২০২০ সালের জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাথে চুক্তিবদ্ধ হয়েছে তারা।
বৃহস্পতিবার মিরপুরে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি’র ব্যবস্থাপনা কার্যালয়ে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী এবং ইউনিলিভার বাংলাদেশের অর্থ পরিচালক জাহিদুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
চলতি মাসে দুবাইয়ে অনুষ্ঠেয় এশিয়া কাপ ২০১৮ এর মধ্য দিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের সাথে স্পন্সর যাত্রা শুরু করবে ইউনিলিভার। ওই প্রতিযোগিতায় কোম্পানির পণ্য- লাইফবয়ের লোগো জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের জার্সিতে দেখা যাবে।
চুক্তি অনুযায়ী, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল (পুরুষ ও নারী), বাংলাদেশ 'এ' দল এবং বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে ৩১ জানুয়ারি, ২০২০ পর্যন্ত স্পন্সর করবে ইউনিলিভার।
এর আগে গত ২৬ আগস্ট হঠাৎ করেই বিসিবির সাথে স্পন্সরশিপ বাতিল করে মোবাইল সেবাদাতা কোম্পানি রবি। যদিও ২০১৯ সালের বিশ্বকাপ পর্যন্ত বিসিবির সাথে তাদের চুক্তি ছিল।