ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে শনিবার টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ড। ব্যাটসম্যানদের ব্যর্থতার মিছিলে এদিন ৪১.৫ ওভারে ১৩১ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে ২ উইকেট হারিয়ে মাত্র ২১.২ ওভারেই প্রয়োজনীয় রান তুলে নেয় নিউজিল্যান্ড। এ নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের মাটিতে টানা ১৪ ম্যাচ হারল বাংলাদেশ।
এছাড়া এটি ছিল ওয়ানডে সুপার লিগে টাইগারদের প্রথম পরাজয়।
আরও পড়ুন: নিউজিল্যান্ডের বিপক্ষে টি২০ সিরিজে থাকছেন না তামিম
পুত্র সন্তানের বাবা হলেন সাকিব
বাংলাদেশের দেয়া ১৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মারমুখী ছিলেন নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গাপটিল। মোস্তাফিজের প্রথম ওভারেই এক চার, এক ছয়ে ১০ রান তুলে নেন। তাসকিনের বলে আউট হওয়ার আগে ৩টি চার ও ৪টি ছয়ে মাত্র ১৯ বলে ৩৮ রানের ইনিংস খেলেন তিনি।
উদ্বোধনী জুটি ভাঙার পর তিন নম্বরে ব্যাট করতে আসেন অভিষিক্ত ডেভন কনওয়ে। আরেক ওপেনার হেনরি নিকলসের সাথে দ্বিতীয় উইকেটে যোগ করেন ৬৫ রান। দলের জয়ের জন্য মাত্র ১৩ রান বাকি থাকতে হাসান মাহমুদের বলে মাহমুদউল্লাহর হাতে ক্যাচে পরিণত হন ৫২ বলে ২৭ রান করা কনওয়ে।
অপর প্রান্তে দুই উইকেট পড়ে গেলেও নিজের প্রান্তে অবিচল ছিলেন নিকলস। ফিফটি থেকে মাত্র ১ রান দূরে থাকতে ম্যাচ শেষ হয়ে যায়। ইনিংসের ২২তম ওভারের জোড়া চার মেরে ম্যাচ শেষ করেন আরেক অভিষিক্ত উইল ইয়ং। নিকলস অপরাজিত থাকেন ৫৩ বলে ৪৯ রান করে। ইয়ং করেন ৬ বলে ১১ রান।
আরও পড়ুন: জেসিন্ডা আরডার্নের প্রতি কৃতজ্ঞ তামিম ইকবাল
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে সুবিধাই করতে পারেনি বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা। ম্যাচে সফরকারীদের ইনিংসে ৩০ ঊর্ধ্ব কোনো জুটি হয়নি। সর্বোচ্চ ২৭ রানের ইনিংস খেলেন মাহমুদউল্লাহ রিয়াদ। ২৩ রান আসে মুশফিকের ব্যাট থেকে। ম্যাচ সেরা হওয়া বোল্ট ২৭ রানে শিকার করেন ৪ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ১৩১/১০, ৪১.৫ ওভার (মাহমুদউল্লাহ ২৭, মুশফিক ২৩, লিটন ১৯, বোল্ট ৪/২৭, স্যান্টনার ২/২৩, নিশাম ২/২৭)
নিউজিল্যান্ড: ১৩২/২, ২১.২ ওভার (নিকলস ৪৯*, গাপটিল ৩৮, কনওয়ে ২৭, তাসকিন ১/২৩, হাসান, ১/৪৯)
ফল: নিউজিল্যান্ড ৮ উইকেটে জয়ী।