ম্যাচের আগে গত মৌসুমে হারের প্রতিশোধ তোলার প্রত্যয় ঝরেছিল রিয়াল মাদ্রিদ বস কার্লো আনচেলত্তির কণ্ঠে। শুরুতে গোল করে সেদিকেই এগোচ্ছিল ম্যাচ, কিন্তু শেষ সময়ে গিয়ে গুলিয়ে গেল সব। আর শেষ মুহূর্তে ড্র করে স্বস্তি নিয়ে মাঠ ছাড়ল আতলেতিকো মাদ্রিদ।
রবিরার রাতে লা লিগায় মৌসুমের প্রথম মাদ্রিদ ডার্বি ১-১ সমতায় শেষ হয়েছে।
ম্যাচের ৬৪ মিনিটে গোল করে রিয়াল মাদ্রিদকে এগিয়ে নেন এদের মিলিতাও। এরপর অতিরিক্ত যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে গিয়ে গোল করে আতলেতিকো মাদ্রিদকে সমতায় ফেরান আনহেল কোরেয়া।
ড্র করলেও লিগে টানা ৪০ ম্যাচ অপরাজিত থেকে বার্সেলোনার ৪৩ ম্যাচের রেকর্ড ছুঁতে আরও এক ধাপ এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ।
আরও পড়ুন: মাদ্রিদ ডার্বির আগে রিয়াল শিবিরে দুঃসংবাদ
এদিন সাবধানি শুরুর পর ম্যাচের নবম মিনিটে প্রথম শট নেয় আতলেতিকো মাদ্রিদ। আলেকজান্ডার সোরলথের পাস ধরে বাঁ পাশ দিয়ে দুরূহ কোণ থেকে গোলে শট নেন হুলিয়ান আলভারে, কিন্তু সহজেই তা তালবিন্দি করেন কোর্তোয়া।
এরপর সপ্তদশ মিনিটে লুকা মদ্রিদের পাস ধরে ভালভার্দের নেওয়া শট ঠেকান ইয়ান ওবলাক।
মাঝখানে কোনো দল তেমন জোরালো সুযোগ তৈরি করতে ব্যর্থ হওয়ার পর বিরতির দুই মিনিট বাকি থাকতে গোল করার ভালো একটি সম্ভাবনা তৈরি করে রিয়াল মাদ্রিদ। প্রতিপেক্ষর বক্সে ঢুকে আক্রমণের সুযোগ তৈরি করে তারা, কিন্তু আতলেতিকোর জমাট রক্ষণে সে প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়।
শেষ মিনিটে পাল্টা আক্রমণে উঠে সম্ভাবনা জাগায় আতলেতিকোও, কিন্তু ফিনিশিংয়ের অভাবে সেই সুযোগটিও নষ্ট হলে স্কোরবোর্ডে কোনো পরিবর্তন আনতে ব্যর্থ হয়ে বিরতিতে যায় দুদল।