ঢাকা টেস্টে বাংলাদেশকে ১৩৮ রানের টার্গেট দিয়ে শুক্রবার দ্বিতীয় ইনিংসে ২৯২ রানে অলআউট হয় আয়ারল্যান্ড।
টেস্টের চতুর্থ সকালে সফরকারীরা পূর্বের সংগ্রহে মাত্র ছয় রান যোগ করতে সক্ষম হয়। দুই উইকেট হাতে রেখে দিন শুরু করা ডানহাতি পেসার ইবাদত হোসেনের কাছে দুই উইকেটই হারায় তারা।
আয়ারল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংসে ১৩ রানে চার উইকেট হারালেও লরকান টাকারের ১০৮ ও অ্যান্ডি ম্যাকব্রাইনের ৭২ রানের সুবাদে তারা ২৯২ রানে পৌঁছে যায়।
প্রথম ইনিংসে ২১৪ রান তোলে আয়ারল্যান্ড। জবাবে বাংলাদেশ ৩৬৯ রান করে। মুশফিকুর রহিমের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ১৫৫ রানের লিড পায় বাংলাদেশ।
আরও পড়ুন: ঢাকা টেস্ট: মুশফিকের দশম টেস্ট সেঞ্চুরিতে বাংলাদেশের লিড ১০৩
ঢাকা টেস্ট: আয়ারল্যান্ডের সঙ্গে লড়াইয়ে দ্রুত চার উইকেট নিয়ে শীর্ষে বাংলাদেশ