ফিল্ড আম্পায়ার আউট না দিলেও বল ব্যাটে ছোঁয়া লেগে উইকেট রক্ষকের হাতে যাওয়ায় নিজের ইচ্ছায় মাঠ ছেড়ে বাইরে চলে আসেন এই ডানহাতি ব্যাটসম্যান।
শুক্রবার প্রেমাদাসা স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।
ইনিংসের ৩৪তম ওভারের শেষ বল করছিলেন রুবেল হোসেন। বলটি কুশলের ব্যাট হালকা ছোঁয়া দিয়ে চলে যায় উইকেট রক্ষক মুশফিকুর রহিমের গ্লাভসে।
বোলার রুবেল ও মুশফিকুর রহিমও বিষয়টি বুঝতে পারেননি। সেই সাথে ফিল্ড আম্পায়ারও টের পাননি। হালকা আবেদন হলেও তাতে আত্মবিশ্বাস ছিল না কারও। মুশফিকুর রহিম ও রুবেল হোসেন হয়তো আফসোস করছিলেন যে অল্পের জন্য ব্যাটে লাগেনি।
কিন্তু ততক্ষণে ২২ গজ থেকে হাঁটা শুরু করেন কুশল মেন্ডিস। আম্পায়ার আউট না দিলেও নিজের ইচ্ছায় প্যাভিলিয়নের পথ ধরেন ৪৩ রান করা এই লঙ্কান ব্যাটসম্যান। টিভি রিপ্লেতে আল্ট্রা এজেও ব্যাটে লাগার বিষয়টি স্পষ্ট দেখা যায়।
এর আগেও আম্পায়াররা এমন ভুল সিদ্ধান্ত দিলেও খুব কম ব্যাটসম্যানই নিজের ইচ্ছায় মাঠ ছেড়েছেন। গত বিশ্বকাপেও এমন বিতর্কিত সিদ্ধান্ত ছিল আম্পায়ারদের কাছ থেকে। রিভিউ নিয়ে অবশ্য অনেকেই উইকেটের দেখা পেয়েছেন।
তবে যাদের রিভিউ ছিল না তাদের করার কিছুই ছিল না।