এবারের বিশ্বকাপে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই আলো ছড়াচ্ছেন এই সুপার প্লেয়ার। এবারের আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রহকারীও তিনি। আর বল হাতে এ পর্যন্ত নিয়েছেন ১০ উইকেট।
সাউদাম্পটনে সোমবার বিশ্বকাপের একম্যাচে অর্ধশতক আর ৫ উইকেট নেয়া দ্বিতীয় ক্রিকেটার হিসেবে সাকিব জায়গা করে নেন রেকর্ডবুকে। এতদিন এই রেকর্ড ছিল শুধুমাত্র ভারতের যুবরাজ সিংয়ের দখলে।
বিশ্বকাপে অলরাউন্ডিং নৈপুণ্যে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে সফল ক্রিকেটার সাকিব। বিশ্বকাপে এক হাজার রান করা এবং ৩০ উইকেট নেয়া একমাত্র ক্রিকেটার তিনি।
এছাড়া ভারতের কিংবদন্তী অলরাউন্ডার কপিল দেবের রেকর্ড স্পর্শ করেছেন সাকিব। এর আগে বিশ্বকাপের এক আসরে ১টি শতক ও পাঁচ উইকেটে নেয়া একমাত্র ক্রিকেটার ছিলেন কপিল।
বিশ্বকাপে এ পর্যন্ত মোট ৪৭৬ রান করে ডেভিড ওয়ার্নারকে টপকে এবারের আসরে ব্যাটসম্যানদের তালিকার শীর্ষস্থানটি ফের দখল করলেন সুপার সাকিব। এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রানের মালিক মোট ছয় ইনিংসে ২টি শতক এবং ৩টি অর্ধশতক করেছেন। এবারের বিশ্বকাপে সেরা খেলোয়াড় হওয়ার দৌড়েও এগিয়ে রয়েছেন সাকিব।
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে ৫ উইকেট নিয়ে এই আসরে সাকিবের উইকেটের সংখ্যা হয়েছে ১০।
সোমবার আফগানিস্তানের বিপক্ষে ৫১ রানের ইনিংস খেলে বিশ্বকাপে প্রথম বাংলাদেশি হিসেবে এক হাজার রান করা ক্রিকেটার হলেন সাকিব।
এছাড়াও আরেকটি কীর্তি গড়েছেন বাংলাদেশের ক্রিকেটের রাজপুত্র। দেশের হয়ে ম্যাচসেরা হওয়ার রেকর্ডও তার। বিশ্বকাপের এবার টুর্নামেন্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিনবার ম্যাচসেরার পুরস্কার জিতেছেন সাকিব। তিনটি ম্যাচেই জিতেছে বাংলাদেশ।
সাকিবের জাদুকরি পারফর্মেন্সে বাঁচা-মরার লড়াইয়ে আফগানিস্তানের বিপক্ষে ৬২ রানের বড় জয় পায় বাংলাদেশ। আফগানদের বিপক্ষে অর্ধশতক হাঁকানোর পর বল হাতে ৫ উইকেট তুলে নিয়ে বাংলাদেশের জয়ে বড় অবদান রাখেন দেশসেরা অলরাউন্ডার।