বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবল ২০২২-২৩ এর দ্বিতীয় পর্ব শুক্রবার সারা দেশে তিনটি ভেন্যুতে তিনটি ম্যাচ দিয়ে শুরু হবে।
ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে বিকাল সোয়া ৩টায় আজমপুর এফসি উত্তরার মুখোমুখি হবে বসুন্ধরা কিংস।
রাজশাহীর মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে ফোর্টিস এফসির মুখোমুখি হবে সাবেক চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী। মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে রহমতগঞ্জ এমএফএসের মুখোমুখি হবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
আরও পড়ুন: বিসিএল ফুটবল: ব্রাদার্স ইউনিয়ন ও ঢাকা ওয়ান্ডারার্সের জয়
শনিবার গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে মোহামেডান এসসির মুখোমুখি হবে মুক্তিযোদ্ধা সংসদ কেসি। আর ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ এফসির বিপক্ষে খেলবেন শেখ রাসেল কেসি।
১১-রাউন্ডের প্রথম পর্বের লিগ ম্যাচের পর বসুন্ধরা অপরাজিত থেকে লিগ টেবিলে আধিপত্য বিস্তার করে টানা ১০টি ম্যাচে ৩০ পয়েন্ট অর্জন করে।
প্রথম পর্বের ১০টি ম্যাচ থেকে ২১ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে রয়েছে সাবেক চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী এবং বাংলাদেশ পুলিশ ১৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।
আজমপুর এফসি এবং চট্টগ্রাম আবাহনী যথাক্রমে দুই এব আট পয়েন্ট পেয়ে টেবিলের তলানিতে রয়েছে।
আরও পড়ুন: ফেডারেশন কাপ ফুটবল: প্রথম কোয়ার্টার ফাইনালে বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে মুক্তিযোদ্ধা এসকেসি