আজ রাজধানীর মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ৫১ বলে শতকের কল্যাণে রাজশাহী পাহাড় সমান ২২০ রান করলেও পারভেজের দারুণ ব্যাটিংয়ে ১৮.১ ওভারে প্রয়োজনীয় রান তাড়া করে জয় তুলে নেয় বরিশাল।
এর আগে বরিশালের অধিনায়ক তামিম ইকবাল টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন।
টসে হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ছিলেন রাজশাহীর আনিসুল ইসলাম ও নাজমুল হোসেন। পাওয়ার প্লেতে দুজন মিলে তোলেন ৬৪ রান। আনিসুল ২৫ বলে এবং নাজমুল ৩২ বলে নিজেদের অর্ধশতক করেন। পরে ৬৯ রানে ফিরে যান আনিসুল।
অর্ধশতকের পর আরও আগ্রাসী হয়ে ওঠেন রাজশাহীর অধিনায়ক। বরিশালের বোলারদের তুলোধুনো করে মাত্র ৫১ বলে তিন অঙ্কের ঘরে পৌঁছে যান নাজমুল। তার ঝড়ো ব্যাটিংয়ের কল্যাণে শেষ পর্যন্ত ২২০ রানে থামে রাজশাহী। ইনিংসের শেষ ওভারে বরিশালের হয়ে হ্যাটট্রিক করেন কামরুল ইসলাম রাব্বি। ফরহাদ রেজা, নাজমুল ও নুরুল হাসান সোহানকে আউট করে টুর্নামেন্টের প্রথম হ্যাটট্রিক করেন তিনি। ওই এক ওভারে মোট চারটি উইকেট নেন রাব্বি।
রাজশাহীর দেয়া লক্ষ্য তাড়া করতে নেমে তামিম ইকবাল ও সাইফ হাসান দারুণ শুরু এনে দেন বরিশালকে। ওপেনিং জুটিতে দুজন মিলে তোলেন ৪৪ রান। পঞ্চম ওভারে সাইফ ফেরার আগে ২৭ রান করেন।
পরে পারভেজকে নিয়ে দারুণ ছন্দে দলকে এগিয়ে নেন তামিম। এর মধ্যে ৩৪ বলে অর্ধশতক স্পর্শ করেন তিনি। শেষ পর্যন্ত ৫৩ রানে রানআউট হয়ে সাজঘরে ফেরেন তামিম।
অধিনায়কের ফেরার পরও বেশ সাবলীলভাবে ব্যাটিং করেন পারভেজ। শেষ বলে চার হাঁকিয়ে তুলে নেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম শতক। প্রতিযোগিতামূলক ক্রিকেটে নিজের সপ্তম ম্যাচেই শতক করলেন তরুণ এ ব্যাটসম্যান।