মৌসুমের প্রথম মাদ্রিদ ডার্বি অনুষ্ঠিত হতে আর বাকি চার দিন। এমন সময়ে রিয়াল মাদ্রিদের জন্য এলো দুঃসংবাদ। ম্যাচটির আগে চোটের কারণে ছিটকে গেছেন দলটির ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে।
বুধবার এক বিবৃতিতে লা লিগা চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ জানিয়েছে, বাঁ পায়ের উরুতে চোট ধরা পড়েছে এমবাপ্পের। এর চেয়ে বেশি বিস্তারিত জানায়নি ক্লাবটি।
তবে ট্রান্সফার গুরু ফাব্রিৎসিও রোমানো জানিয়েছেন, অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে এই ফরোয়ার্ডকে। এই সময়ে তিনি সপ্তাহান্তে আতলেতিকো মাদ্রিদ, এরপর চ্যাম্পিয়ন্স লিগে ফরাসি ক্লাব লিল এবং লা লিগায় রিয়াল ভাইয়াদোলিদের বিপক্ষে ম্যাচগুলো খেলতে পারবেন না।
গতরাতে আলাভেসের বিপক্ষে ৩-২ ব্যবধানে জয়ের ম্যাচে একটি গোল করেন এমবাপ্পে। তবে ম্যাচের পুরোটা সময় খেলতে পারেননি ২৫ বছর বয়সী এই স্ট্রাইকার। ৮০তম মিনিটে অস্বস্তি নিয়ে তাকে মাঠ ছাড়তে দেখা যায়। এরপর আজ ক্লাবের পক্ষ থেকে মেডিকেল পরীক্ষায় তার চোট ধরা পড়ল।
আরও পড়ুন: জয়ে আনচেলত্তির ৩০০তম ম্যাচ রাঙাল রিয়াল মাদ্রিদ
পিএসজি থেকে রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে দলটিতে মানিয়ে নিতে যথেষ্ট ভুগতে হচ্ছে এমবাপ্পেকে। লা লিগায় শুরুর তিন ম্যাচে কোনো গোল পাননি তিনি। তবে সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে মেলে ধরছেন; পরের চার ম্যাচে পাঁচ গোল করেছেন তিনি। পাশাপাশি সতীর্থদের সঙ্গে বোঝাপড়া বাড়তে শুরু করেছিল তার। এরইমাঝে এলো ছন্দপতন।
আলাভেসের বিপক্ষে জয়ের পর লা লিগায় সব মিলিয়ে টানা ৩৯ ম্যাচ অপরাজিত রয়েছে রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার ৪৩ ম্যাচের রেকর্ডটি স্পর্শ করতে মাদ্রিদ ডার্বিতে ভালো করার বিকল্প নেই বর্তমান চ্যাম্পিয়নদের। ম্যাচটির আগে এমবাপ্পের ছিটকে যাওয়াটা তাই রিয়ালের জন্য বড় ধাক্কা।
লা লিগায় ৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় অবস্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ কম খেলে এক পয়েন্ট বেশি নিয়ে টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনা নিজেদের সপ্তম ম্যাচে গেতাফের বিপক্ষে মাঠে নামছে আজ রাতে।