বহুবার উল্লেখ করা হয়েছে। এজন্য আইনগত দুর্বলতা ও বিধি-বিধান ঠিক করতে হবে। কারণ ব্যাংকিং খাত অর্থনীতির রক্ত। এই খাতের সমস্যা পুরো অর্থনীতির উপর পড়ে,’ বলেও তিনি উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, খেলাপির বিপরীতে ব্যাংককে বিপুল পরিমাণ অর্থ প্রভিশন করতে হয়। এর মানে হলো, টাকা অর্থনীতিতে অংশ নিতে পারছে না, ব্যাংকে পড়ে আছে।
এতে করে ব্যাংকের ঋণ দেয়ার সক্ষমতা কমে যাচ্ছে এবং আয় কমে যাচ্ছে।
ড. মোস্তাফিজ বলেন, ধরুন ব্যাংকগুলো ১০০ টাকা আমানতের বিপরীতে সুদ দিচ্ছে, কিন্তু ব্যাংক ১০০ টাকার মধ্যে ৮০ টাকা ঋণ দিতে পারছে। অর্থাৎ ঋণের সুদের হার বাড়াতে হবে, এটি আবার বিনিয়োগে প্রভাব ফেলবে।
আরও পড়ুন: ১৫ বছরে বিভিন্ন কেলেঙ্কারিতে ব্যাংক থেকে ৯২ হাজার কোটিরও বেশি টাকা পাচার হয়েছে: সিপিডি
মার্কিন নিষেধাজ্ঞা প্রসঙ্গে তিনি বলেন, আমেরিকা নিজেদের সুবিধার জন্য বাণিজ্য নিষেধাজ্ঞা (নিষেধাজ্ঞা) আরোপ করে।
প্রয়োজনে ভেনেজুয়েলার মতো দেশের সঙ্গে চুক্তি করতে হবে। অতএব, এটি জোর দেওয়া উচিত যে তারা অনুমোদন করবে কিনা সেদিকে মনোযোগ না দিয়ে তারা অনুমোদনের সুযোগ পাবে না। আমাদের শ্রমিকদের মজুরি ও অধিকার নিশ্চিত করারও পরামর্শ দেন তিনি।
তিনি বলেন, সরকার বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়ে গার্মেন্টস শিল্পকে এই পর্যায়ে নিয়ে এসেছে। বিশ্বের পোশাকের বাজার ৭০০ বিলিয়ন ডলার। আমাদের পণ্য রপ্তানির সম্ভাবনা রয়েছে। এর মতো বড় খাত আর নেই। রপ্তানি বৈচিত্র্যময় করতে হবে, নতুন বাজারে যেতে হবে।
এখনও এই বাজারের একটি বড় অংশ দখল করার সুযোগ রয়েছে, এর জন্য বাংলাদেশকে আরও আধুনিকীকরণ করতে হবে।
তিনি চামড়া খাত ও ওষুধ রপ্তানির ওপর জোর দেওয়ার পরামর্শ দেন। বৈশ্বিক বাজারে এই পণ্যগুলোর জন্য একটি সম্ভাব্য ভবিষ্যত রয়েছে।
ইআরএফের সাধারণ সম্পাদক আবুল কাশেমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ রেফায়েত উল্লাহ মৃধা।
আরও পড়ুন: সিপিডি কোনো গবেষণা করেনি, তাদের রিপোর্ট নির্জলা মিথ্যাচার: তথ্যমন্ত্রী
১০ মাস আগে
সাংবাদিকদের ওপর হামলার অভিযোগে এমপি মোস্তাফিজুরকে শোকজ
চট্টগ্রামে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের এমপি মোস্তাফিজুর রহমানকে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকালে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি। এরপর ব্যবস্থা নেব।’
এদিকে, ঘটনার সিসিটিভির ফুটেজ দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন রিটার্নিং কর্মকর্তা। ঘটনা তদন্তে যুগ্ম জেলা জজকে প্রধান করে তিন সদস্যদের একটি তদন্ত কমিটি করেছে ইসি।
আরও পড়ুন: সিলেট সিটি নির্বাচন: বিএনপির মেয়র প্রার্থীসহ ৪১ নেতাকর্মীকে শোকজ
এর আগে দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়ন জমা দিতে গেলে আচরণবিধি লঙ্ঘন নিয়ে প্রশ্ন করায় সাংবাদিককে কিলঘুষি মারেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের আওয়ামী লীগের প্রার্থী।
এর পরপরই তার সমর্থকরা সাংবাদিকদের উপর হামলা ও ক্যামেরা ভাঙচুরের পাশাপাশি টেনে ছিঁড়ে ফেলেন মাইক্রোফোনের তার। এতে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিক রাকিব উদ্দিন এবং ৭১ টিভির সাংবাদিক প্রণবেশ চক্রবর্তীসহ ৪/৫ জন সাংবাদিক আহত ও লাঞ্চিত হন।
এ ঘটনার পর পরই রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে হামলার প্রতিবাদে সমাবেশ করেন গণমাধ্যমকর্মীরা। ঘটনার বিচার দাবি করেন তারা।
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী জানান, ২৪ ঘণ্টার মধ্যে ওই এমপিকে ক্ষমা চাইতে হবে। তিনি সব জায়গায় বিতর্কিত কাজ করেন।
আরও পড়ুন: মানিকগঞ্জে মেয়র ও ৫ কাউন্সিলর পদপ্রার্থীকে শোকজ
১১ মাস আগে
দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বুধবার টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
মোস্তাফিজুর রহমানের সঙ্গে ১০ম উইকেটে মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত প্রচেষ্টায় বাংলাদেশ সিরিজের প্রথম ম্যাচে জয়লাভ করে।
আরও পড়ুন: প্রথম ওয়ানডেতে ধীরগতির ওভার রেট, ভারতকে গুনতে হল জরিমানা
হাসান মাহমুদের জায়গায় নাসুম আহমেদকে এনে বাংলাদেশ তাদের একাদশ সাজিয়েছে। অন্যদিকে ভারত দুটি পরিবর্তন করেছে- শাহবাজ আহমেদ ও কুলদীপ সেনের জায়গায় উমরান মালিক ও অক্ষর প্যাটেলকে অন্তর্ভুক্ত করেছে।
বাংলাদেশ একাদশ
লিটন দাস (অধিনায়ক), এনামুল হক, সাকিব আল হাসান, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ, নাসুম আহমেদ, ইবাদত হোসেন ও মোস্তাফিজুর রহমান।
ভারত একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), বিরাট কোহলি, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, দীপক চাহার, ওয়াশিংটন সুন্দর, মোহাম্মদ সিরাজ ও উমরান মালিক।
আরও পড়ুন: ভারতের বিপক্ষে সিরিজ জয়ের স্বপ্ন টাইগারদের চোখে
ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতেও অনিশ্চিত তাসকিন
১ বছর আগে
মিরাজের ব্যাটিং নৈপুণ্যে ভারতকে ১ উইকেটে হারাল বাংলাদেশ
ভারতের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ১ উইকেটের কাঙ্খিত জয় পেয়েছে বাংলাদেশ। রবিবার মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মেহেদী হাসান মিরাজের ব্যাটিং নৈপুণ্যে ও দৃঢ়তায় আর সাকিব আল হাসানের বোলিং এ ধরাশায়ী হয়েছে ভারত।
১৮৭ রান তাড়া করতে নেমে মাত্র ১৩৬ রানেই ৯ম উইকেট হারায় টাইগাররা। তখনও প্রয়োজন ৫১ রান। উইকেটে তখন মেহেদী হাসান মিরাজ আর মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজকে নন-স্ট্রাইক প্রান্তে রেখে পারতপক্ষে সিঙ্গেল না নিয়ে মিরাজ আজ খেলেন এক অতিমানবীয় ইনিংস। আজকের ম্যাচের জয় স্বাগতিকদের সিরিজে এগিয়ে রাখবে।
২৭ বলের ব্যবধানে ১২৮ থেকে ১৩৬ পর্যন্ত রানে বাংলাদেশের ব্যাটাররা হতাশাজনক ব্যাটিং পারফরম্যান্স দেখিয়েছিল। ৮ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশ দলের জন্য এই জয় তাই অপ্রত্যাশিত ছিল।
কিন্তু প্রতিকূলতার বিরুদ্ধে স্বাগতিকদের স্মরণীয় জয়ে নেতৃত্ব দেন মিরাজ ও মুস্তাফিজুর।
মিরাজ ৩৯ বলে ৪টি চার ও দুটি ছক্কায় ৩৮ রান করে অপরাজিত থাকেন। ১১ বলে ১০ রান করে অপরাজিত থাকেন মুস্তাফিজও।
১৮৭ রান তাড়া করতে নেমে বাংলাদেশ ৯৫ রানের মধ্যে চার উইকেট হারিয়ে শুরুটা মন্থর করে। লিটন দাস টপ অর্ডার ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ৬৩ বলে ৪১ রান করেন, আর নাজমুল হোসেন শান্ত প্রথম বলেই আউট হন।
এরপর বিজয় ও অধিনায়ক লিটন ২৬ রানের পার্টনারশিপ গড়েন।
তবে বিজয় তার সুযোগের সদ্ব্যবহার করতে পারেননি, অবশেষে ২৯ বলে ১৪ রান করে আউট হন। ২৯ রান করে ওয়াশিংটন সুন্দরের দ্বিতীয় শিকার সাকিব আল হাসান।
আরও পড়ুন: বাংলাদেশ বনাম ভারত ওয়ানডে: সাকিবের স্পিন দক্ষতায় ১৮৬ রানে অল-আউট ভারত
পঞ্চম উইকেটে মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম টাইগারদের পথ দেখালেও ৬৯ বলে ৩৩ রান যোগ করতে সক্ষম হন তারা।
তাদের অতি-ধীরগতির ব্যাটিং বাংলাদেশকে বড় সমস্যায় ফেলেছিল। ৩৫ তম ওভারের শেষ বল এবং ৩৬ তম ওভারের প্রথম বলে এই অভিজ্ঞ দুই ক্রিকেটার আউট হলে চাপ আরও বেড়ে যায়।
এরপর আফিফ হোসেন ও মেহেদী হাসান মিরাজের মধ্যে একটা জুটির আশা করছিল সমর্থকেরা।
আফিফ হোসেন ৬ রানে অভিষেককারী কুলদীপ সেনের বলে আউট হয়ে গেলেও শেষ বিকালে ব্যাট হাতে অবিশ্বাস্য দৃঢ়তা দেখান মিরাজ।
তিনি সাহসিকতার সঙ্গে তার লক্ষ্যে অবিচল থাকেন এবং বলতে হবে ভাগ্য আজ তার সাহসের পক্ষে ছিল। কারণ ভারতীয় উইকেটরক্ষক যখন মেহেদীর একটি ক্যাচ মিস করেন, এটিই ছিল বাংলাদেশের জয়ের টার্নিং পয়েন্ট ।
মিরাজের এই লাইফের কল্যাণেই বাংলাদেশ আজ ৪৬ ওভারেই ১৮৭ রানের লক্ষ্যে পৌঁছে যায় এবং অবশেষে এক উইকেটের রোমাঞ্চকর জয় পায়।
১০ ওভারে ৩২ রান দিয়ে তিন উইকেট নিয়ে ভারতের বোলারদের মধ্যে সেরা ছিলেন মোহাম্মদ সিরাজ। কুলদীপ ও ওয়াশিংটনও দারুণ বোলিং পারফরম্যান্স দেখান এবং প্রত্যেকে দুটি করে উইকেট শিকার করেন।
এর আগে কারিশমা দেখায় তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। তিনি ভারতের বিরুদ্ধে তার প্রথম পাঁচ উইকেট তুলে নিয়েছেন।
আরও পড়ুন: ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
ভারতীয় ব্যাটারদের কেউ লাইনের ভেতর থেকে সাকিবের মুখোমুখি হওয়ার চেষ্টা করেন, কেউ লাইনের বাইরে চলে যান। কিন্তু সাকিবের দক্ষ বোলিং মোকাবিলা করা তাদের জন্য সহজ ছিল না।
বাংলাদেশের অলরাউন্ডার সাকিব তার প্রথম ওভারেই ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা এবং তাদের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলির উইকেট তুলে নেন।
সাকিব আজ ভারতীয় ব্যাটিং লাইন-আপকে শাসন করেন এবং তার সপ্তম ওভারে দুটি উইকেট নিয়ে ওডিআইতে ভারতের বিরুদ্ধে সেরা বাঁহাতি স্পিনারের পারফরমেন্সের রেকর্ড করেন।
এর মধ্যদিয়ে সাকিব সাবেক ইংলিশ স্পিনার অ্যাশলে গাইলসকে ছাড়িয়ে ভারতের বিরুদ্ধে বাঁহাতি স্পিনার হিসেবে সেরা বোলিং ইনিংসের রেকর্ড গড়েন।
২০০২ সালে দিল্লিতে ৫৭ রানে পাঁচ উইকেট নিয়েছিলেন গাইলস।
সাকিব একটি সোজা ডেলিভারি দিয়ে রোহিতকে অবাক করে দিয়ে তার উইকেট তুলে নেন। ৩১ বলে ২৭ রান করে ফেরেন রোহিত। একই ওভারে সাকিবের আরেকটি বলে বাংলাদেশের নবনিযুক্ত ওয়ানডে অধিনায়ক লিটন দাস তার ডানদিকে লাফিয়ে পড়ে বিরাট কোহলির উইকেট শিকারে সাহায্য করেন। এই অবিশ্বাস্য ক্যাচটি মিরপুরের দর্শকরা বহু বছর মনে রাখবে। বিরাট স্পষ্টতই লিটনের অসাধারণ ফিল্ডিং দক্ষতায় বিস্মিত হয়েছিলেন। অবশেষে ১৫ বলে ৯ রান করে ঘরে ফেরেন কোহলি।
ডানহাতি পেসার এবাদত হোসেন ৪৭ রানে ৪টি উইকেট নেন। যা তার সংক্ষিপ্ত ওয়ানডে ক্যারিয়ারের সেরা।
বাংলাদেশের বোলিংয়ের সামনে শুধুমাত্র লোকেশ রাহুল কিছুটা প্রতিরোধ গড়ে তোলে। তিনি ৭০ বলে পাঁচটি চার ও চারটি ছক্কার সাহায্যে ৭৩ রান করেন।
আরও পড়ুন: ওয়ানডেতে আবারও মুখোমুখি বাংলাদেশ-ভারত
১ বছর আগে
আইপিএল ২০২২: দিল্লি ক্যাপিটালসে মোস্তাফিজ, প্রথমদিনে অবিক্রিত সাকিব
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫ তম আসরে বাংলাদেশের বাঁ-হাতি পেসার মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। তবে আইপিএলের এবারের নিলামে প্রথম দিনে অবিক্রিত থেকেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
আইপিএলের গত আসরে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন মোস্তাফিজ।
মোস্তাফিজের ভিত্তিমূল্য ছিল দুই কোটি ভারতীয় রুপি এবং তাকে তার ভিত্তিমূল্যেই কিনে নিয়েছে দিল্লি ক্যাপিটালস।
আরও পড়ুন: বিপিএল: মাঠেই ধূমপান করলেন আফগানিস্তানের শাহজাদ
সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে ২০১৬ সালে অভিষেকের পর বাংলাদেশি এই পেসার এখন পর্যন্ত আইপিএলে ৩৮টি ম্যাচ খেলেছেন। সে বছর সানরাইজার্স চ্যাম্পিয়ন হওয়ার পেছনে তাঁর গুরুত্বপূর্ণ অবদান ছিল।
মোস্তাফিজের সাবেক হায়দ্রাবাদ সতীর্থ ডেভিড ওয়ার্নারও এবার থাকছেন দিল্লিতে। এই দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং।
অন্যদিকে আইপিএলের গত আসরে কলকাতা নাইট রাইডার্সের প্রতিনিধিত্ব করা সাকিব এবারের নিলামে প্রথম দিনে অবিক্রিত থেকেছেন। আইপিএলে ৭১টি ম্যাচ খেলে ৬৩ উইকেট ও ৭৯৩ রান করেছেন সাকিব।
আরও পড়ুন: বাংলাদেশের ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্সের পদত্যাগ
২ বছর আগে
আইসিসি ওয়ানডে বর্ষসেরা দলে ৩ বাংলাদেশি ক্রিকেটার
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ২০২১ সালের ওয়ানডে (পুরুষ) বর্ষসেরা একাদশে তিন বাংলাদেশি ক্রিকেটার স্থান করে নিয়েছেন। তারা হলেন- অলরাউন্ডার সাকিব আল হাসান, উইকেট রক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম ও বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান।
এর আগে আইসিসি টি-টোয়েন্টি বর্ষসেরা একাদশেও স্থান করে নেন মোস্তাফিজুর রহমান।
গেল বছর অলরাউন্ডার হিসেবে সাকিব ২৭৭ রান ও ১৭ উইকেট নেন এবং মুশফিকুর রহিম স্টাম্পিং ও ক্যাচসহ ৪০০ এর বেশি রান করেন। এছাড়া পেসার মুস্তাফিজুর রহমান নেন ১৮ উইকেট।
আরও পড়ুন: আইসিসি টি-টোয়েন্টি বর্ষসেরা একাদশে মোস্তাফিজ
ওয়ানডে সেরা একাদশে দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কা থেকে দু’জন করে ক্রিকেটার স্থান করে নিয়েছেন। এ দলের অধিনায়ক হিসেবে পাকিস্তানের বাবর আজমকে বেছে নেয়া হয়েছে।
তবে এ দলে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের কোনো ক্রিকেটার স্থান পাননি।
ওয়ানডে (পুরুষ) সেরা একাদশ: পল স্টার্লিং, জেনেমান মালান, বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, রাসি ভ্যান ডের ডুসেন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ওয়ানিন্দু হাসরাঙ্গা, মোস্তাফিজুর রহমান, সিমি সিং ও দুশমান্থা চামেরা।
আরও পড়ুন: নিউজিল্যান্ড সফর শেষে দেশে ফিরেছে টাইগাররা
ভারতের টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়লেন বিরাট কোহলি
২ বছর আগে
আইসিসি টি-টোয়েন্টি বর্ষসেরা একাদশে মোস্তাফিজ
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ২০২১ সালের টি-টোয়েন্টির বর্ষসেরা একাদশে স্থান করে নিয়েছেন বাংলাদেশি বাঁহাতি তারকা পেসার মোস্তাফিজুর রহমান।
বুধবার এ তথ্য জানিয়েছে আইসিসি। বাংলাদেশ থেকে একমাত্র তিনিই এ একাদশে স্থান পেয়ছেন।
২০২১ সালে মোস্তাফিজ ২০ ম্যাচে ১৯ দশমিক ৩৯ গড়ে ২৮টি উইকেট শিকার করেছেন। এ সময় তার ইকোনমি রেট ছিল সাত করে।
একাদশে স্থান পাওয়া অন্য পেসার হলেন-অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউড ও পাকিস্তানের শাহীন আফ্রিদি।
এই দলে আরও দুই পাকিস্তানি ক্রিকেটার জায়গা করে নিয়েছেন। তারা হলেন-মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম। রিজওয়ানকে ওপেনার এবং বাবর আজমকে এই দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত করা হয়েছে। এই দলের অপর এশিয়ান খেলোয়াড় হলেন ওয়ানিদু হাসারাঙ্গা।
আরও পড়ুন: আইনি লড়াই হেরে অস্ট্রেলিয়া ছাড়লেন জকোভিচ
পাকিস্তানের মতো দক্ষিণ আফ্রিকারও তিন খেলোয়াড় রয়েছেন সেরা একাদশে। তারা হলেন- তাবরিজ শামসি, ডেভিড মিলার ও এইডেন মার্করাম। হ্যাজলউডের পাশাপাশি অস্ট্রেলিয়ার মিচেল মার্শও রয়েছেন এই দলে।
ইংল্যান্ড থেকে জস বাটলারই একাদশে স্থান পেয়েছেন।
তবে ভারত ও নিউজিল্যান্ড থেকে কোনো খেলোয়াড় বর্ষসেরা এ দলে স্থান পাননি।
আরও পড়ুন: ভারতের টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়লেন বিরাট কোহলি
২ বছর আগে
প্রথম ওয়ানডেতে ৩৩ রানে জিতল টাইগাররা
সফররত শ্রীলঙ্কার বিপক্ষে রবিবার মিরপুরে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৩৩ রানে জিতল টাইগাররা।
বাংলাদেশের দেয়া ২৫৮ রানের লক্ষ্যে খেলতে নেমে লঙ্কানরা শেষ পর্যন্ত ৪৮.১ ওভারে ১০ উইকেটে ২২৪ রান সংগ্রহ করে।
শ্রীলঙ্কার ব্যাটিংয়ে শুরু থেকে বিপর্যয় দেখা দিলেও শেষ দিকে হাসারঙ্গা ম্যাচ কিছুটা জমিয়ে তুলেন। শেষ পর্যন্ত সাইফ উদ্দিনের বলে ৬০ বলে পাঁচ ছক্কা ও তিন চারে ৭৪ রান করেন তিনি।
বাংলাদেশে পক্ষে মেহেদী হাসান মিরাজ ৩০ রানে চার ও মোস্তাফিজুর ৩৪ রানে তিন উইকেট শিকার নেন।
এর আগে তামিম-মুশফিক ও রিয়াদের হাফ সেঞ্চুরিতে ২৫৭ রানের চ্যালেঞ্জিং স্কোর করে টাইগাররা।
শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। কিন্তু টপ অর্ডারদের ব্যর্থতায় ১০০ রানের আগেই চার উইকেট হারিয়ে ফেলে তারা।
স্বাগতিকদের পক্ষে মুশফিুর রহীম সর্বোচ্চ ৮৭ বলে ৮৪ রান করেন। এছাড়া তামিম ইকবাল ৫২ এবং মাহমুদুল্লাহ রিয়াদ ৫৪ রান করেন।
আরও পড়ুন: বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজে করোনার থাবা
পঞ্চম উইকেট জুটিতে মুশফিকুর ও মাহমুদুল্লাহ ১২২ বলে ১০৯ রান যোগ করেন। এটি ছিল বাংলাদেশের ইনিংসের সর্বোচ্চ জুটি।
৪০ ওভারে বাংলাদেশের স্কোর ছিল চার উইকেটে ১৯৩ রান। কিন্তু মুশফিক ও মাহমুদুল্লাহর আউট হওয়ার পর স্বাগতিকরা শেষ ১০ ওভারে স্কোর বোর্ডে তেমন রান তুলতে পারেনি।
ষষ্ঠ ও সপ্তম উইকেটে বাংলাদেশ যথাক্রমে ২২ এবং ২৭ রান যোগ করে।
আফিফ হোসেন ২২ বলে ২৭ রান এবং এবং মোহাম্মদ সাইফুদ্দিন ৯ বলে ১৩ রানে অপরাজিত ছিলেন।
লিটন দাস ও মোহাম্মদ মিঠুন শূন্য রানে আউট হন।
শ্রীলঙ্কার হয়ে ধনঞ্জয়া ডি সিলভা ৪৫ রানে নিয়েছেন তিন উইকেট।
বাংলাদেশ দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ, আফিফ হোসেন, মেহেদি হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা দল: কুশল পেরেরা (অধিনায়ক ও উইকেটরক্ষক), ধানুশকা গুনাথিলকা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা, আশেন বান্দারা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, ইসুরু উদানা, লক্ষ্মণ সন্দাকান ও দুশমন্থ চামিরা।
৩ বছর আগে
চট্টগ্রাম টেস্ট: মেহেদীর সেঞ্চুরিতে বাংলাদেশের সংগ্রহ ৪৩০
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার অসাধারণ ব্যাটিং করে টেস্ট ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন ডানহাতি অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
৩ বছর আগে