শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইমরুল কায়েসের ব্যাটে ভর করে ৮ বল বাকি থাকতেই ৬ উইকেটের জয় পায় চট্টগ্রাম।
১২৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে সিমন্স ও জুনায়েদ সিদ্দিকী ৩ ওভারে ২৫ রান যোগ করেন। প্লাটুন অধিনায়ক মাশরাফির বলে ১৫ রান করা সিমন্স সাজঘরে ফেরেন। সিমন্স ১২ বলে ২টি ছক্কায় সাজান তার ইনিংসটি।
সিমন্সের আউটের পর দ্রুতই সাজঘরের পথ ধরেন জুনায়েদ। তিনি ৮ রান করেন।
তৃতীয় উইকেট জুটিতে কায়েস ও চ্যাডউইক ওয়ালটন ৪১ রান যোগ করেন। ১৬ বলে ২৫ করে সাজঘরে ফেরেন ওয়ালটন। কিন্তু উইকেটের অন্যপ্রান্তে অবিচল থাকেন দুর্দান্ত ফর্মে থাকা ইমরুল। তিনি ৫৩ বলে ২টি ছক্কা ও ৫টি চারে ৫৪ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।
এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে ৫০ রান তুলতেই ৩ উইকেট হারায় ঢাকা প্লাটুন। ৫০ থেকে ৬০ রানের মধ্যে আরও ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে ঢাকা।
এনামুল হক বিজয় ১৪ রান করে রানআউট হলে ঢাকার প্রথম উইকেটের পতন হয়। টানা দুটি ফিফটি করা মেহেদী হাসান রানা ০ রানে আউট হন।
একপ্রান্ত আগলে রেখে খেলার চেষ্টা করা তামিম ইকবালও ২৭ বলে ২১ রান করে সাজঘরে ফেরেন।
জাকির আলী (৩), শহীদ আফ্রিদি (০), শাদাব খান (০) এবং থিসারা পেরেরা (৬) তাদের নামের প্রতি সুবিচার করতে পারেননি।
মুমিনুল হক সর্বোচ্চ ৩২ রান করেন। নবম উইকেট জুটিতে মাশরাফি এবং ওয়াহাব রিয়াজের ব্যাটে ৩১ রান আসে। মাশরাফি ১২ বলে ১৭ রানে অপরাজিত থাকেন। অন্যদিকে রিয়াজ ১৫ বলে ২৩ রান করে আউট হন।