বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরটি চলতি বছরের ৬ জানুয়ারি শুরু হতে চলেছে। ঢাকা পর্বের বিপিএল টি-টোয়েন্টি ম্যাচের উদ্বোধনী খেলার টিকিট বুধবার (৪ জানুয়ারি) থেকে বিক্রি শুরু হয়েছে।
এবারের লীগে মোট সাতটি দল অংশ নিচ্ছে। ঢাকা থেকে শুরু করে তিন ধাপে অনুষ্ঠিত হবে এই আসর। এরপর চট্টগ্রাম, ঢাকা এবং সিলেট খেলা শেষে চূড়ান্ত পর্বটি হবে ঢাকায়।
টিকিট কাউন্টারগুলো সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত খোলা থাকবে এবং ম্যাচের দিন এবং ম্যাচের আগে টিকিট পাওয়া যাবে। টিকিটের মূল্য পাঁচটি ভিন্ন মূল্যের হারে সাজানো হয়েছে, গ্র্যান্ড স্ট্যান্ডের মূল্য একহাজার ৫০০ টাকা, ভিআইপি স্ট্যান্ডের মূল্য এক হাজার টাকা, ক্লাব হাউস ৫০০ টাকা, নর্থ/সাউথ স্ট্যান্ডের ৩০০ টাকা এবং ইস্টার্ন স্ট্যান্ড ২০০ টাকা।
আরও পড়ুন: ঢাকা টেস্ট: টাইগারদের জয় এখনো সম্ভব, বললেন লিটন
দু’টি স্থানে টিকিট পাওয়া যায়; শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম, মিরপুর, এবং মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ১নং গেট সংলগ্ন টিকেট বুথ।
এই বছর বিপিএলে মোট ৪৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যার মধ্যে ঢাকায় ২৬টি, চট্টগ্রামে ১২টি এবং সিলেট 8টি আয়োজন করবে। দলগুলো ইতোমধ্যেই এই বহুল প্রত্যাশিত টি-টোয়েন্টি ইভেন্টের জন্য প্রস্তুতি শুরু করেছে।
আরও পড়ুন: আমি বিপিএলের সিইও হলে প্রয়োজনীয় পরিবর্তন আনতে সময় লাগত ১-২ মাস: সাকিব