প্রথম খেলায় মাহমুদউল্লাহ একাদশ তরুণ তারকা নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন নাজমুল একাদশের কাছে চার উইকেটে হেরে গিয়েছিল।
আজ টস হেরে তামিম একাদশকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় মাহমুদউল্লাহ একাদশ। রুবেল হোসেন ও সুমন খানের দারুণ বোলিংয়ে মাত্র ১০৩ রানে গুটিয়ে যায় তামিমের দল। রুবেল ও সুমন তিনটি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে মাহমুদউল্লাহ একাদশ শুরুতেই লিটন দাস, নাঈম শেখ এবং ইমরুল কায়েসের উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। চতুর্থ উইকেটে মুমিনুল হক ও মাহমুদউল্লাহ ৩৯ রান যোগ করেন যা তাদের প্রথম দিকের ক্ষতি কাটিয়ে উঠতে সহায়তা করে।
নুরুল হাসান সোহান ৩৮ বলে ছয়টি চার এবং একটি ছক্কার সাহায্যে ৪১ রানের দুর্দান্ত ইনিংস খেললে মাহমুদউল্লাহ একাদশ ২৭ ওভারে পাঁচ উইকেটে ১০৬ রান সংগ্রহ করে জয় তুলে নেয়।
তামিম একাদশের হয়ে মোহাম্মদ সাইফুদ্দিন ও তাইজুল দুটি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর:
তামিম একাদশ: ২৩.১ ওভারে ১০৩/১০। তানজিদ হাসান ২৭, এনামুল হক ২৫, মাহাদী হাসান ১৯ ও সাইফুদ্দিন ১৯। রুবেল ৩/১৬, সুমন ৩/৩১, মিরাজ ২/২ ও আমিনুল ২/১৭।
মাহমুদউল্লাহ একাদশ: ২৭ ওভারে ১০৬/৫। নুরুল হাসান ৪১, মুমিনুল হক ৩৯ ও মাহমুদউল্লাহ ১০। সাইফুদ্দিন ২/৮ ও তাইজুল ২/২৭।
ফলাফল: মাহমুদউল্লাহ একাদশ পাঁচ উইকেটে জয়ী (ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে)।