ইমরুল কায়েস
শিরোপা জিততে বরিশালের দরকার ১৫২ রান
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২২ এর ফাইনালে ফরচুন বরিশালকে ১৫২ রানের লক্ষ্য দিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শুক্রবার মিরপুরে আগে ব্যাট করে ৯ উইকেটে ১৫১ রান করেছে দুই বারের চ্যাম্পিয়নরা।
সুনিল নারাইনের ঝড়ো শুরুর পরও মাঝারি মানের লক্ষ্য দাঁড় করাতে সক্ষম হয় ইমরুল কায়েসরা।
ভিক্টোরিয়ান্সের হয়ে সুনীল নারিন ২৩ বলে পাঁচ চার ও পাঁচ ছক্কায় ৫৭ রান করেন। তাদের প্রথম ছয় ওভারে রান ছিল দুই উইকেটে ৭৩ রান। কুমিল্লার প্রথম চার জনের তিনজন—লিটন দাস, ফাফ ডু প্লেসিস, মাহমুদুল হাসান জয়—দুই অঙ্কের স্কোরে পৌঁছতে পারেননি।
কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস আবারও ব্যাট হাতে ১২ বলে ১২ রান করে ব্যর্থ হন। তাকে ফেরান ডোয়াইন ব্রাভো। এছাড়া মঈন আলী ৩২বলে ৩৮ ও আবু হায়দার রনি ২৭ বলে ১৯ রান করেন।
বরিশালের পক্ষে মুজিব উর রহমান ও শফিকুল ইসলাম দুটি করে এবং সাকিব, ব্রাভো ও মেহেদী একটি করে উইকেট নেন।
আরও পড়ুন: বিপিএল ২০২২ ফাইনাল: টস জিতে ব্যাটিংয়ে কুমিল্লা
করোনার জৈব সুরক্ষা বলয় ভেঙ্গে নতুন বিতর্কে সাকিব
২ বছর আগে
বাংলাদশের সর্বকালের সেরা টেস্ট একাদশ!
ক্রিকেটের সবচেয়ে পুরনো এবং ধ্রুপদী ধরন হল টেস্ট ক্রিকেট। গত দুই দশকে বাংলাদেশের হয়ে অনেক খ্যাতিমান টাইগাররা ব্যাট এবং বল হাতে খেলেছেন। এ পর্যন্ত সর্বমোট ৯৮ জন খেলোয়াড় বাংলাদেশের হয়ে ক্রিকেটের টেস্ট সংস্করণে অংশ নিয়েছেন।
তাই সহজেই সেরা ১১ জন খেলোয়াড়ের নাম নেয়াটা অতটা সহজ নয়। তবে ক্রিকেটারদের পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশের টেস্ট ক্রিকেটর সেরা ১১ তারকার নাম উল্লেখ করা যেতেই পারে। চলুন দেখে নেই বাংলাদেশে টেস্ট ক্রিকেটর সর্বকালের সেরা ১১ টেস্ট ক্রিকেটারদের তালিকা।
১) তামিম ইকবাল
৬৪টি টেস্ট খেলা তামিম ইকবাল সর্বোচ্চ ৪ হাজার ৭৬৪ রান নিয়ে তালিকার শীর্ষ স্থান দখল করেছেন। সর্বোচ্চ ২০৬ রান এবং ৯টি শতকের অধিকারী তিনি। বাংলাদেশের সর্বকালে সেরা ওপেনিং ব্যাটসম্যান হিসেবেও তাকে গণ্য করা হয়।
২) ইমরুল কায়েস
টেস্টে ৩৯টি ম্যাচ খেলা এবং ১ হাজার ৭৯৭ রানের মালিক ইমরুল কায়েস দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছেন। মাত্র তিনটি শতকের দেখা পাওয়া এই ব্যাটারের সর্বোচ্চ রান ১৫০। বাংলাদেশের হয়ে তামিমের সাথে উদ্বোধনী জুটিতে পাকিস্তানের বিপক্ষে সর্বোচ্চ ৩১২ রানের পার্টনারশিপ গড়েন এই ক্রিকেটার।
৩) মুমিনুল হক
বাংলাদেশ টেস্ট ক্রিকেট দলের বর্তমান দলপতি মুমিনুল এই অবস্থানে আছেন ৪৪টি ম্যাচ এবং ৩ হাজার ২৪৭ রানের সুবাদে। তার সর্বোচ্চ রান ১৮১ এবং মোট শতকের সংখ্যা ১১টি।
৪) মুশফিকুর রহিম
মিডল অর্ডারে সবচেয়ে ভরসার জায়গায় আছেন মুশফিকুর রহিম। তার ঝুলিতে আছে ৭৪ ম্যাচ, ৪ হাজার ৬৪৫ রান এবং ৭টি শতক। তার সর্বোচ্চ রান ২১৯ (অপরাজিত)।
৫) মোহম্মাদ আশরাফুল
বিতর্কিত ও সমালোচিত এই প্লেয়ারকে নিয়ে অনেক কথা হতে পারে, কিন্তু টেস্টে তার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। ৬১ ম্যাচ খেলা আশরাফুলের মোট রান ২ হাজার ৭৩৭ এবং সর্বোচ্চ রান ১৯০। অপরদিকে সবচেয়ে কম বয়সে টেস্ট শতকের রেকর্ডটি’ও তার দখলে।
আরও পড়ুন: করোনায় ১৭২০ ক্রিকেটারের পাশে বিসিবি
৬) সাকিব আল হাসান
বাংলাদেশ সেরা টেস্ট একাদশে ষষ্ঠ অবস্থানে আছেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব। ৫৭ ম্যাচে ৩ হাজার ৯৩০ রান, সর্বোচ্চ ২১৭ রান এবং ৫টি টেস্ট শতক আছে তার ঝুলিতে। এছাড়াও টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ২১০ উইকেট সংগ্রহের রেকর্ডও আছে তার ঝুলিতে।
৭) মোহম্মদ রফিক
নব্বই দশকের জনপ্রিয় এই স্পিনার বাংলাদেশের হয়ে সর্বপ্রথম টেস্টে ১০০ উইকেট শিকার করতে সক্ষম হন। ৩৩ ম্যাচ খেলে ১ হজার ৫৯ রান এবং সর্বোচ্চ ১১১ রান করা এই ক্রিকেটার মিডল অর্ডারের অন্যতম ভরসাদায়ক খেলোয়াড় ছিলেন।
৮) মেহেদি হাসান মিরাজ
২৬ টেস্ট খেলা ৮৫৫ রানের অধিকারী মিরাজকে এই তালিকায় একজন অলরাউন্ডার হিসেবেই যুক্ত করা হয়েছে। সর্বোচ্চ ১০৩ রান এবং এ পর্যন্ত ১০৩ উইকেট শিকার করেছে এই তরুণ ক্রিকেটার।
৯) মাশরাফি বিন মর্তুজা
টেস্টে বাংলাদেশের পেস আক্রমণের জন্য প্রথম নামটি ই হবে মাশরাফির। দেশের প্রকৃত এই পেইসার ১৪০ কি.মি ঘণ্টায় বল ছুড়তে পারেন। ৩৬ টেস্টে এ পর্যন্ত ৭৮ উইকেট নিয়েছেন সাবেক টাইগার দলপতি।
আরও পড়ুন: বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ: টাইগারদের টেস্ট স্কোয়াড বিশ্লেষণ
১০) তাইজুল ইসলাম
বাংলাদেশের টেস্ট ক্রিকেটে দ্বিতীয় সফল বোলার হল তাইজুল ইসলাম। ৩৩ ম্যাচ খেলা এই স্পিনার ১৩০ উইকেট নিয়েছেন। অপরদিকে বাংলাদেশের হয়ে এক ইনিংসে ৩৯ রান দিয়ে ৮ উইকেট শিকারের রেকর্ডটিও আছে তার দখলে।
১১) শাহাদাৎ হোসেন
৩৮ ম্যাচ খেলে ৭২ উইকেট নেয়া শাহাদাতকে মাশরাফির পরই সেরা ফাস্ট বোলার হিসেবে গণ্য করা হয়।
যদিও অনেক বড় তারকা খেলোয়াড়রা এই তালিকায় নেই। তবে নিজেদের ব্যক্তিগত রেকর্ডের কারণে এই তালিকায় অবস্থান জমিয়ে নিয়েছেন সেরা টেস্ট টাইগাররা।
৩ বছর আগে
সড়ক দুর্ঘটনায় আহত ইমরুলের বাবার মৃত্যু
সড়ক দুর্ঘটনায় আহত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় ইমরুল কায়েসের বাবা বানী আমিন বিশ্বাস (৬০) রবিবার রাত সাড়ে ৯টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
৪ বছর আগে
ক্রিকেটার ইমরুল কায়েসের পিতা সড়ক দুর্ঘটনায় আহত
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম সদস্য ইমরুল কায়েসের পিতা বনি আমিন বিশ্বাস (৬০)সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।
৪ বছর আগে
খেলার জন্য ফিট মুশফিক-ইমরুল
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দুই অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম এবং ইমরুল কায়েসকে খেলার জন্য উপযুক্ত ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল টিম।
৪ বছর আগে
পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে অনিশ্চিত ইমরুল-সাদমান
পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া প্রথম টেস্টে ওপেনার ইমরুল কায়েস ও সাদমান ইসলামের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
৪ বছর আগে
বঙ্গবন্ধু বিপিএল: ইমরুলের ব্যাটে সহজ জয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের
চলমান বঙ্গবন্ধু বিপিএলে ঢাকা প্লাটুনকে হারিয়ে ৬ষ্ঠ জয় তুলে নিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
৪ বছর আগে