চলমান ঢাকা টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে দশম টেস্ট সেঞ্চুরি করলেন বাংলাদেশের মুশফিকুর রহিম। তার সেঞ্চুরিতে দ্বিতীয় দিনের চা বিরতি শেষে ১০৩ রানের লিড নিয়েছে বাংলাদেশ।
মেহেদি হাসান মিরাজের সঙ্গে ক্রিজে অপরাজিত থাকেন মুশফিক। এই জুটিতে মিরাজের সংগ্রহ ১৮ রান এবং মুশফিক করেন ১২৪ রান।
আরও পড়ুন: আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট দল ঘোষণা বিসিবির
দুই উইকেট হারিয়ে বোর্ডে ৩৪ রান নিয়ে দিন শুরু করে বাংলাদেশ। দিনের শুরুতেই আউট হন মুমিনুল হক। তবে তৃতীয় উইকেট জুটিতে মুশফিক ও সাকিব আল হাসান যোগ করেন ১৫৯ রান। যা স্বাগতিকদের প্রাথমিক ক্ষতি কাটিয়ে উঠতে সাহায্য করেছিল।
সাকিব মাত্র ১৩ রানের কারণে তার সেঞ্চুরি মিস করেন। কারণ একটি রেগুলেশন ক্যাচে তিনি অ্যান্ডি ম্যাকব্রাইনের হাতে আউট হয়েছিলেন। পরের জুটিতে মুশফিক ও লিটন দাস যোগ করেন ৮৭ রান। তবে, সাত রানের জন্য লিটন তার হাফ সেঞ্চুরি মিস করেন।
আয়ারল্যান্ডের হয়ে দুইটি করে উইকেট নেন মার্ক অ্যাডেয়ার ও অ্যান্ডি ম্যাকব্রাইন।
এর আগে আয়ারল্যান্ড টস জিতে প্রথমে ব্যাট করে বাংলাদেশের বিপক্ষে তাদের প্রথম টেস্ট ইনিংসে ২১৪ রান করে। এছাড়া বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম পাঁচ উইকেট লাভ করেন। যা টেস্টে তার ১১তম উইকেট।
আরও পড়ুন: ঢাকা টেস্ট: তাইজুলের ৫ উইকেট শিকারে ২১৪ রানে প্যাকেট আয়ারল্যান্ড
ঢাকা টেস্ট: টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত আয়ারল্যান্ডের