প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে বহুল আলোচিত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাহী কমিটির ২০ এপ্রিলের নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বাফুফের কার্যনির্বাহী কমিটি শুক্রবার এক সভায় সিদ্ধান্ত নেয় যে আগামী ২০ এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া বাফুফে নির্বাচন এবং সম্মেলন পরিস্থিতি ভালো না হওয়া পর্যন্ত স্থগিত থাকবে।
সেই সাথে এ বিষয়ে প্রয়োজনীয় সংশোধনীর জন্য ফিফা ও এএফসি’র সাথে যোগাযোগ করা হবে বলে সভা জানানো হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) কোভিড-১৯ সংক্রমণকে মহামারি ঘোষণা করেছে। এবং করোনাভাইরাসের বিস্তার রোধে বাংলাদেশ সরকার ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সারা দেশে অঘোষিত লকডাউন জারি করেছে। সেইসাথে যেকোনো ধরনের জনসমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।
বাফুফে জানিয়েছে, তাদের পক্ষ থেকে করোনা পরিস্থিতি স্বভাবিক না হওয়া পর্যন্ত গরিবদের মধ্যে খাবার বিতরণ অব্যাহত থাকবে।